জাম্বুরী পার্কে কাটানো মূহুর্তগুলো।

in hive-129948 •  4 months ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20241025_155628.jpg

20241025_155729.jpg

পার্কের ভিতরে যখন গেলাম তখন কিছু ছবি তুলে নিলাম। নিভৃতের তো জাম্বুরী পার্ক দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি করে কোল থেকে সে নেমে হাটাহাটি শুরু করে দিল। অন্যান্য জায়গায় গেলে সে কোল থেকে নামতে ইচ্ছুক নয়। কিন্তু জাম্বুরী পার্ক দেখে সে সরাসরি সামনের দিকে হাটা শুরু করলো। সে গতবার যখন এসেছিল তখনও কিন্তু এই পার্কে নিজে নিজে একা একা হাটাহাটি করছিল। আমি এদিকে অন্যান্য ছবিগুলো তুলছিলাম। তাকে নিয়ে ছবি তুলতে গেলে সে অন্যদিকে হাঁটা শুরু করে দেয়।

20241025_155851.jpg

20241025_160436.jpg

20241025_160149.jpg

একপাশ থেকে আমরা হাটা শুরু করেছি। মাঝখানে যে সুন্দর একটা লেক রয়েছে এটা অসম্ভব সুন্দর লাগে। চারপাশ দিয়ে ঘুরেফিরে যেতে হয়। নিভৃত দৌড়ে গিয়ে সেটার কাছাকাছি চলে যায়, যাতে করে সে পানি ধরতে পারে। এই পার্কের একটা বিশেষ সৌন্দর্য হলো অনেকগুলো ফুল গাছ লাগানো থাকে। যদিও বাচ্চারা ছিড়ে ফেলে। তবুও তাদেরকে যাতে ফুল ছিড়তে না দেয়া হয় সেজন্য আগে থেকে মাইকিং করা হয়। মাঝে মাঝে সেটা শোনা যায়।

20241025_160029.jpg

20241025_160037.jpg

20241025_160125.jpg

মাঝখানে যে এই ঘাস গুলো রয়েছে সেগুলোর মধ্যে নিভৃতকে আমরা হাটাতে শুরু করলাম। এর কারণ হলো খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটলে শরীর থেকে বিষাক্ত টক্সিন নির্গত হয়।ওকে যখন জুতা পরিয়ে নেই তখন সে কোলে থাকবে জুতো খুলবে না গায়ের মধ্যে সব ময়লা লাগাবে। তাই সেদিন আর জুতা পরানো হয়নি। আর খালি পায়ে বেশ আনন্দ করেছে সে। সেখানে ওর ভালো লাগছিল কারন সচরাচর আমাদের এলাকাগুলোতে এখন ঘাসের দেখা পাওয়াই যায়না। হয়তো জমিতে যেতে হয়। সেখানে এখনো পানি। তাই ভাবলাম তাকে ঘাসের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করাই, তাহলে আরো ভালো লাগবে

20241025_155931.jpg

20241025_155954.jpg

তারপর আমরা একটা ঠাণ্ডা জায়গায় বসলাম। দেখলাম অনেক মানুষ ঘাসের মধ্যে বসে আছে। তাই ভাবলাম যেহেতু সময় কাটাতে হবে তো সেই হিসেবে ঘাসের মধ্যে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। যেহেতু সাথে পানির বোতল ছিল আর পানির বোতল নিয়ে নিভৃত খেলা করছিল। আর তার আনন্দ দেখে আমার খুব ভালো লাগছিল। আমরা প্রায় এক ঘন্টার মত সময় সেখানেই কাটিয়ে দিয়েছিলাম। আশেপাশে বাচ্চাদের খেলাধুলা দেখতেও ভালো লাগছে। মনে হয় সবার একটা প্রশান্তির জায়গা চট্টগ্রামের মধ্যে এটা।

20241025_160852.jpg

20241025_161537.jpg

20241025_162253.jpg

এরপর ঘোরাঘুরি করে আমরা বাইরে বেরিয়ে আসলাম। তারপর প্রথম গেইটের সামনে থেকে আমরা ট্যাং ফল নিলাম। সেটার ভিডিও করেছিলাম। যাইহোক সেদিনকার ঘুরাঘুরি খুবই ভালো লেগেছিল। আর আমার হাজব্যন্ড এর বন্ধু ও তার ওয়াইফ তারা প্রথমবার গিয়েছে সেই হিসেবে তাদের এনজয় দেখে আমাদেরও ভালো লাগলো।

20241025_162547.jpg

VideoCapture_20241106-124811.jpg

20241025_170315.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

জাম্বুরি পার্কে ঘোরার চমৎকার অনুভূতি শেয়ার করেছেন আপনি। সাথে চমৎকার ফটোগ্রাফি গুলির ও শেয়ার করেছেন। নেভলু ভাইয়া এবং আপনার ছেলের সুন্দর খুনসুটির কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন। ট্যাং ফলের ফটোগ্রাফি সহ জাম্বুরি পার্কে ঘুরার চমৎকার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

সেদিনকার মুহূর্তগুলো আসলে অনেক বেশি আনন্দের ছিল, ধন্যবাদ ভাইয়া।

জাম্বুরী পার্কে কাটানো মূহুর্তগুলো অসাধারণ ছিল। আপনি খুবই সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। মুহূর্তগুলোর ফটোগ্রাফি দেখতে পেয়ে আরো ভালো লাগলো।

মুহূর্তগুলো বেশ ভালই উপভোগ করেছি ভাইয়া। ভালো লাগলো মন্তব্য দেখে।

অজানা আচেনা একটি পার্ক সম্পর্কে বেশ ধারণা পেলাম আপনার আজকের এই পোস্ট দেখে। বেশ দারুন ভাবে আপনি এই পাক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন এবং তার সৌন্দর্য উপস্থাপন করেছেন।

এই পার্কটা চট্টগ্রামবাসীর জন্য অনেক সুন্দর একটা পার্ক। এখানে একদম ফ্রী ভাবেই চলাফেরা করা যায়।

জাম্বুরী পার্কে গিয়ে চমৎকার সময় অতিবাহিত করেছেন আপু। এইরকম জায়গায় ঘুরতে গেলে অনেক ভালো লাগে। আর জাম্বুরী পার্ক খুবই সুন্দর মনে হচ্ছে। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

আমরা বেশ ভালো সময় সেখানে কাটিয়েছিলাম বেশ ভালো লেগেছিল।

সুন্দর একটি পার্ক দেখে মনে হল। আর বাচ্চারা পার্কে গেলে অনেক বেশি খুশি হয়। নিভৃতে এমনিতে হাটেনা যখন পার্ক দেখলো হাটাহাটি শুরু করে দিল। আমার তো পার্কের পরিবেশ খুবই ভালো লেগেছে। সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন পড়ে ভালো লেগেছে।

জি আপু পার্কে গিয়েই সে নিজে নিজে হাটাহাটি শুরু করেছিল। বেশ ভালো সময় কাটিয়েছিলাম সেখানে।

জাম্বুরী পার্কে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। জাম্বুরী পার্কের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই অসাধারণ। জাম্বুরী পার্কে সৌন্দর্য নিশ্চয় খুব চমৎকার ভাবে উপভোগ করেছেন। আপনাদের সবাইকে দেখে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে আপু।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য । জাম্বুরি পার্কটা আসলে অনেক বেশি দারুন।

আমি আরো প্রায় তিন বছর আগে জাম্বুরি পার্কে গিয়েছিলাম। পার্কটা ভীষণ সুন্দর। চারপাশে পরিবেশটা অনেক নিরিবিলি। ফটোগ্রফি গুলো দেখে ভালো লাগলো। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন সেখানে। আসলেই তাই মাঝে মাঝে ঘাসের মধ্যে একটু খালি পায়ে হাটা ভালো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

এখন আরো অনেক সুন্দর করে ফেলেছে আমিও আরো আগে গিয়েছিলাম।
ধন্যবাদ আপনাকে আপু ।

আপু আপনার ছেলে দেখছি অনেকটাই বড় হয়ে গেছে। বাচ্চারা এরকম খোলামেলা জায়গা পেলে অনেক খুশি হয়ে যায়। আর মনের আনন্দে খেলতে থাকে। জাম্বুরী পার্কে গিয়ে দারুন সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো।

জি আপু এই পার্কে নিভৃত আরও আগে গিয়েছিল এজন্য বেশ আনন্দ করেছে সেখানে।।