বাক-স্বাধীনতার দূর্বলতার সুযোগ নিয়ে কাউকে কষ্ট দেয়া উচিত নয়।

in hive-129948 •  15 hours ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

child-438373_1280.jpg

source

জীবনে এমন কিছু মানুষ আছে যারা জীবনের অংশ হয়েও জীবনটাকে তছনছ করে দেয়।আমাদের জীবনে এমন মানুষগুলোর অবস্থান এতটাই গভীর যে তাদের বিরুদ্ধে বা অবর্তমানে কোনো কঠিন সত্য বলা সম্ভব হয় না।কারণ এর বিপরীতে একদল মানুষ থাকবে যারা তাদের অত্যাচার সহ্য না করেই বড় বড় কথা বলতে আসে।আসলে জীবনটা এতটাই বিষাক্ত মনে হয় মাঝে মাঝে যে ইচ্ছে করে এই নিষ্ঠুর জীবন থেকে কোথাও দূরে পালাই।কিন্তু তা কি কখনো সম্ভব?কখনোই না।

আজকের আলোচনায় আমাদের জীবনে থাকা কিছু তিক্ততায় ভরা মানুষের উপস্থিতি নিয়ে কথা বলতে চাই।যেটা সবার জীবনেই কম বেশি থাকে।দায়িত্বের ভার নেয়ার ক্ষেত্রে আমাদের জীবনে কত মানুষ লিষ্ট করা থাকে সেটা হয়তোবা একজন দায়িত্বশীল মানুষই বোঝে। আর যারা দায়িত্ব ফেলে দিয়ে নিজের স্বার্থকে ভাবে তারা কখনো এই কষ্টগুলো বুঝবে না। কেউ এটা ভাবে না দায়িত্বগুলো পালন করা কতটা কষ্টকর হয়ে পড়ে। কিন্তু সেই কষ্ট না দেখে বরং আঙুল তোলা স্বভাব কারো যায় না।

মনের মাঝে কত কষ্ট লুকানো আছে সেটা হয়তোবা মনের মানুষেরাই বোঝে না। যেখানে কারো জন্য নিঃস্বার্থভাবে করার পরও শুনতে হয় কি করেছে? সেখানে আর ভালো থাকাটা কিভাবে হবে সেটাই বুঝে আসে না।কাউকে সম্মানের জায়গায় বসালে সে যেন নিজেকে রাজা মনে করে। আর রাজা মনে করেই নিজেকে গুটিয়ে রাখে।যেন তার জন্য প্রজারা সবসময় হাজির থাকে তার কথামত কাজ করবে বলে।এমন মনমানসিকতা সম্পন্ন মানুষদেরকে আসলে সম্মানের জায়গায় নেয়াটায় ভুল হয়ে দাঁড়ায়।

ব্যক্তিগতভাবে আমি অনেক কিছুই সহ্য করেছি। একটা সময় ছিল যখন আমি কথার প্রতিউত্তরে সঠিক কথা বলার মনমানসিকতা রাখতাম।কারণ তখন অন্তত কোনো অন্যায়কে প্রশ্রয় দিতাম না। অন্যায় যদি আমাকে ঘিরে বা আমার চোখের সামনেই ঘটে সেখানে আমি চুপ থাকার পাত্রী ছিলাম না।তবে গত কিছু বছর যাবত আমি নিজের সেই স্বাধীনতা হারিয়েছি শুধুমাত্র এমন সম্মানিত মানুষের জন্য।যাদের অন্যায়গুলো তীব্র হলেও মুখের ভাষায় কাউকে কখনো কিছু বলি নি।শুধুমাত্র সম্মানহানির ভয়ে। তারা নিজের সম্মান রাখতে না জানলেও আমি কখনো তাদের সম্মানে আঘাত করি নি,এমনকি এখনও পর্যন্ত না। তবে ভবিষ্যতেও না।

কারণ,এই সহ্য ক্ষমতা একমাত্র বিধাতার দরবারেই শ্রেষ্ঠ উপহার পাবে। আর এমন অনেক কিছু আমি উপলব্ধি করেছি যেটার জন্য আমি নিজের সহ্যক্ষমতাকে আরও বাড়ানোর চেষ্টা করছি।সত্যি বলতে মেজাজ ঠিক থাকে না এমন অন্যায় দেখলে। তবুও নিজেকে যথেষ্ট দমিয়ে রাখি।কারণ রুহের কষ্ট কখনো মুখ দিয়ে প্রকাশ না করলেও অটোমেটিক হয়ে যায়। কিছু বিষয় আছে যেগুলো সহ্য করে নিলে পরবর্তীতে এর ফলাফল পাওয়া যায়। আর সেই ফলাফল সুমিষ্ট হয়। কিন্তু তাই বলে এই সহ্যক্ষমতার বাঁধ যদি কেউ ভাঙার চেষ্টা করে তাকে আসলে মন থেকে ক্ষমা করার কোনো অবকাশ থাকে না।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

পোস্টের বিবরণ

ধরনজেনারেল রাইটিং
ফটোগ্রাফার@bristy1
ডিভাইসSamsung Galaxy A12
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

20241224_111046.jpg

Screenshot_20241224-111437_SuperWalk.jpg