গান কভার-:বলনা কোথায় তুমি।

in hive-129948 •  7 days ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে একটি গান কভার নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

Purple Minimalist Modern Music Instagram Post (1).png

আবহাওয়া চারদিকে খারাপ,আর পরিস্থিতিও খুব একটা বেশি ভালো না। ঢাকার অবস্থা শুনেই অনেক সময় ভয়ে থাকি। কারণ ঢাকাতে এখন পরিস্থিতি একদম ঠিক নেই। সেদিন শুনলাম ছয় জায়গায় একসাথে এক রাতে একদল ডাকাতি করেছেন। তাছাড়া রাস্তাঘাটে ছিনতাই, মারামারি, রাহাজানি সবকিছু তো এখন বেড়েই চলেছে। এই পরিস্থিতি গুলো আসলে অনেক ভয়ের বিষয়। ঢাকাতে আমাদের নিজেদের কিছু আত্মীয়স্বজন থাকে তারা এই বিপদের মধ্যেই জীবনটা অতিবাহিত করছে। কখন কার সাথে কি ঘটে সেটা এখনো জানা নেই। সাধারণ মানুষরাও এখনো অনিরাপদ। আইনশৃঙ্খলা কোন কিছুর বিচার ব্যবস্থা ঠিক নেই। আর এজন্যই বর্তমান সময়ে সব দিকে স্বাধীন হওয়া শর্তেও সবাই আতঙ্কে রয়েছে।

যাইহোক গতকাল বিকেল বেলায় একটা কাজে বেরিয়েছিলাম। অবশ্য প্রথমে ডাক্তার দেখিয়েছি তারপর ফেনীর দিকে গিয়েছিলাম। আর ফিরতে ফিরতে রাত আটটা বেজে গিয়েছিল। আর সেই সময় অনেকটাই ঠান্ডা লেগে গিয়েছে। আর এখন গলার অবস্থা খুব বেশি ভালো নেই। অনেকটাই সর্দির ভাব হয়ে গিয়েছে। আসার পর থেকে শরীরটা একদম খারাপ ছিল। তাই রাতে আর কোন কাজ করতে পারিনি শুয়ে গিয়েছিলাম। ভাবলাম আপনাদের সাথে একটা গান শেয়ার করব। কিন্তু সকালবেলা উঠে দেখি গলার অবস্থা খুব বেশি ভালো না। কিন্তু গান তো শেয়ার করতেই হবে। কারণ প্রতি সপ্তাহে একটি করে গান আপনাদের মাঝে শেয়ার করে থাকি।

এই অসুস্থতা নিয়ে এবং গলার অবস্থা খারাপ তবুও একটা গান গাওয়ার চেষ্টা করলাম। আশা করি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর আপনাদের কাছে গানটা ভালো লাগবে। গানটা অনেক পুরনো একটা গান। আর এই গান আমি প্রায় সময় শুনে থাকি। এই গানটা এখনো পর্যন্ত কভার করা হয়নি তাই ভাবলাম সকাল সকাল বসে এই গানটা কভার করে ফেলি। আরেফিন রুমি এবং খেয়া এই গানটা গেয়েছে। এটা অনেক পুরনো গান। সেই সময়কার অনেক জনপ্রিয় গান ছিল।

যাইহোক অনেক কথাই বলে ফেললাম।আর কথা না বাড়িয়ে আমার আজকের কভার করা গান শুনে আসুন সবাই। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

গানের নামঃ- [দিন থেকে রাত আর রাত থেকে দিন,,,]

সিংগার
আরেফিন রুমি,খেয়া।

কভারঃ
@bristy1

গান কভার।

এই ছিল আমার আজকের গানের কভার।ভালো লাগার মত একটি গান এটি।

গানের লিরিক্স ।

বল না কোথায় তুমি
এ বুকে আছ কোন পাশে
বল না কোথায় তুমি
আছ কি মিশে নিঃশ্বাসে...
মনের ঘরে যতন করে
তোমায় রেখেছি আপন করে
ভালবাসা দিয়ে তুমি দাও রাঙ্গিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে
ভালবাসা দিয়ে তুমি দাও রাঙ্গিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে
জোছনা নামাও তুমি হৃদয় আঙ্গিনায়
আমার পৃথিবী সাজাও মধু পূর্ণিমায়
রাত শেষে ভোর নামাও কত ভালবেসে
সারা দিন জড়িয়ে রাখ সুখেরি আবেশে
তুমি আছ বলে ফাগুন আসে ফুলে
মনের ঘরে, যতন করে
তোমায় রেখেছি আপন করে
ভালবাসা দিয়ে তুমি দাও রাঙ্গিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে
ভালবাসা দিয়ে তুমি দাও রাঙ্গিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে
মনের নৌকা তুমি দোলাও আনমনে
ছবি হয়ে থাক তুমি এ মনের গহীনে
ও..কখনও তুমি এসে হৃদয় হারাও
কক্ষনও তুমি এসে সামনে দাঁড়াও
হাতে হাত রেখে ছুঁয়ে দাও না আমাকে
মনের ঘরে যতন করে
তোমায় রেখেছি আপন করে
ভালবাসা দিয়ে তুমি দাও রাঙ্গিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে
ভালবাসা দিয়ে তুমি দাও রাঙ্গিয়ে
এ কোন প্রেমে নিলে জড়িয়ে

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণগান কভার
ক্যামেরা.মডেলM12
ফটোগ্রাফার@bristy1

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আশা করি পুরোপুরি ভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। খুবই সুন্দর একটা গানের কভার করেছেন আজকে। আপনার কন্ঠে গানটা শুনে আমার অনেক ভালো লেগেছে। এই গানটা কয়েকবার শুনেছিলাম। আপনার খালি গলা অনেক সুন্দর। যার কারণে গানটা শুনেও দারুন লাগলো।

অসংখ্য ধন্যবাদ আপু আমার গানটা শোনার জন্য এবং সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

গানটি সব দিক থেকে অসাধারণ হয়েছে।। আপনার গলার ভয়েসে এই গানটি বেশ ভালো লাগছে। আর ঢাকার পরিস্থিতি নিয়ে আপনি যা বললেন তা তো রীতিমত আশঙ্কার কথা। একটা শহরের পরিবেশ যদি এভাবে খারাপ হয়ে যায় এবং আইনশৃঙ্খলা তলা নিতে গিয়ে ঠেকে তবে তার থেকে খারাপ সময় আর নেই বললেই চলে। তবে সকলে সাবধানে থাকুন। যাতে কোন বিপদ জীবনে ঘনিয়ে না আসে।

পরিস্থিতি খুবই খারাপ ভাইয়া।সবদিকে এরকম অসংখ্য ঘটনা ঘটছে।

শুধু ঢাকায় না আপু বর্তমান পুরো দেশেই নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। দেশের কোনো প্রান্তের অবস্থা ভালো নেই। যাই হোক আজকে দারুন একটি রোমান্টিক গান কভার করেছেন। আপনার কন্ঠে আরেফিন রুমির এই গানটি শুনে খুবই ভালো লাগলো ,ধন্যবাদ।

বাংলাদেশ এখন আফ্রিকা থেকেও ভয়ংকর হয়ে গিয়েছে। চারিদিকে নৈরাজ্য আর নাশকতা।

আরেফিন রুমির গান আমার কাছে ভীষণ ভালো লাগে। এক সময় তো সব সময় তার গান গুলো শুনতাম। যাইহোক আপনার কভার করা গানটি শুনেছি। তবে আপনার কণ্ঠে গানটি শুনে মুগ্ধ হলাম আপু। আপনার কণ্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

আমার গানটা শুনেছেন এবং এত সুন্দর প্রশংসা করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাই। অনেক ধন্যবাদ আপনাকেও।

Screenshot_20250225-104208_Chrome.jpg

Screenshot_20250225-104055_Chrome.jpg

আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।আজকের গানের কভারটা সত্যিই মন ছুঁয়ে গেল। আপনার কণ্ঠের স্বচ্ছতা আর সুরের মাধুর্য গানটাকে নতুন মাত্রা দিয়েছে। আগেও গানটি শুনেছিলাম, কিন্তু আপনার কণ্ঠে শুনে একদম অন্য রকম লাগলো। খালি গলায় এমন আবেগ আর গভীরতা তুলে আনা সত্যিই প্রশংসনীয়।

এত সুন্দর প্রশংসনীয় মন্তব্য ভাগ করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

গানটা অনেকদিন পর শুনলাম। খুব সুন্দর একটা গান কভার করেছেন আপু। আপনার মিষ্টি কন্ঠটা শুনতে ভালোই লাগে। খুব সুন্দর ভাবে গানের প্রত্যেকটা লাইন কভার করেছেন। মুগ্ধ হয়ে গেলাম আপনার গান শুনে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা গান কভার করে শেয়ার করার জন্য।

গলার অবস্থা খুব বেশি ভালো ছিল না আপু। ভালো থাকলে হয়তো আর একটুও ভালো লাগতো শুনতে। ধন্যবাদ আপনাকে।

বর্তমানে সব জায়গার পরিস্থিতি খুব খারাপ। আপনার ঠান্ডা লেগেছে তারপরেও আপনার এত মিষ্টি গলায় অবলীলায় গান শুনিয়ে দিলেন হৃদয় জুড়ে গেল। এরকম গান শুনলে খারাপ থাকা কি আর যায় মনটা এমনিতেই ভালো হয়ে যায়। গানের কথাগুলো যেমন সুন্দর আপনার কন্ঠে আরো মধুর লাগছিল।

এরকম গান শুনলে সত্যি মনটা ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো আপনার মন্তব্যটা দেখে।

এই গানটি একসময় বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছিল এবং এই গানটি আমি অনেক শুনতাম। আপনি অসুস্থ থাকা সত্ত্বেও এই গানটি দারুণভাবে কভার করেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার কন্ঠে এই গানটি শুনে। যাইহোক এতো চমৎকার একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সে সময়কার গানগুলো অনেক বেশি ভালো লাগতো ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

গানটি বেশ জনপ্রিয় আর এই গানটি অনেক আগে বেশি শুনতাম, তবে এখন শোনা হয় না। আজকে তোমার গলায় শুনতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ তোমাকে সুন্দর করে গানটি কভার করার জন্য। ভালো থেকো সবসময়।

একদম ঠিক বলেছ। আগেকার সময়ে এই গানগুলো অনেক ভালো লাগতো শুনতে। এখনো ভালো লাগে। ধন্যবাদ মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

একটা সময় আরেফিন রুমির এই গানগুলো অনেক জনপ্রিয় ছিল। তবে আমি খুব একটা শুনত না। বেশ দারুণ কভার করেছেন গানটা আপু। দারুণ লাগল আপনার কন্ঠে। অসাধারণ ছিল এককথায়। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।