হ্যালো, @nkroy
পূর্বের পোস্টে বলে দিয়েছি আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার ছাড়া অন্য কোনো মেম্বার রেফারেন্স হিসেবে আমরা গ্রহণ করছি না। যদি আমার বাংলা ব্লগের কোনো ভেরিফাইড মেম্বার এর সাথে পরিচয় থাকে তাহলে তার রেফারেন্স এর সাহায্য নিতে পারেন। পরিচিতিমূলক পোস্ট কিভাবে লিখতে হবে তা বলে দেয়া হয়েছে।
আপনি আমাদের discord এ জয়েন হয়ে নিন। নিচের লিংকে ক্লিক কিরুনঃ
👉লিংক
ডিস্কোর্ড এ জয়েন হবার পর কি করতে হবে আমি সেখানেই বলে দিবো। ধন্যবাদ।