♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
জীবন অতিবাহিত করার জন্য মানুষের চাহিদার শেষ নেই। তবে মৌলিক চাহিদা শেষেও জীবনের প্রতিটি পর্যায়ে মানুষের কিছু চাহিদা বা শখ থাকে।আর সেই শখের কোনো কিছু পূরণ করতে পারলে আনন্দের সীমা থাকে না।তবে আজকের আয়োজনে আমি কিছু বাস্তব সত্য কথা আপনাদের মাঝে শেয়ার করবো।জীবনের একটা পর্যায়ে এসে আমি অনেক কিছু বর্জন করেছি।আমার ইচ্ছা,স্বপ্ন, বাক-স্বাধীনতা।কারণ ছিল আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দি না। তার পাশাপাশি বিতর্কেও জড়াই না।এটা আমার মোটেও স্বভাব নয়,সামান্য কিছুর জন্য বিতর্ক করা।আর এজন্যই বলছি আমি অনেক কিছু ত্যাগ করেছি ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য।হয়তো সেই সময়ের সাময়িক ভালো না হলেও পরবর্তীতে আমার জন্য ভালো কিছুই এসেছে।
আর এখনও ঠিক এমন একটা পর্যায়ের মধ্যে আছি যেখানে বিরাট বিরাট অন্যায়গুলো সহ্য করতে হচ্ছে।যেখানে কথা বলার অধিকার থাকলেও বিতর্কে জড়ানোর ইচ্ছা মোটেও নেই। কারণ আমি সবসময় সুন্দরভাবে সবকিছু দেখতে চাই। আমার হক কেউ নষ্ট করলে সেই দায়ভার তাকেই নিতে হবে।জোর করে বিতর্কে গিয়ে অধিকার আদায়ের মনমানসিকতা আমার ছিল না,এখনও নেই। তবে সবসময় অন্যায় সহ্য করে যাব এমনও না।দেয়ালে পিঠ ঠেকে গেলে অনেক সময় কথার জবাব দিতেই হয়। আর বর্তমানে পুরো সংসারের দায়িত্ব আমি এবং আমার হাজব্যন্ড দুজনে একা হাতে নিতে হচ্ছে।বাকিরা দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে আছে।তবে এটার দায়ভার যে নিতে হবে সেটা হয়তো তারা জানেই না।
যাইহোক গত নভেম্বর মাসে আমাদের বাড়ি থেকে আসার পর আমাকে ড্রেসিং টেবিল আর ওয়্যারড্রব দুটোতেই দেখলাম তেলাপোকার আক্রমণ বেশ ভালো হারেই হয়েছিল। তেলাপোকা এত বিশ্রী গন্ধ ছড়ায় যার জন্য খুব অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তাই ভাবলাম যেভাবেই হোক একটা আলমারি বানিয়ে নিতে হবে। যদিও আমার খুব ইচ্ছে ছিল তিন দরজা ওয়ালা আলমারিগুলো তৈরি করার। কিন্তু আমাদের রুমে বিভিন্ন জিনিসপত্র থাকার কারণে তিন দরজার আলমারি একদমই জায়গা হবে না। আর এই জন্যই দুই দরজা দিয়েই একটা আলমারি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম।
আমাদের পরিচিত একজনের কাছে এটা তৈরি করতে দিয়েছিলাম। আর এক মাসের মধ্যে দেয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আর এক মাসের মধ্যে করতে পারেনি। এজন্য প্রায় ২ মাস পর গতকালকে বাড়িতে দিয়ে গিয়েছিল। যদিও অর্ডারটা আমরা নিজেরা গিয়েই দিয়েছিলাম।প্রথমে অফিসে গিয়ে কিছুক্ষণ বসে চা খেলাম।তারপর নিভৃতের আব্বুসহ চলে গেলাম।খুব বেশি দূরে নয় তাই দেরি হয়নি যেতে। আমার পছন্দের একটা কালার দিয়েছিলাম। যে কালারটার জন্য বারবার আমি তাকে বলেছিলাম। এর কারণ হলো লেভেন্ডার কালার এর মধ্যে অনেকগুলো কালার আছে,কোনটা দিয়ে ফেলে সেজন্য। যাইহোক অবশেষে যে আমার পছন্দের কালারটা ম্যাচ করে এত সুন্দর একটা আলমারি তৈরি করে দিয়েছে এটার জন্য অনেক বেশি শুকরিয়া। এখানে ছিল লেভেন্ডার আর সিলভার কালার।
হয়তো অনেকেই ভাববে এত কিছুর পরেও কিভাবে এত বড় একটা ধাক্কা এখন নিলাম। এটাকে একটা ধাক্কা ই বলা যায়। কারণ বর্তমান সময়ে দ্রব্যমূলের উর্ধ্বগতির বাজারে সংসার চালানোর জন্য যত খরচ বা অন্যান্য কাজের জন্য যত খরচ হচ্ছে তার উপর এটা আলাদা একটা বোঝা হয়ে যায় । তবে আমার কিছু জমানো টাকা ছিল যেগুলো দিয়েই এই আলমারিটা তৈরি করে নিয়েছি। দুই পাল্লার মধ্যে বড় সাইজের ছিল। আর এটা ৩০,০০০ টাকা নিয়েছিল।যদিও পুরো টাকাটা এখনো পেইড হয়নি,তবুও নিজের লোক বলেই আলমারি ঘরে চলে এসেছে, হাহাহা।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | লাইফস্টাইল |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনি ভালো রাখা ও ভালো থাকার জন্য এতটা ধৈর্য ধরে এসেছেন বলেই আজ আপনি অনেক কিছু পাচ্ছেন। আমিও মনে করি কারো সাথে তর্কে না যাওয়াই ভালো। তবে কিছু কিছু অন্যায় আছে যার প্রতিবাদ না করলেই নয়। যাইহোক আপু আজ আপনার আলমারিটি দেখে সত্যিই আমার মনটি ভরে গেল। আপনার আলমারির ডিজাইনটা যেমন সুন্দর হয়েছে সেরকম কালারটিও দারুন। দেখেও মনে বানানো অনেক ভালো হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু,তর্কে গেলে প্রতি কথায় তর্ক হয়।কিন্তু এগুলো আমার একদমই ভালো লাগে না।যাইহোক ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার পছন্দ কিন্তু দারুণ। অনেক সুন্দর একটি লেভেন্ডার কালারের মধ্যে আলমারি পছন্দ করেছেন। মিস্ত্রিদের কাছে কোন জিনিস বানাতে গেলে কোন না কোন অজুহাতে তারা একটু দেরি করবেই কেননা অনেক অর্ডার থাকে। আপনার পছন্দ করা আলমারি ডিজাইন টা অনেক সুন্দর। দুই পাল্লার মধ্যে অনেক সুন্দর আলমারি । ধন্যবাদ আপু সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু তাদের হাতে অনেক কাজ থাকে তাই দেরি করে ফেলে।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন দিয়ে পোস্ট পড়ছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে কেমন করে এত এত ধাক্কা খেয়ে আপনি আবার সোজা হয়ে দাঁড়ালেন। আমি তো হলে পাড়তাম না। তবে কি জানেন আপু সমাজে এখন মানুষের মন যুগিয়ে চলাই বেশ কষ্ট। তাই কারও কথা না ভেবে নিজের কথা ভাবাটাই উত্তম। ধন্যবাদ আপনার এমন সুন্দর পোস্টের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু আমি সব সময় ভালো কিছু দেখতে চাই। কিন্তু সেটা অন্যদের সহ্য হয় না। তবুও চুপ করে থাকি যাতে করে কর্মফল নিজেরাই ভোগ করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ছোট কিছু নিয়ে তর্কে না জড়ানোই ভালো। অন্যায়ের প্রশ্রয় না দিলে অপ্রিয় হতে হয় আপু এটাই বাস্তব। আসলেই দেয়ালে পিঠ ঠেকে গেলে প্রতিবাদ করতেই হয়।আলমারি একটি প্রয়োজনীয় জিনিস। খুবই সুন্দর হয়েছে আপনার আলমারি টি।কালারটিও দারুণ। বেশ ভালো লাগলো কথা গুলো পড়ে এবং আলমারি টি কিনেছেন এবং কেনার অনুভূতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ পোষ্টটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু অন্যায়কে প্রশ্রয় না দিলে তখন অন্যদের কাছে খারাপ হয়ে যায়। আলমারি কেনা একদম প্রয়োজনীয় হয়ে গিয়েছিল তাই ইমারজেন্সি তৈরি করে নিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি এটা জীবনের একটা অংশ। সবকিছু মেনে নিয়ে ও মানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর ধৈর্যের ফল সুমিষ্ট হয় সেটা গুণীজনরাই বলে গেছেন।সর্বোপরি রুমে তেমন জায়গা নেই তাই এর আগে কখনো অর্ডার করিনি। অবশেষে বিশেষ প্রয়োজন হল তাই অর্ডার করা। ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশেষে যে খুব তাড়াতাড়ি তৈরি করে দিল সেটাই শুকরিয়া। ধন্যবাদ তোমায় মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই আপু নিজের একটি শখ ( বা আসলে ভীষণ প্রয়োজনীয় জিনিস) কিনতে পেরেছেন, সেজন্য। কষ্ট করে করা জিনিসের মূল্য যে কতখানি, তা যাদের অভিজ্ঞতা রয়েছে, তারাই জানে। কালারটা ভীষণ সুন্দর এসেছে আপু। বেশ বড় আয়না সহ আর এত সুন্দর কালার কম্বিনেশন এর আলমারি বেশ দারুণ লাগছে! আশা করছি দ্রুতই বাকিটাও পরিশোধ হয়ে যাবে কোনো না কোনো উছিলায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু খুব বেশি প্রয়োজন ছিল বিধায় অল্প টাকা দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। যদিও আমাদের নিজেদের লোক সেজন্যই সম্ভব হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit