♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
প্রথম পর্বের পর....
তখন তারা ইউকেভিআই এর জন্য রেজিস্ট্রেশন করবে বলে সব নোট করেছিল এবং পরবর্তীতে তাদের ক্লাস শেষ হলেই তারা রেজিস্ট্রেশনের জন্য বুকিং করবে বিকেলবেলা। আমি যখন ক্লাসে ছিলাম তখন সিএফ ইন্টারন্যাশনাল থেকে আমার কাছে একটা কল এসেছে এবং এটা কি কম্পিউটার বেসড নাকি পেপার বেসড হবে সে বিষয়টা নিয়ে আবার জিজ্ঞেস করল। যেহেতু আমি ক্লাসে ছিলাম সেই হিসেবে আমি আমার হাজবেন্ডকে কে কল ফরওয়ার্ড করলাম। তারপর যখন ওর সাথে কথা বলে তখন তারা আবার সবকিছু জিজ্ঞেস করতে লাগলো। এরপরে তারা কম্পিউটার নাকি পেপার বেসড জিজ্ঞেস করে নিয়েছিল, তখন আমরা পেপার বেসড পরীক্ষা সিলেক্ট করেছিলাম।যাই হোক তখন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছিল তাদের ওখান থেকেই।
তারপর রাত্রিবেলা আমার মোবাইলে মেইল এসেছিল সব কিছু নিয়ে। কিন্তু তখন আমরা আমাদের টেস্ট এর জায়গায় দেখলাম শুধুমাত্র জেনারেল ট্রেনিং লেখা কিন্তু ইউকেভিআই নেই। তখন আমি বুঝলাম যে এটা আমাদের জন্য নয়। তাছাড়া কনফার্ম হওয়ার জন্য তার এক ফ্রেন্ডকে স্ক্রিনশট পাঠিয়েছিল যারা আগে আইলটস পরীক্ষা দিয়েছিল আমাদের মতই। তখন সে বলে যে এখানে জেনারেল লেখা কেন, নিশচয় এটাতে কোন সমস্যা আছে। তাছাড়া যেহেতু তারা বিকেলে আবেদন করেছিল সেই হিসেবে তারা পেমেন্ট করেনি। পরদিন সকালবেলায় পেমেন্ট করবে। আর সকালবেলা পেমেন্ট করে ফেললে আমাদের ২২৫৫০ টাকা খামোখাই লস হয়ে যেত।
তারপর আমার হাজব্যান্ড সকালবেলা উঠে তাদেরকে ফোন করতে লাগল কিন্তু তারা তখনও পর্যন্ত কেউ ফোন রিসিভ করেনি।প্রায় আটটা যখন বেজেছিল তখন তারা ফোন রিসিভ করেছিল। আর তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো মেইল এ জেনারেল ট্রেনিং কেন লিখা রয়েছে এখানে তো ইউকেভিআই জেনারেল ট্রেনিং থাকার কথা। তারা কি জেনারেল এর জন্যই আবেদন করেছিল সবকিছু জিজ্ঞাসা করার পর আবার বলা হয়েছে যে আপনাদেরকে গতকাল আমি সবকিছু লিখে দিয়ে এসেছিলাম কিন্তু তাও ভুল কেন দেখাচ্ছে। তখন তারা বলল আপনি একবার দশটার দিকে এখানে চলে আসবেন।তখন আমরা বিষয়টা ক্লিয়ার করব।যেহেতু তাদের ভুল ছিল তাই তারা আবার আবেদন করবে বলে ঠিক করে।আর আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে আবেদন অটো ক্যান্সেল হবে।
যাইহোক তখন তাদের ওখানে দুজনেই গেলাম। তখন দেখলাম যে গোড়ায় গলদ করে রেখেছে। যার মাধ্যমে আবেদন করা হয়েছে তিনি জেনারেল ট্রেনিংয়েই আবেদন করে রেখেছে আর এটা আমার জন্য নয়। যদিও আমি জেনারেল ট্রেনিং এর উপর পড়াশোনা করেছি কিন্তু এক্সাম দেয়ার সময় এখানে ইউকেভিআই দিতে হবে আর পরীক্ষাটাও জেনারেল ট্রেনিং এর মত হবে। কিন্তু আমরা লন্ডন যাওয়ার জন্য এই ইউকেভিআই জেনারেল ট্রেনিং এর রেজাল্ট লাগবে। যাই হোক তখন তাদেরকে আবার ডাটা দিলাম এবং সেখানে বসেই আবেদন করা হলো। তখন উনি বললেন যিনি কালকে আবেদন করেছিল তিনি অন্য একজন ছিলেন আমি ছিলাম না, সেজন্যই হয়তোবা ভুলটা হয়েছে। সেজন্য তারা ক্ষমা প্রার্থী। তবে যেহেতু পেমেন্ট করা হয়নি সেই হিসেবে ভাগ্য ভালো ছিল যে ইউকেভিআই এর জন্য আবারো আবেদন করা গিয়েছে। না হলে আমাদের দুইবার পেমেন্ট করে এক্সাম দিতে হতো।
তখন আবেদন করার পর একটা মেইল এসেছিল সেখানেও শুধুমাত্র টেস্ট এর জায়গায় আইলস লেখা ছিল। তখন আবারো কনফিউশন এর মধ্যে ছিলাম। কিন্তু তারা যেখান থেকে আবেদন করেছিল সেখানে তারা ইউকেভিআই এর পোর্টালে গিয়ে আবেদন করেছিল এবং সেটা আমাদেরকে দেখিয়েছিল। সেখানে যে ইউকেভিআই এর মধ্যে গিয়ে এই তার আবেদন করেছে সেটা একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর বলল যে যখন বাকি মেইল আসবে তখন দেখবেন কিন্তু পরবর্তীতে যে মেইল এসেছিল সেটার মধ্যে ইউকেভিআই লিখা নেই। এরপর আমরা আবার ক্লাসে গিয়েছিলাম। তারা বলল যে যদি মেইল আসে তখন দেখা হবে কিন্তু তারা তখনও জানত না যে পেমেন্ট করার পর ইউকেভিআই লেখা আসবে।
যেহেতু নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদন করা হয়েছিল সেই হিসেবে কিছুটা রিস্ক নিয়েই টাকা পেমেন্ট করা হয়েছিল। পেমেন্টের পর যে মেইল এসেছিল সেখানে ইউকেভিআই জেনারেল টেস্ট লেখা ছিল। সেই হিসেবেই আমরা মোটামুটি কনফার্ম হলাম এবং স্বস্তি ফিরে পেলাম। কারণ এই রেজিস্ট্রেশন করা নিয়ে যে পরিমাণ হয়রানির শিকার হতে হয়েছে সেটা সত্যি অনেক দুঃখজনক ছিল।এই সবকিছুর জন্য আমার হাজব্যন্ড @nevlu123 অনেক বেশি টেনশনে ছিল,সারাক্ষণ দোড়াদোড়ির উপর ছিল সে।
এরপর দেখা গেল যে রেজিস্ট্রেশনের পর ডেট এসেছিল ৭ তারিখ এবং ১০ তারিখ যেটা আমাদের জন্য একটু বেশি ডিফারেন্স হয়ে গেল। যেহেতু চট্টগ্রাম থেকে দেব তাই বড় মামার বাসায় থাকতে হবে।আর আগের রেজিট্রেশন হিসেবে ডেট ঠিক ছিল ৯ তারিখ এবং ১০ তারিখ। কিন্তু এখন আমদের এই টেস্টের জন্য স্পিকিং টেস্ট হবে ৭ তারিখ আর বাকি তিনটা টেস্ট ১০ তারিখেই হবে। আগের হিসেবে ডেট গুলো মোটামুটি ঠিক ছিল কিন্তু এই ইউকেভিআই এর ক্ষেত্রে কোন অপশন নেই। এক্ষেত্রে তারা যে ডেট দিবে সে ডেটে পরীক্ষা দিতে হবে। যাই হোক আর তো কিছু করার নেই তাই একদম স্বল্প সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নিতে হয়েছে। বাসা ছেড়ে দিয়ে আগামীকাল সকাল বেলায়ই আমরা চট্টগ্রাম এর উদ্দেশ্যে রওনা দেব।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তারা এই বিষয়ে অবগত ছিল না যদিও আমি তাদের ভুলটা ভেঙে দিয়েছি। আর সত্যি বলতে এটা বিজনেস সেক্টর হিসেবে তারা শুধু রেজিস্ট্রেশন করে। সেই হিসেবে তাদের এত মাথাব্যথা নেই এসব বিষয়ে যেটা অন্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক অনেক পেরেশানি হওয়ার পরেও অন্তত কাজটি ঠিকঠাক হলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার তো সেন্টার আছে,আপনি সব কিছু বুঝে গেছেন। যার ফলে কষ্ট হলেও কাজটা ঠিকঠাক হয়েছে। আর আপনি কি আইএলটিএস আগেই করে ফেলছেন না কি...।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না ভাই আমি ielts করি নাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার স্বপ্নটা অনেক বড় সেটা জেনে অনেক ভাল লাগলো। লন্ডন যাওয়ার জন্য আইএলটিএস করছেন। এই পরিক্ষাটা পাস করতে পারলে লন্ডন যাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে। প্রথম যে রেজিট্রেশন করেছে সে হয়তো তেমন দক্ষ না। যার ফলে ভুলটা হয়েছে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit