Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  • খুবই সুন্দর আর্ট করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আসলেই আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

খুব সুন্দর মুহুর্ত ড্রয়িং করেছেন আপু, চাঁদের আলোয় মুহুর্তগুলো সত্যি অনেক দারুণ হয়। মনে হচ্ছে খোরগোশ দুটো বেশ ভালো মুহুর্ত উপভোগ করছে। তবে ছবিটি রঙিন হলে অনেক ভালো লাগতো দেখতে। শুভ কামনা রইল আপনার জন্য।

একদম অনবদ্য, ফাটিয়ে দিয়েছেন তো আপনি। বেশ সুন্দর রোমান্টিক একটা ফিল পাওয়া যাচ্ছে আপনার আর্টের মাধ্যমে। শুভকামনা রইলো আপনার জন্য।

ওয়াও আপু জাস্ট ওয়াও😊

কি সুন্দর একটি আর্ট। একটি রোমান্টিক আর্ট শেয়ার করেছেন আপনি আপু। খরগোশগুলো খুব সুন্দর লাগছে
আর চাঁদটা তো আরো সুন্দর।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

ছবি আঁকা আকির কাজ যে আপনি আগেও করেছেন তা আপনার ছবি দেখেই বোঝা যাচ্ছে। আপনারা আকা খরগোশ দুটি যতটা নিখুঁত হয়েছে চন্দ্রালোকিত পরিবেশটাও তেমনি দারুন ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। শুভকামনা রইল আপনার জন্য। প্রতিযোগিতায় যেন সাফল্য অর্জন করতে পারেন

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কিছু কিছু ছবির দৃশ্য অনুভব করতেই বেশি ভালো লাগে। আজ আপনার এই রোমান্টিক খরগোশ দুটিকে দেখে আমার ভেতর একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। মিষ্টি একটা ভালোবাসার ছবি এঁকেছেন দিদি। নীল কালো এবং সাদা এই তিনটি রঙের কম্বিনেশন এত সুন্দর ফুটে উঠেছে 👌👌👌। মন ভরে গেল ।

দিদি মনি আপনার মিস্টি মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ।

আপু আপনার আর্ট অসাধারণ হয়েছে চাদের আলোতে রোমান্টিক দৃশ্য সত্যিই অন্যরকম অনুভূতি জাগায়। আপনি প্রতিটি ধাপ নিখুঁতভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই আর্ট প্রতিযোগিতার দৌড়ে একধাপ এগিয়ে থাকবে এ প্রত্যাশা করছি। শুভকামনা আপনার জন্য।

আপু মনি অসংখ্য ধন্যবাদ।

NFT প্রতিযোগিতার জন্য অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার আর্ট। খরগোশ দুটিকে খুব সুন্দর লাগছে দেখতে। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

অসংখ্য ধন্যবাদ আপু মনি।

ওয়াও, এক কথায় অসাধারন হয়েছে। আপনি সত্যি অনেক সুন্দর ড্রয়িং করতে পারেন।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

বাহ! আপু আইডিয়াটা বেস্ট ছিল। কি সুন্দর চাঁদনী রাতে খরগোশ দুটি রোমান্টিক মুডে সময় কাটাচ্ছে আপনি চিত্রাংকনটির মাধ্যমে খুব সুন্দর ভাবে তা ফুটিয়ে তুলেছেন, আমার কাছে বেশ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

NFT নির্মাণ প্রতিযোগিতায়ও চাঁদের আলোয় রোমান্টিক খরগোশ। সত্যি বলতে অসাধারন লাগলো। আপনি অনেক সুন্দরভাবে তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। খরগোশ দুটিকে আমার অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল আপু


IMG_20220106_113311.png

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

একদম আউটস্ট্যান্ডিং ছিলো।পুরো মন ছুয়ে গেছে।যতবার দেখি ততবারই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে