নিভৃতের প্রথমবারের মতো সেলুনে চুল কাটার অনুভূতি

in hive-129948 •  2 years ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে বেশ আনন্দ নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।

IMG-20230226-WA0034.jpg

আজকে আমি আপনাদের সাথে ভিন্ন একটা টপিক শেয়ার করতে এসেছি। এইতো কিছুদিন ধরেই গরমের আবহাওয়া দেখা যাচ্ছে। অর্থাৎ একটা সময় গরম লাগবে আবার অন্য সময় কিছুটা ঠান্ডা লাগে। তবে যাই হোক সেই কথায় আর না যাই। আজকে আমি শেয়ার করব আমার ছেলের প্রথমবার সেলুনে গিয়ে চুল কাটানোর মুহূর্তগুলো।

IMG-20230226-WA0029.jpg

IMG-20230226-WA0022.jpg

যেহেতু বাচ্চারা স্বভাবগতভাবে একদম বেশি ঘেমে যায় আর সে হিসেবে গরম হলে তো আরো বেশি। বাচ্চাদের অসুস্থতা ঠান্ডা থেকে গরমের সময় বেশি দেখা দেয়। কারণ এই সময়ে বাচ্চারা ঘেমে গেলে তা গায়ের মধ্যেই থেকে যায়, এজন্যই বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আর এই অসুস্থতায় অনেক ভোগান্তি শিকার হয়। আমার ছেলের চুল একটু বড় হলেই সে পুরোপুরি ঘেমে যায় এবং তার ঠান্ডা লেগে যায়। চুল যত বড় হয় তত ওর মাথায় ঘেমে ঠান্ডা লাগার উপক্রম।
IMG-20230226-WA0024.jpg

আর এই ঠান্ডা সকল বাচ্চাদের ক্ষেত্রেই সমান। এজন্যই গরমের দিনে যতটা সম্ভব চুল একেবারে ছোট রাখাটাই শ্রেয়। এছাড়া সাধারণভাবে বড়দের তুলনায় ছোটরা একটু বেশি ঘামায়,এবং তারা বলতে পারেনা। তার পাশাপাশি তাদের ঠান্ডা লাগার প্রবণতাটাও বেশি। যাই হোক যেহেতু বাড়িতে মেশিন নষ্ট হয়ে গিয়েছিল সেই হিসেবে আমি ভাবলাম যে সেলুনে গিয়ে চুল কাটিয়ে নিয়ে আসি। আর এটা তার বাবার পরিচিত সেলুন, তারা সেখানে সব সময় যায়। আর সে হিসেবে আমার ছেলেকেও সেখানে নিয়ে গেলাম।

IMG-20230226-WA0044.jpg

IMG-20230226-WA0036.jpg

তবে গিয়ে দেখলাম যে ওই সেলুনের কাজ চলতেছে। যদিও সেই সেলুনের লোকটিকে তার বাবা কল দিয়ে নিয়ে এসেছিল। সর্বপ্রথম আমরা গিয়েছিলাম, তারপর উনি এসে দোকান খোলা শুরু করলেন। দোকানটাকে আরো একটু আপডেট করার জন্যই তিনি কাজ শুরু করেছিলেন। যাইহোক যেহেতু লোকজন আসবে সেই হিসেবে কিছুটা অংশ খালি রেখেছে যাতে তার কাজ করতে পারে। আমার ছেলে প্রথমত কিছুটা খুশি ছিল কারণ সে বাড়ি থেকেই বাজারে গিয়েছে। সে হিসেবে সে অনেকটাই হ্যাপি। প্রথমত তাকে তার বাবাই কোলে নিয়ে বসেছে। কারণ সে তো আর একা ভাবে বসতে পারেনা।

IMG-20230226-WA0055.jpg

IMG-20230226-WA0056.jpg

যখন চুল কাটা শুরু করলো তখন পর্যন্ত সে কিছু বুঝে নি। কিন্তু যখন আয়নার দিকে তাকালো তখন কি বুঝেই শুরু করে দিল কান্নাকাটি। আয়নায় দেখল তার পিছনে একজন ব্যক্তি এবং তার মাথায় হাত দিয়ে, মেশিন চলছে এরকম সব কিছু অনুভব করার পর পরই সে জোরে কান্না শুরু করে দিল। আর কান্না শুরু করার আগে কিছু চুল ফেলে দিয়েছিল। যেহেতু একেবারে গরম আর বাজারে নিয়ে গিয়ে সেলুনে কাটানোর কারণে একদম জিরো সাইজের চুল করে দিল।

IMG-20230226-WA0049.jpg

মোটামুটি অনেকটা দিন সে ঘামানো থেকে মুক্ত থাকবে। সত্যি বলতে পুরো শীতের জন্য হালকা করে হলেও ফ্যান চালিয়েছিলাম। কিন্তু যখন সত্য প্রবাহ ছিল শুধুমাত্র তখন ফ্যান চালানো অফ ছিল। বাকি প্রত্যেকটা দিন তার জন্য ফ্যান চালিয়ে ঘুমানো লাগতো।তা না হলে সে একদম ঘেমে একাকার হয়ে যেত। তবে এই তো সামনে গরম আসছে কি যে অবস্থা হবে নিজেই জানিনা। গতবার তো গরমের সময় ওকে কোলে নিতে নিতে আমার হাতে আর ঘাড়ে ঘামাচি হয়ে গিয়েছিল। গরমের দিনটা আমার জন্য সত্যিই একদম অসহ্যকর হয়ে পড়ছে। আর ওর দাদার বাড়িতে তো অসহ্যরকম গরম।
IMG-20230226-WA0026.jpg

যাইহোক আজকে আমি নিভৃত এর চুল কাটার মুহূর্তগুলো আমি ক্যাপচার করলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণছেলের চুল কাটার মুহূর্ত
ক্যামেরা.মডেলM12
ফটোগ্রাফার@bristy1

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নিভৃত বাবুর তো আজ বেশ কষ্ট হয়েছে,ছোট বাচ্চারা চুল কাটতে গেলে একটু বেশিই বিরক্ত করে।গরম কালে চুল থাকলে ঘেমে নিউমোনিয়া হওয়ার চান্স থাকে ভালোই করেছেন আপু একদম ছোট করে চুল কেটে।ধন্যবাদ আপু সুন্দর ব্লগটি শেয়ার করার জন্য।

জি আপু গরম কালে চুল থাকলে ঘেমে নিউমোনিয়া হওয়ার চান্স থাকে।

প্রথমবারের মতো সেলুনে গিয়ে নিভৃত প্রথমে খুশী ছিল কিন্তু যখন দেখল যে তার চুল কাটা হচ্ছে তখনই তো শুরু করে দিল কান্নাকাটি। তাছাড়া কারেন্ট ছিল না সেই জন্যই খুব বেশি গরম লেগেছিল। চুল কাটার পর তো সেলুনের দিকে আর তাকাতেই ইচ্ছুক নয়। সর্বোপরি গরমের আগে যে চুল কাটিয়ে ফেলেছে সেজন্য ভালই হয়েছে। কারণ অন্তত কিছুটা কম গরম লাগবে।

এই বিষটি আমিও ফলো করেছি চুল কাটার পর সে সেলুনের দিকে আর তাকাতেই ইচ্ছুক নয়।

সমস্যা নেই সামনের জন্য মেশিন কিনে ফেলেছি সেটা দিয়ে বাড়িতে কাটানো যাবে ধন্যবাদ।

আপনার ছেলে তো কান্না করে অস্থির হয়ে গিয়েছে। আসলে সব বাচ্চারা এমনিই প্রথম প্রথম এমন কান্না করে।আমার বাবুও প্রথম যখন নেওয়া হয়েছিল তখন মেশিনের ব্রাইবেশন এর জন্য ভয় পেয়েছিলো।যাই হোক ভালো হয়েছে চুল জিরো সাইজের করাতে এখন গরম কিছুটা কম লাগবে। ধন্যবাদ

জি আপু এখন গরম কিছুটা হলেও কম লাগবে।

ছোট্ট বেলার চুল কাটা যে কতটা কষ্টের তা হয়তো নিভৃত বুঝেছে ৷ ছবিতে যা দেখলাম কান্না কাটি করে তো অবস্থা খারাপ ৷ যা হোক অনেক ভাল করেছেন ৷ এই সময়ে বাচ্চাদের চুল কেটে দেওয়াই উত্তম ৷ অনেক. ভালো লাগলো নিভৃতের জন্য শুভকামনা সে সবসময় সুস্থ থাকুন ভালো থাকুক ৷

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি পড়ে চমৎকার একটা মন্তব্য করার জন্য।

আপু গরম নিয়ে আর কি বলবো আমার মেয়েরা ও অনেক ঘামে। আসলে গরম কাল বাচ্চারা কেনো আমার মনে হয় সবারই জন্য খারাপ। যাইহোক বাবু প্রথমে বুঝতে না পারলেও, আয়নায় দেখে কান্না শুরু করে দিল। আসলে বাচ্চার দুই একবার এভাবেই কান্না কাটি করবে।।যাইহোক আপু বাচ্চাদের চুল জিরো সাইজের করানো অনেক ভালো। ধন্যবাদ আপনাকে।

জি আপু বাবু প্রথমে বুঝতে না পারলেও, আয়নায় দেখে কান্না শুরু করে দিল।

আসলে এই সময় ছোট বাচ্চাদের দিকে অনেক খেয়াল রাখতে হয়। কখনো গরম কখনো হালকা ঠান্ডা কারণে বাচ্চাদের অসুখ হয়ে যায়। তবে সেলুন দোকানে তার চুলগুলো কাটার কারণে বাবুর মনে অনেক ভয় লাগতেছে। এবং দোকানে লোকটিকে সেই চিনে না সেই কারণে অনেক কান্নাকাটি করল মনে হয়। তবে আপনার বাবুর জন্য অনেক দোয়া রইল।

আপনার কথাও ঠিক হতে পারে দোকানে লোকটিকে সেই চিনে না সেই কারণে অনেক কান্নাকাটি করল মনে হয়।

ঠিক বলেছেন আপু গরমকালেই বাচ্চারা বেশী অসুস্থ হয়। ঘাম থেকে নিমোনিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেকারনে শীত কালের চেয়ে বাচ্চাদের গরমকালে বেশী সাবধানে রাখতে হয়। ভালইকরেছেন নিভৃতের চুল জিরো সাইজ করে দিয়েছেন।

একদম ঠিক বলেছেন ঘাম থেকে নিমোনিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে শীত কালের চেয়ে গরমকালে বাচ্চাদের বেশী সাবধানে রাখতে হয়।

ঠিক বলছেন গরমের দিনে বাচ্চাদের অনেক গরম বেশি কারণ ছোট বাচ্চারা একটু সেনসিটিভ হয়ে থাকে। তাই যত সম্ভব চুল ছোট রাখতে পারলে অনেক ভালো এবং সুস্থ রাখা সম্ভব। গরম শুরু হওয়ার আগেই বেশ ভালো একটি কাজ করেছেন চুলগুলো ফেলে দিয়েছেন। বাচ্চাদের চুল ফেলে দেওয়া অনেক কষ্টের কান্নাকাটি করে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেলুনে গিয়ে চুল ছোট করলেন অনেক ভালো করলেন না হয় বাসায় থাকলে আরো বিরক্ত করতো মনে হচ্ছে দেখে।

ঠিক আপু বাচ্চাদের চুল ফেলে দেওয়া অনেক কষ্টের কান্নাকাটি করে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে।

আশা করি ভাইয়া ভালো আছেন? নিভৃতের সেলুনে চুল কাটিয়েছেন জেনে ভালো লাগলো। গরমের আগে চুল কাটিয়েছেন খুবই ভালো করেছেন না হলে ঘামাচি উঠে যেতো। নিভৃতের প্রথমবারের মতোন চুল কাটার জন্য অনেক ভয় পেয়েছে এ কারণে কান্নাকাটি করেছে। নিভৃত কে অনেক সুন্দর লাগছে ভাইয়া। এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

একদম ঠিক ভাইয়া গরমের আগে চুল কাটিয়েছেন খুবই ভালো করেছেন না হলে ঘামাচি উঠে যেতো।

প্রথমে আপনার ছেলে নিভৃতের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। তবে আপনি ঠিক বলেছেন ছোট বাচ্চারা অল্পতে ঘামিয়ে যায়। সেজন্য ছোট বাচ্চাদের দিকে অনেক নজর রাখতে হবে। প্রথম সেলুন দোকানে চুল কাটায় লোকগুলোকে দেখে নিভৃত মনে হয় ভয় পেয়ে গেল। সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জি কিছুটা তেমন ও বটে প্রথম সেলুন দোকানে চুল কাটায় লোকগুলোকে দেখে নিভৃত মনে হয় ভয় পেয়ে গেল।

নিভৃত,খুব সুন্দর নাম এটা।তাছাড়া বাচ্চাদের গরমকালে খুবই সমস্যা হয়।কারন ওদের স্কিন অনেক সূক্ষ্ম।আপনাদের বাড়ির মেশিন নষ্ট হয়ে যাওয়ায় সেলুনে চুল কাটিয়ে নিয়েছেন বাচ্চাকে এটা ভালো করেছেন।গরমের সময় বেশ আরাম পাবে বাবুসোনা, ধন্যবাদ ও ভালোবাসা রইলো।

ধন্যবাদ আপু পোস্টটি পড়ে যথাযথ একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

চুল কাটার আগে নিভৃত বেশ ভালোই হাসি খুশি ছিল সেটা ফটোগ্রাফি দেখে বুঝা যাচ্ছে। তবে চুল কাটার সময় নিভৃত অনেক কান্নাকাটি করেছে। প্রায় সব বাচ্চারাই চুল কাটার সময় অনেক বিরক্ত এবং কান্নাকাটি করে। তবুও ভালো যে,গরম আসার আগেই চুল কাটা হয়ে গিয়েছে। গরমের সময় নিভৃত কিছুটা হলেও স্বস্তি পাবে। তবে নিভৃতকে আবার বেল মাথা বলে ডাকবেন না আপু। তাহলে সেলুনের কথা মনে করে আবারও কান্নাকাটি শুরু করতে পারে। হা হা হা

জি ভাইয়া গরমের সময় নিভৃত কিছুটা হলেও স্বস্তি পাবে।

  ·  2 years ago (edited)

মায়ের মুখের গল্প খুঁজে পেলাম আপনার আজকের এই পোস্ট এর মধ্য দিয়ে। কারণ ছোটবেলায় আমাদের যখন চুল ছেঁটে দেয়া হতো, তখন আমরা কান্না করতাম রাগ করতাম ঘুম পাড়িয়ে চুল কেটে দিতে। সমস্ত বিষয়গুলো আমাদের যখন বলতো হাসাহাসি করতে সত্যি লজ্জা লাগলো। ঠিক তেমনি আপনার বাবুর চুল ছাটার প্রথম অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করেছেন। বিস্তারিত পড়ে ভালো লাগলো আমার।

ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে যথাযথ একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।।