♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
প্রতি সপ্তাহের দৈনন্দিন কিছু বিষয় শেয়ার করার জন্যই লাইফস্টাইল পোস্ট শেয়ার করা হয়।এজন্য আজকে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই ঘটে থাকে যেগুলো সচরাচর শেয়ার করা হয়ে ওঠেনা। তবে মাঝে মাঝে কিছু জিনিস ঘটে যেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়ে থাকে। ঠিক তেমনি গত কিছুদিন আগে ডাক্তারের কাছ থেকে ফেরার পথে কিছু কেনাকাটা করা হয়েছিল ছেলের জন্য। সেগুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব।
হসপিটাল থেকে তো প্রথমে ওয়ান টু নাইনটি শপিংমলে গিয়েছিলাম। সেই পর্বটা আপনাদের মাঝে গত সপ্তাহেই শেয়ার করেছি। তারপর নিচে নেমেই একটা বেবি শপে ঢুকলাম। যদিও সেখানে কসমেটিক্স থেকে শুরু করে মেয়েদের আরো কিছু আইটেম ছিল। যাই হোক আমি যেহেতু শুধুমাত্র নিভৃতের জন্য কেনাকাটা করবো তাই সেখানে গিয়েছিলাম দেখতে। তাকে নিয়ে যেহেতু প্রায় সময় বাইরে যাওয়া হয় তাই অনেক কিছুই প্রয়োজন হয়ে থাকে। আসলে ওর কিছু প্যান্টের প্রয়োজন ছিল। যদিও অনেকগুলো প্যান্ট আছে। কিন্তু অনেকটাই ছোট হয়ে গিয়েছে। তাই মাত্র ৩টি প্যান্ট পড়ানো হয়ে থাকে। বাকি প্যান্ট সবগুলো ছোট হয়ে গিয়েছে। তাই ভাবলাম তার জন্য একটা বড় সাইজের প্যান্ট কিনে নেয়া যাক।
যেই ভাবনা সেই কাজ। সে অনুযায়ী কিছু প্যান্ট দেখতে লাগলাম। আমি অনেকদিন ধরে চাইছিলাম কালো রঙের প্যান্ট, শার্ট অথবা গেঞ্জি তার জন্য কিনব। কিন্তু কোথাও কালো রঙের এই জিনিসগুলো পাচ্ছিলাম না। তাই অন্য কালারের জিন্সের প্যান্টগুলো দেখছিলাম। এগুলো অনেকটা স্টিচ টাইপের। প্যান্টগুলো বাবুদের জন্য অনেক ভালো। কারণ এগুলো টাইট ফিটিং টা ঠিক হয়ে থাকে। আগে যেহেতু জিন্স কালরের একটা প্যান্ট ছিল তাই এর মধ্যে হালকা হোয়াইট শেডের একটা প্যান্ট দেখলাম। সেটা বেশ ভালোই পছন্দ হয়েছিল। আর সাইজটাও দেখছিলাম হয় কিনা। প্রথমে ছোটটা দেখেছিলাম কিন্তু সেটা অনেক ছোট হয়ে যায় তাই একটা বড় সাইজের প্যান্ট দেখলাম।
প্যান্টটা যদিও দেখলাম খুব পছন্দ হয়েছিল, কিন্তু দাম চেয়েছিল অনেক বেশি। প্রায় ৪০০ টাকা প্যান্টের দাম চেয়েছে। আসলে ছোট বাচ্চাদের একটা প্যান্টের পেছনে যদি ৪০০ টাকা খরচ হয়ে যায় বাকি শপিং করতে করতে তো অনেক বেশি টাকায় খরচ হয়ে যাবে। যাইহোক পরবর্তীতে দরদাম করে ২৫০ টাকা দিয়ে প্যান্টটা কিনেছিলাম। তার পাশাপাশি আমি কিছু মিনিপ্যাক কন্ডিশনার নিয়েছিলাম। কারণ বড় বোতলের কন্ডিশনারের দাম নিয়ে থাকে কন্ডিশনারের পরিমাণ থাকে অনেক কম। তাই আমি মিনি প্যাক কন্ডিশনারগুলো ইউজ করি। এদিকে আবার ছোট সাইজের কিছু পাথরের পিন দেখছিলাম। সেগুলো দেখলাম অনেক প্রাইজ ১টা ৭০ টাকা করে। কিন্তু আমি চট্টগ্রাম থেকে ৩০ টাকা করে নিয়েছিলাম। তাই সেখান থেকে আর কিছু কেনা হয়নি শুধুমাত্র দেখেছিলাম।
যাইহোক সেখান থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করার পর বিল মিটিয়ে আবার বাইরে বের হয়ে চলে। আসলাম ভেবেছিলাম ওর জন্য কালো প্যান্ট,শার্ট দেখবো কিন্তু রাত অনেক হয়ে গিয়েছিল তাই আর কোন কিছুই দেখা হয়নি।তাই আমরা সোজা বাড়িতে চলে এসেছিলাম। সেদিন ডাক্তার দেখাতেও বেশি সময় লাগে নি। যদিও কিছু সময় ডাক্তার আসার জন্য অপেক্ষা করতে হয়েছিল। তবে সময় গুলো বেশি ভালোই লেগেছিল। কিছুক্ষণ ঘুরাঘুরি আর কেনাকাটা করেও ভালো লেগেছিল। আর বাড়িতে এসে তারপর বাকি কাজগুলো সেরে নিলাম। এই ছিল সেদিনকার বাকি মুহূর্তগুলো।আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
❤️🫶
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু কিছু শপ রয়েছে যেগুলোতে যে কোনো পণ্যের দাম অনেক বেশি চেয়ে থাকে। যেমন নিভৃতের একটা প্যান্টের দাম ৪০০ টাকা চেয়েছিলো পরে মাত্র ২৫০ টাকায় দিয়েছিলো। নিভৃতের জন্য কেনাকাটা করার জন্য বেবি শপে গিয়ে সেখানে কেনাকাটা করার অনুভূতি শেয়ার করেছেন। মোটামুটি ভালই লাগলো আপনার এই অনুভূতি মূলক পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া অনেক বেশি দাম বলে। বার্গেনিং করতে হয়। অনেক সময় বার্গেনিং করেও টেকা যায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাক্তার দেখাতে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করেছেন। হিজাব পিনগুলোর দাম আসলেই বেশি। আমাদের এদিকেও এগুলো ৩০ টাকা করে। বাবুর জন্য প্যান্ট কিনেছেন। টুকটা কেনাকাটার মুহূর্ত শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু এই পিনগুলোর দাম অনেক বেশি। ৩০ টাকা হলে অন্তত কেনা যেত। কিন্তু এত বেশি দাম দিয়ে কেনা সম্ভব না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও চিন্তা করতেছি রোজার আগে আগামীকাল কিছু কেনাকাটা করে ফেলবো। রোজা রেখে কেনাকাটা করা কষ্টকর। কিছুটা ঝামেলা শেষ করে ফেললেন। ভালো ই করেছেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা তেমন কিছু কেনাকাটা করিনি ভাইয়া।শুধুমাত্র ওর জন্য একটা প্যান্ট নিয়েছি। তবে এটা ঠিক রোজা রেখে শপিং করা কষ্টকর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট বাচ্চাদের জামা কাপড় কিছুদিন পরপরই কিনতে হয়। কারনে খুব দ্রুত তাদের কাপড় ছোট হয়ে যায়। তাই এক সাথে বেশি কাপড় না কিনে প্রয়োজন অনুযায়ী কেনা বুদ্ধিমানের কাজ।যদিও নিজের পছন্দের কালো রং এর কাপড় পাননি তাই অন্য রঙ এর প্যান্ট কিনেছেন। পছন্দের কাপড় না পেলে মনে খারাপ হয়ে যায়। তবু শেষ পর্যন্ত মাপ মতো কাপড় কিনতে পেরেছেন জেনে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু,সেজন্য এখন প্রয়োজনমত কিনি,বেশি কেনা হয় না।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা সময় ৪০০ টাকা দিয়ে নিজেদের প্যান্ট পেয়ে যেতাম এখন বাচ্চার প্যান্ট বলা হয় ৪০০ টাকা। যাইহোক অবশেষে ২৫০ টাকায় রাজি হল। ধন্যবাদ এই মুহূর্তটি সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে জামা কাপড়ের যে পরিমাণ দাম জামাকাপড় কিনতে যেতেও ভয় লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit