গতকাল থেকে আজকের পরিস্থিতি আরও খারাপ।

in hive-129948 •  last month 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240821_121409.jpg

কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম সকালবেলা অর্থাৎ যখন পানি অনেকটা কমে গিয়েছিল। গতকাল রাত থেকে কিন্তু সারাদিনে বৃষ্টির দেখা নেই তবে ধীরে ধীরে পানির পরিমাণ বাড়ছিল। আর এটাই ছিল ভয়ের বিষয়। পূর্বে বৃষ্টির কারণে যতটুকু পানি বাড়তো সেই পানি কমে গিয়ে আবার বৃষ্টি ছাড়াই কিন্তু অনেক দূর পানি এগিয়ে গিয়েছে। ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢোকা শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত আমাদের পুরো বাড়ির মানুষ বলতে গেলে অনেকটাই নিরাপদে আছে। অনেক মানুষকে দেখলাম ট্রাকে করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে।

আমাদের বাড়ির পিছনের বাড়ির কিছু লোক আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে এভাবে করে। কারণ তাদের ঘরের ভিতর অনেকটা পানি, তাদের জিজ্ঞেস করেই শুনতে পারলাম। যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলো সেই হিসেবে আমরা তাদেরকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছি। তখন শুনলাম তাদের ঘরে অনেকটা পানি ঢুকে গেছে। যেখানে থাকা সম্ভব হচ্ছে না। খাওয়া দাওয়াও কোনভাবে করতে পারছে না। সেজন্যই মূলত তারা আশ্রয় কেন্দ্রের দিকে চলে গিয়েছে।

চারদিকে কিন্তু ধীরে ধীরে অনেকটা পানি বেড়ে গিয়েছে। সবাই এখন অনেকটাই আতঙ্কে আছে। কারণ রাতের মধ্যে যদি পানি বেড়ে যায় তাহলে কে কোথায় যাবে বা কিভাবে থাকবে এটাই হল বড় সমস্যা। তবে আশ্রয় কেন্দ্রে যে মানুষ খুব বেশি ভালো অবস্থায় আছে তা কিন্তু নয়। সেখানে যাওয়ার পরই বুঝা যায় মানুষজন কতটা কষ্টে জীবন যাপন করছে। যদিও নিরূপায় হয়ে যেতে হচ্ছে তাদের। সেখানে কেউ হয়তো খাবার পাচ্ছে কেউ পাছে না। সেখানে অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন কাটাতে হচ্ছে।

যাহোক ওই যে বললাম স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। মূলত যখন পানিও কমেছিল আর পাশাপাশি দুপুরের দিকে কারেন্ট এসেছিল। আধা ঘন্টার মত কারেন্ট ছিল। আর ইতোমধ্যে পানির ট্যাংক থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্রের চার্জ দেয়া হয়েছে। তারপর আবার বিকেল বেলার দিকে কারেন্ট এসেছে মূলত কারেন্ট থাকলে একটা শক্তি থাকে, আর মনোবল থাকে। রাত্রেবেলা অন্ধকারের মধ্যে কোন কিছুই আসলে ভালো লাগে না। তা ছাড়া বাচ্চা-কাচ্চা থাকলে তো আরো বেশি সমস্যা হয়ে যায় তাদের নিয়ে।

এলইডি লাইটের মেয়াদ আর কতই বা থাকে। তিন দিন বেশ ভালই আমাদের সুবিধা দিয়েছে। ইউপিএস এর চার্জ চলে গিয়েছে। বাজার থেকে চার্জ দিয়ে এনেছে। তবুও আলহামদুলিল্লাহ আমরা এখনও অনেকটা ভালো আছি। তবে যেভাবে ধীরে ধীরে পানি বাড়ছে সেভাবে বোঝা যাচ্ছে যে রাতের বেলা অনেকটা পানি বাড়বে। তাছাড়া বিকেল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল রাতের বেলায়ও বেশ খানিকটা বৃষ্টি হয়েছে। আমি রাত সাড়ে দশটায় পোস্টটা লিখতেছি
আর এখনো বাইরে বৃষ্টি। চিন্তায় আছি, কোনমতেই ঘুম আসছে না ।

এদিকে বিকেলে ওয়াইফাই থাকলেও সন্ধ্যার পর থেকে আবার ওয়াইফাই নেই। এর কারণ হলো ওয়াইফাই এর মেইন জায়গা যেটা সেখানে নাকি কারেন্ট এখনো পৌঁছায়নি। তারা দিনের বেলা সোলারের সাহায্যে ওয়াইফাই দিয়েছিল। যাইহোক মোটামুটি মোবাইলে কিছু এমবি আছে সেজন্যই পোস্টটা তৈরি করে রাখলাম। সকালবেলা পোস্ট রেডি করে পোস্ট করাটা খুব বেশি ঝামেলার হয়ে যায়। রাতের বেলায় মূলত কি হয় সেটা এখনো পর্যন্ত আতঙ্কের বিষয়।

যাই হোক আপনাদের মাঝে এই অনুভূতিগুলো শেয়ার করতে পারতেছি এখন পর্যন্ত এটাই অনেক বেশি শুকরিয়া। ফেনীর পাশাপাশি বিভিন্ন জেলাগুলোতে মানুষের অবস্থা খুব বেশি ভালো নেই। যদিও আমাদের পরিচিত সবাই আলহামদুলিল্লাহ এখন নিরাপদ অবস্থানে নিজেদের বাড়িতেই অবস্থান করছে।তবে পানির বেগ যদি এভাবে বাড়তেই থাকে তখন হয়তো বা অন্য কোথাও আশ্রয় নিতে হবে। সেটা যাতে না হয় সেজন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

পরিবেশ পরিস্থিতি খারাপ থাকলে সত্যি খুবই খারাপ লাগে। প্রাকৃতিক দুর্যোগ মানুষকে অসহায় করে তোলে। আজ বাংলাদেশের কিছু জেলার অবস্থা ঠিক এমনই করুন। বন্যার পানি যেন বুঝতে পাচ্ছে সাথে সাথে মানুষের ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে। দোয়া করি মহান সৃষ্টিকর্তা এই থেকে যেন আমাদের সবাইকে হেফাজত করে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য। ভাল থাকবেন।

গতকাল সারাদিন রোদ ওঠাতে মনে হচ্ছিলো যে পানি কিছুটা কমে যাবে। আপনাদের ওদিকে দেখি উল্টো হয়েছে। বৃষ্টি না থাকার কারণে পানির পরিমাণ বেড়ে গিয়েছে। রাতে অনেক বৃষ্টি হয়েছে। না জানি এখন কি অবস্থা। ঠিকই বলেছেন আশ্রয় কেন্দ্রের লোকজনের অবস্থান আরো ভয়াবহ। তাও কষ্ট করে নিজের বাড়িতে থাকতে পারছেন তাই অনেক। দোয়া করি শেষ পর্যন্ত যেন বাড়ি থেকে না যেতে হয়।

বন্যা মানুষকে অনেক বেশি নিঃস্ব করে দিয়েছিল আপু। আমাদের ফেনী এরিয়াটা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রথমে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপু। আল্লাহতালা সবাইকে নিরাপদে ও সুস্থ রাখুক। সারাদিন বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা স্বস্তি বোধ করেছিলেন তবে পানি ধীরে ধীরে বাড়ছে। আপনাদের বাড়ির পেছনে মানুষ তারা ট্রাকে করে আশ্রয় কেন্দ্রে চলে গেছে তাদের বাড়িতে পানি ঢুকেছে বলে। তবে আপনারা এখনো নিরাপদে আছেন জানতে পেরে ভীষণ ভালো লাগলো। তবে আপনি ঠিকই বলেছেন আশ্রয় কেন্দ্রে যে খুব একটা ভালো আছে মানুষ সেটাও না। আধাঘন্টা কারেন্ট আসে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ কিছুটা সেরে ফেলেছেন। আশা করছি খুব দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ।

আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো ছিলাম বলতে পারি। ধন্যবাদ আপনাকে আপু আমাদের জন্য দোয়া করেছেন এজন্য অনেক বেশি ভালো লাগছে।

সত্যি আপু আপনাদের ফেনী এলাকার খবর শুনে নিজের কাছেও বেশ খারাপ লাগছিল। আপনাদের বাড়ির পাশের বাড়ির লোক গুলো আশ্রয় কেন্দ্র চলে গিয়েছে আপনি পোস্টের মাধ্যমে বেশ সুন্দরভাবে উল্লেখ করেছেন। আসলে কিছুটা পানি কম ছিল আপনাদের দিকে খবর পাওয়ার পর বেশ ভালো লাগছিল তবে আপনার পোস্টের মধ্যে দেখতেছি এখন আবার পানি অনেকটাই বেড়েছে সত্যি বেশ খারাপ লাগলো আপু। আশা করি দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের জন্য সব সময় দোয়া রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের জন্য দোয়া করেছেন। আপনাদের সবার জন্যই হয়তো আমরা আল্লাহর রহমতে ভালো ছিলাম।

আপনারা এখনো নিরাপদে আছেন জেনে খুব ভালো লাগলো। সাবধানে থাকবেন আপু। পরিস্থিতি খারাপ হচ্ছে। নিউজেও দেখলাম বন্যার পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। দোয়া করি যেন খুব দ্রুত সব ঠিক হয়ে যায়। কারেন্ট wifi সব নিয়ে ঝামেলায় আছেন। আশা করি খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।

আমাদের বাড়ির সবাই নিরাপদে ছিল আপু।কেও অন্য কোথাও যেতে হয়নি। তবে সবার জন্য দোয়া করি যেন সবকিছুই আগের মত ঠিক হোক।

যেহেতু পানি বাড়ছে খুবই চিন্তার বিষয় আপু। ছোট বাচ্চা থাকলে তাদের নিয়ে সমস্যা হই আর আশ্রয় কেন্দ্রে যেয়ে তো এমন অনেক খারাপ পরিবেশে থাকা কিন্তু সম্ভব না। কি আর করবেন কোন একটা ব্যবস্থা করতে হবে। সব পরিস্হিতি যেন ঠিক হয়ে যায় দোয়া প্রার্থনা করছি সব সময়।

আমরা কেউই বাইরে যেতে হয়নি আপু। ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করেছেন এজন্যই হয়তো আমরা সুস্থ ছিলাম সবাই।

বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যাতে মানুষ খুবই ভোগান্তির মধ্যে পড়তেছে‌ । যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তারা ঠিকমতো খাবার এবং বিশুদ্ধ পানি পাচ্ছে না । এতে করে ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আশা করি পুনরায় সবাই নিরাপদ স্থানে থাকতে পারবে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

আশ্রয়কেন্দ্রে যারা ছিল তারা অনেকে কিন্তু অনেক বেশি ভোগান্তির শিকার হয়েছে। যদিও আমরা অনেক ভালো ছিলাম এজন্য অনেক বেশি শুকরিয়া আদায় করি।

পানি বাড়তে শুরু করেছে শুনে সত্যিই অনেক খারাপ লাগছে আপু। এই বিপদের সময় অনেকটা আতঙ্কের মধ্যে থাকতে হয়। আপু আপনার পরিবারের সবাইকে নিয়ে সাবধানে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সবাই যেন দ্রুত এই বিপদ থেকে রক্ষা পায়।

আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো ছিলাম।তবে যারা নিঃস্ব হয়ে গেছে তাদের জন্য বেশি দোয়া করি।

ফেনীর অনেকের সাথে কথা বলে জানতে পারলাম কিছু কিছু জায়গা দিয়ে পানি কমলেও অন্য জায়গা দিয়ে পানি বেড়েছে। আসলে কয়দিন যে এই পানি থাকবে, সেটা তো সিউর দিয়ে বলা যাচ্ছে না। দোয়া করি খুব তারতারি যেন এই অবস্থা থেকে মানুষ মুক্তি পায়। ধন্যবাদ।

জি ভাইয়া,ফেনীর দিকে পানি কমেছিল কিন্তু আমাদের এদিকে বাড়ছিল এজন্যই একটু ভয় হচ্ছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।