♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সময়ের ব্যবহার সম্পর্কে কিছু কথা নিয়ে। সময় মত যদি কোন কাজ করা না হয় তাহলে পরবর্তীতে তার জন্য অনেক বেশি ভোগান্তির স্বীকার হতে হয়। স্বাভাবিকভাবে আমরা সব সব সময় চেষ্টা করি নিজের কাজগুলো খুব সাধারণভাবে করে ফেলতে, যাতে সহজেই শেষ হয়ে যায় আমরা শান্তিতে কিছুটা সময় বিশ্রাম নিতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই সময়ের কাজ অল্প সময়ের মধ্যে করার কারণেই হয়তোবা কাজটা পুরোপুরি ভাবে সম্পন্ন হয়নি। কিন্তু এভাবে কোন কাজ যদি করা হয় তাহলে সেটি অনেক বেশি দীর্ঘায়িত হয়। অনেকেই আছে আবার কোন কাজ করতে গেলে এখন একটু করবে আবার পরবর্তীতে যখন ভালো লাগবে তখন আবার করবে এভাবে একটা কাজকে তারা ভেঙে ভেঙে কয়েকবার অনেক সময় নিয়ে করে থাকে। যার কারণে যেই কাজটা খুব সহজে সম্পন্ন করা যায় সেটা অনেক সময় লেগে যায় করতে।
তার পাশাপাশি এমন কিছু কাজ রয়েছে যেগুলো সময়েই পদক্ষেপ নেয়া উচিত। আপনাদের সাথে আজকে বাস্তবভিত্তিক একটি দিক আমি তুলে ধরবো। এক ছেলে তার বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করেছিল, যদিও সেটা তার মা দেখেছিল। কিন্তু পরবর্তীতে তার মা ছেলের এই কাজের জন্য কোন পদক্ষেপ নেয়নি। এমনকি তার বাবা কেউ বলেনি। কিন্তু তার বাবা যখন দেখল তার পকেটে টাকা কম আছে তখন তার মাকে জিজ্ঞেস করল তার মা টাকাগুলো নিয়েছিল কিনা। কিন্তু তার মা বলল যে সে নেয়নি। কিন্তু সে তার ছেলের কথাও বলেনি। এ কারণে ছেলে পার পেয়ে গেল এবং আরো বেশি চুরি করার মনোভাব তার মধ্যে জেগে উঠলো। প্রথম যেদিন টাকা চুরি করেছিল সেদিন ৫০ টাকা চুরি করেছিল।
আরো একদিন সে আবার একশো টাকা চুরি করে ফেলল, সেদিনও বাবা তার মাকে জিজ্ঞেস করল টাকা নিয়েছে কিনা সেদিনও তার মা বলেছে যে সে টাকা নেয়নি।কিন্তু মা জানতো যে এই টাকা ছেলে নিয়েছে। কেননা ছেলে আগেও একবার চুরি করেছিল তখনো মা কিছু বলেনি। মনে মনে বলতো ছেলে মানুষ কিছু হবে না, এরকম বাবার পকেট থেকে টাকা পয়সা নেয়। কিন্তু তিনি যদি প্রথম দিন ছেলেকে ধমক দিতেন অথবা শাসন করতেন তারপরের দিন ছেলে সাহস করত না বাবার পকেট থেকে টাকা নেয়ার জন্য। এভাবে দিনের পর দিন ছেলের যখন দরকার হতো ছেলে না বলে বাবার পকেট থেকে টাকা নেয়া শুরু করতো। এভাবেই তার বিলাসিতা বেড়ে গেল এবং জিনিসপত্রের চাহিদা ও বেড়ে গেল।
একদিন ছেলে তার বাবাকে বলল তাকে একটা মোবাইল ফোন কিনে দিতে। কিন্তু বয়স এর পরিপ্রেক্ষিতে বাবা মোবাইল ফোন কিনে দিতে রাজি হয়নি। তখন ছেলেটা মনে মনে চিন্তা করল যে বাবা এভাবে দিবে না চুরি করেই কিনতে হবে। তখন সে তার বাবার দোকানের ক্যাশ থেকে কিছু টাকা চুরি করেছিল। তার পাশাপাশি যখন তার মামা বাড়িতে এসেছিল তখন সে সেখান থেকেও কিছু টাকা নিয়ে নিয়েছে। তখন খেলো ধরা,মামা যখন তার টাকাগুলো খুঁজে, যখন সবাইকে জিজ্ঞেস করার পরও উত্তর দেয়নি। ছেলে সেদিনও উত্তর দেয়নি বা চুরি করেছে সেটা স্বীকার করতে নারাজ ছিল।মা সেদিন বলতে গিয়েও বলতে পারেনি।কারণ ছেলে তখন উগ্র মেজাজী ছিল,কি না কি করে ফেলে সেই ভয়ে মা আর কিছু বলে নি।
এভাবে দিনের পর দিন যেতে থাকলো, ছেলে বড় আকারের চোর হয়ে গেল এবং একসময় মানুষের বাড়িঘরে চুরি করতে লাগলো। তাহলে বলা যায় এই ছেলের চুরির পেছনে তার মায়ের পরোক্ষ উৎসাহ রয়েছে। যদি সময়েই তার ছেলেকে শাসন করতেন তাহলে আজ তার ছেলের এই অবস্থা হতো না। তার ছেলে হয়তো ভালো মানুষ হিসেবে পরিণত হতে পারতো। তাই সব সময় সময়ের কাজ সময়ে করা এবং পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেয়া উচিত।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রাইটিং |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক এভাবেই আমাদের আশে পাশে বিভিন্ন ভুলভাল কাজ অনিয়ম চলছে প্রথম থেকেই আমরা একতা হয়ে কাজ করলে তারা এগুলো সাহস পেতনা।ছেলের সাথে মা ও দোষি চাইলে মা সেদিন ই নিশেধ করে সতর্ক করে দিতে পারতো কিনতু করেনি।অন্যায় মেনে নেওয়া অন্যায় করার সমান অপরাধ। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সময় ভদ্রতার খাতিরে নিজের ক্ষতি হয়ে যায়।মা ছেলেকে শাসন করলে আজ এমন হতো না।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম যেদিন ছেলে চুরি করেছিল সেদিন যদি মা কঠোর হতো তাহলে হয়তো পরবর্তীতে আর সাহস পেত না। যখনই ছেলেটি দেখেছে যে তার মা জানার পরেও তাকে কিছুই বলেনি তখনই তার উৎসাহ আরও বেড়ে গিয়েছে। এভাবেই দিনে দিনে ছেলেটি অনেক বড় চোর হয়ে উঠেছে। ঠিকই বলেছেন আপু পরোক্ষভাবে তার মা ই দায়ী এর জন্য। খুব শিক্ষনীয় একটি গল্প শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু ঠিক বলেছেন।মাঝে মাঝে শুরুতেই বাঁধা দেয়া উচিত যাতে পরে সাহস না করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথায় তো বলে কাচাঁয় না নোয়ালে বাশঁ পাকলে করে টুসটাস। আর এজন্যই কিন্তু আমাদের সময়ের কাজ সময়ে করতে হয়। সময় মত কাজ না করলে আমাদের অনেক জটিলতা ফেস করতে হয়। পড়তে হয় বিড়ম্বনায়। মায়ের আদর পেয়েই কিন্তু বর্তমানে অনেক সন্তান রা নষ্ট হয়ে যাচ্ছে। যদি প্রথম দিনেই ছেলেটিকে তার মা কনট্রোল করতে পারতো তাহলে আজ এ পরিস্থিতি দেখতে হতো না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আদর সোহাগ বেশি হয়ে গেলে হয়ত এমন হয় আপু।মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সময় বাবা মায়ের শাসনের অভাবে সন্তান নষ্ট হয়ে যায়। তাই সন্তান ভুল কিছু করলে অবশ্যই শাসন করা উচিত। চুরি তো চুরি ই। সেটা নিজের ঘর থেকেই করা হোক, আর বাহির থেকেই করা হোক। ছেলেটার মায়ের উচিত ছিলো সেদিন ছেলেকে শাসন করা। তাহলে ছেলেটার জীবন অন্য রকম হয়ে যেত। দারুণ একটি টপিক নিয়ে পোস্ট করেছেন আপু। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া।আমার নিজ চোখে দেখা অনেক বাবা মা, যারা সন্তানদের শাসন না করে মাথায় তোলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে তার ফলাফল পরবর্তীতে কতটা ভয়াবহ হতে পারে....। আসলেই শুরুতে কোন খারাপ কিছু দেখলে সঠিক শাসনের মাধ্যমে তা বুঝিয়ে দিলে পরবর্তী তে কেউ সে কাজ করতে দুইবার ভাববে। কিন্তু গার্জিয়ান থেকে শাসনের বদলে প্রশ্রয় পেলে হীতে বিপরীত হওয়াটাই স্বাভাবিক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক আপু।সমসয়মত পদক্ষেপ না নিলে এমন হয়।তবে সত্যি বলতে এমন একটা ভুল আমারও হয়েছে তাই এখন ভুগছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনাকে ধন্যবাদ খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য। এটা ঠিক বলেছেন যথা সময়ে সঠিক পদক্ষেপ নেয়া উচিত।বাচ্চাদেরকে ছেলেবেলা থেকেই আমাদের নৈতিক শিক্ষাগুলো দেয়া উচিত।আপনি আজ খুব সুন্দর একটি উদাহরন দিয়ে বুঝিয়ে দিলেন।খুব ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাচ্চাদের নৈতিকতা শিক্ষা দেয়ার জন্য পরিবারই যথেষ্ট।ভদ্র পরিবারে ভদ্রতা বজায় থাকে সবসময়।ধন্যবাদ মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit