♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
গতকালকের ব্যস্তময় দিনে কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরব আজকে। একটা ব্যক্তিগত কাজে আমি ফেনী গিয়েছিলাম। সে পরিপ্রেক্ষিতে সকাল দশটার পরে বের হয়ে গেলাম যাবতীয় কাজকর্ম সেরে। তারপর আমরা প্রথমত দাগনভূঞা গেলাম সিএনজি করে।সেখান থেকে ফেনী যাওয়ার বাস নিয়ে নিলাম। আমাদের বাড়ি থেকে আমি আমার ভাই আর আমার আম্মু সহ বের হলাম। আর আমার হাজবেন্ড তখন দাগনভূঞা ছিল। একসাথে হওয়ার পর বাসে করে ফেনীর উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে ভালোই আনন্দ উপভোগ করেছি। বাইরের বাতাস গায়ে লাগলে এমনিতে খুব ভালো লাগে।
নিভৃতও খুব এনজয় করেছে। মাঝে মাঝে হাততালি দেয় আবার নিজেই কথা বলে। যাই হোক এভাবে মহিপাল পৌঁছালাম। সেখান থেকে রিক্সা করে আমরা আমাদের এক আত্মীয়ের বাসায় গেলাম। যদিও বাসায় যাওয়ার আগে অনেকটা পথ গলিতে হেটে যেতে হয়েছে। যাই হোক সেখানে গিয়ে রেস্ট নিয়ে নাস্তা করলাম।
নিভৃত খেলাধুলা করলো। সেখানে আরও একটা মেয়ে বাবু ছিল।দুজন মিলে একসাথে বেশ ভালো মুহূর্ত কাটিয়েছে। তারপর আমরা দুপুরে খাওয়া-দাওয়া করলাম,কারণ সেখানে যেতে যেতেই দুপুর হয়ে গিয়েছে।আমি আর আম্মু বাসার দিকে হাটা দিলে আমার ভাই আর আমার হাজব্যান্ড দুজন গিয়েছে মেইন কাজ করতে। তারা সেখানে গিয়ে কিছু কথাবার্তা বলে এসে তারপর বাসার জন্য কিছু নিয়ে বাসায় চলে এসেছে।
খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিলাম।বিকেল চারটায় আমরা বাসা থেকে বের হয়ে গেলাম কিছু জিনিস দেখার উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক দোকানে ঘোরার পরও পেলাম না। কি আর করা অনেকখানি হেঁটে হেঁটে দেখলাম কিন্তু পেলাম না। আর যেহেতু সন্ধ্যা হয়ে এল তাই আমরা আবার বাসায় চলে এলাম। সেখানে হালকা কিছু নাস্তা করে আবার বের হয়ে গেলাম মাগরিবের সময়। আমরা বাসা থেকে বের হলাম এবং আবারও মহিপাল গেলাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে সেই হিসেবে নিভৃত বাইরের আলোকিত সবকিছু দেখে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে ছিল।
যাইহোক রাতের বেলা বাইরের পরিবেশ অনেক সুন্দর। রিক্সা ছেড়ে আমরা বাসে উঠলাম, বাদাম নিলাম খাওয়ার জন্য। কিন্তু বাস ছাড়তে অনেক দেরি হবে সেজন্য আবার নেমে সিএনজিতে করে বাড়ি ফিরার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফিরেতে ফিরতে বেজেছে রাত নয়টা। কারণ আমরা দাগনভূঞাতে অপেক্ষা করছিলাম আব্বু আসার জন্য। আব্বুরা বসার পর আমরা বাড়িতে এসেছি। আর এই ছিল ব্যস্তময় একটা দিন। তারপর তো হ্যাংআউটে জয়েন দিলাম।
এভাবেই কাটলো আমার কালকের ব্যস্তময় দিনটা।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | লাইফস্টাইল |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমাদের জীবন গুলো এরকম আপু কিছুদিন একটু হালকা ফ্রি থাকলেও আবার কিছুদিন খুব ব্যস্তময় সময় যায়। আপনিও দেখছি সকাল থেকে খুব ব্যস্ত সময় পার করছিলেন। এমন ব্যস্ততার মাঝেও আনন্দ আছে সবাই মিলে গেছেন যেহেতু অনেক আড্ডাও দিতে পারছেন। কাজ ছেড়ে খাওয়া দাওয়া করলেন ফিরে এলেন এই হচ্ছে মানুষের জীবনের ব্যস্ততা খুব সুন্দর লিখলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জন্য ও শুভকামনা রইল আপু❣💤💤
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit