🦐🦞মাছ-শুটকি দিয়ে ঝাল ঝাল আলু-গাজরের রেসিপি🦐🦞। ১০% বেনিফিট @লাজুক-শিয়াল এর জন্য।

in hive-129948 •  3 years ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি৷

CollageMaker_202212492153919.jpg

আজকে আমি একটি রেসিপি তৈরি করলাম,যেটা আমাদের দুপুরের রান্নার মেনুতে যোগ করা হয়েছে।আর এটি হলো মাছ আর শুটকি দিয়ে ঝাল ঝাল আলু-গাজরের তরকারি। আমার কাছে এটি খুবই ভালো লাগে।আর এজন্য আমি এটা মাঝেমধ্যে তৈরি করে থাকি।আর আজ ভাবলাম আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব।আমি প্রথমে সবকিছু রেডি করে পেলেছিলাম।পরে ভাবলাম আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাই সবকিছু করে নিলাম।

আজকের রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

CollageMaker_202212485513843.jpg

উপকরণ
পরিমাণ
আলুকুচি৬ টি
গাজরকুচি২ টি
পেয়াজ কুচি১ টি
কাচা মরিচ ফালি২টি
টমেটো ফালি১ টি
লবণপরিমাণ মত
মরিচগুঁড়া২ চা চামচ
হলুদ গুড়ো১ চা চামচ
রসুন বাটাদেড় চা চামচ
ধনেপাতা কুচিপরিমাণ মত
রুইমাছ৪ টুকরো
চিংড়ি শুটকি১ কাপ
সয়াবিন তেল২ টেবিল চামচ

রন্ধন প্রণালী

🍲প্রথম ধাপ🍲

আমি পূর্বেই আলু আর গাজরকে কুচি করে নিলাম।

IMG_20220122_104139.jpgIMG_20220122_104144.jpg

এরপরে আমি শুটকিগুলোকে পানিতে ভিজিয়ে রাখলাম অনেক্ষণ এর জন্য।ভিজিয়ে রাখার পর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম।

IMG_20220122_104120.jpgIMG_20220122_104739.jpg

মাছের বড় টুকরোগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিলাম।

IMG_20220122_104124.jpgIMG_20220122_112339.jpg
🍲দ্বিতীয় ধাপ🍲

প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম । এর মধ্যে ২ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম।
IMG_20220122_112146.jpg

তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কিছুক্ষণ এগুলোকে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি।

IMG_20220122_112221.jpgIMG_20220122_112311.jpg

কিছুক্ষণ ভেজে নেয়ার পরে আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি আবারও কিছুক্ষণ ভাজতে থাকলাম।

IMG_20220122_112426.jpg

🍲তৃতীয় ধাপ🍲

এরপরে এরমধ্যে ধুয়ে রাখা চিংড়ি শুটকি গুলো দিয়ে দিলাম। তারপর আবার দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা মাছের টুকরোগুলো।

IMG_20220122_112526.jpgIMG_20220122_112550.jpg
🍲চতুর্থ ধাপ🍲

তারপর আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দেয়ার পর আমি ভালোভাবে মাছ এবং শুটকি সাথে হলুদ, মরিচের গুঁড়ো মিশিয়ে নিয়ে ভাজতে থাকলাম কিছুক্ষণ। প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি শুটকি আর মাছ ভেজে নিলাম।

IMG_20220122_112638.jpgIMG_20220122_112706.jpg
🍲পঞ্চম ধাপ🍲

এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু কুচি এবং গাজর কুচি। এগুলো দেয়ার পরে আমি ভালোভাবে সবগুলোকে মিশিয়ে দিলাম ,এবং এগুলোতে পরিমাণ মত লবণ দিয়ে ভাজতে থাকলাম।

IMG_20220122_112741.jpgIMG_20220122_112809.jpg
IMG_20220122_113039.jpgIMG_20220122_113216.jpg

সবগুলো উপকরণকে আমি নেড়েচেড়ে পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নিলাম।

🍲ষষ্ঠ ধাপ🍲

এরপরে আমি এর মধ্যে পরিমাণ মত পানি যোগ করলাম। এরপরে আমি নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকলাম।

IMG_20220122_113304.jpgIMG_20220122_113357.jpg
🍲সপ্তম ধাপ🍲

সিদ্ধ হতে হতে যখন পানি শুকিয়ে এলো তখন ধীরে ধীরে রান্না হয়ে এলো। তখনও আমি কিছুটা নেড়েচেড়ে রান্না করতে থাকলাম। এভাবে আমি প্রায় ১৫ মিনিট রান্না করার পরে এগুলো শুকিয়ে এলে এরমধ্যে ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দিলাম।

IMG_20220122_115608.jpgIMG_20220122_115642.jpg

IMG_20220122_115806.jpg

এখন এগুলো সম্পূর্ণভাবে রান্না হয়ে গেল। আর আজকের দুপরের খাবারের সাথে এই সুস্বাদু তরকারি খাওয়ার জন্য প্রস্তুত।

IMG_20220122_115812.jpg

IMG_20220122_115806.jpg

আশা করি,আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি।

সবার সুস্থতা কামনা করছি। সবাই সবার আপনজনদের নিয়ে ভালো থাকবেন।

😍আল্লাহ হাফেজ😍

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ দারুন তো এভাবে মাছের সাথে শুটকি কখনো ট্রাই করিনিতো, দারুন একটি আইডিয়া দিলেন আপু ।এভাবে দুটো মিলিয়ে রান্না করলে মনে হয় খেতে ভালই লাগবে ।আমি অবশ্যই খাবারটি বাসায় ট্রাই করবো ।আপনার খাবারটি দেখেই তো আমার লোভ লাগছে ।খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

ধন্যবাদ রইল আপু, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।

শুটকি কখনো মাছ দিয়ে একসঙ্গে রান্না করা হয়নি। আপনার আজকের রেসিপি দেখে মনে হচ্ছে যে শুটকির সঙ্গে মাছ দিয়ে রান্না করলেও খেতে খুব মজাদার হয়। আপনার রেসিপিটি খুবই লোভনীয় হয়েছে দেখতে। দেখে খেতে ইচ্ছা করছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু আমার রেসিপি পড়ার জন্য।

  • বাহ আপু রেসিপি টা আপনি একটু আলাদাভাবে তৈরি করেছেন। একই রেসিপিতে দুইধরনের মাছ তাও একটি আবার শুটকি এইরকমটা সাধারণত দেখা যায় না। ভালো ছিল রেসিপি টা। এবং দারুণভাবে তৈরি করেছেন👌। উপস্থাপনা টাও ভালো ছিল।।

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

  ·  3 years ago (edited)

আলু এবং গাজর দিয়ে মাছ শুটকির অনেক মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপু। শুটকি মাছ বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার এর রেসিপি টা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু এবং লোভনীয়। এত মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ রইল ভাইয়া মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

  • মাছ-শুটকি দিয়ে ঝাল ঝাল আলু-গাজরের রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, তাই বারবার খেতে ইচ্ছে করছে। আপনি খুবই সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া

সকাল সকাল আপনার রেসিপি দেখি মন ভরে গেল এবং পেটের ক্ষুধাটা যেন আরো বেড়ে গেল। চিংড়ি মাছ আমার অত্যন্ত প্রিয় একটি মাছ। এই মাছটির একটি বিশেষ দিক হচ্ছে এটা খাওয়ার সময় দাঁতের নিচে সুন্দরভাবে ফুটে এবং পাওয়া যায় তা আমার কাছে খুবই মজা লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

বাহ আপু আজকে আপনি আমাদের মাঝে একটি নতুন রেসিপি শেয়ার করেছেন। আপনি রেসিপিটা রান্না করেছেন দুই রকমের মাছ দিয়ে। আপনির রেসিপিটা রান্না দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার রেসিপিটা ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

আপনার রান্না অনেক ভালো হয়েছে। অনেক সুন্দর ভাবে ছবিগুলো তুলেছেন যার কারনে আরো সুন্দর লাগছে। শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে।

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

মাছ, শুটকি, ঝা ল আলু এবং গাজরের রেসিপি এককথায় মনমুগ্ধকর ছিল। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং রান্নার ধরনটি আমার অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

অনেক ধন্যবাদ ভাইয়া

ওয়াও আপু অনেক সুন্দর একটি রেসিপি মাছ-শুটকি দিয়ে ঝাল ঝাল আলু-গাজরের রেসিপি । আপনার এসিপিটি দেখে মনে হচ্ছে একের ভিতর সব। রেসিপিতে মাছ ও শুঁটকি দুটোই। আপনার রেসিপির কালার দেখে তো জিভে জল চলে আসলো। না জানি খেতে কত সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাইয়া,সুন্দর মন্তব্য করার জন্য।

মাছ-শুটকি দিয়ে ঝাল ঝাল আলু-গাজরের রেসিপিটা দেখতে অনেক সুন্দর লাগছে। খুবই লোভনীয় একটি রেসিপি আলু গাজর ও মাছ মিশনে রেসিপির স্বাদ এবং কালার অসাধারণ দেখাচ্ছে। শীতকালীন সবজি দিয়ে যে কোন ধরনের রেসিপি তৈরি করলে খেতে অনেক মজার লাগে। মাছ-শুটকি দিয়ে ঝাল ঝাল আলু-গাজরের রেসিপি সম্পর্কে ভালো বিশ্লেষন করেছেন। শুভকামনা রইল আপু।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া,সুন্দর মন্তব্য দেয়ার জন্য।

আলু এবং গাজর দিয়ে মাছ শুটকির অনেক মজার একটি রেসিপি। আপনি আমাদের মাঝে চমৎকার ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন আপু। আপনার রেসিপি দেখে আমার খুব লোভ হচ্ছে আপু। রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু ছিলো। রেসিপিটা আপনাকে ধাপে থাকে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

মন্তব্য ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

নতুন একটা রেসিপি দেখলাম।খুব ভালো লাগলো।শুটকি মাছ দিয়ে গাঁজর নতুন একটা রেসিপি দেখলাম।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া।

  ·  3 years ago (edited)

শুটকি মাছের কারণে রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে বিশেষ করে এই সব রেসিপি শীতকালে খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই মজাদার হবে কেননা আপনি এই রেসিপিটির মধ্যে চিংড়ি মাছ ব্যবহার করেছেন আর চিংড়ি মাছ আমার অনেক প্রিয় একটি মাছ। ধন্যবাদ আপু এমন সুস্বাদু একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।