ডাই-: আর্টিফিশিয়াল পাতাবাহার তৈরি।

in hive-129948 •  10 hours ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250223_210310.jpg

আমার বাংলা ব্লগে তো ভিন্নরকম ডাই প্রজেক্ট শেয়ার করা হয় যেটা আসলে বিভিন্নভাবে বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি করা হয়ে থাকে। আসলে আমরা আমাদের ক্রিয়েটিভিটি গুলোকে ডাইপ্রজেক্টের মাধ্যমে শেয়ার করে থাকি। আর ঠিক তেমনি আজকেও আমি একটা ক্রিয়েটিভ ডাই প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা হলো আর্টিফিশিয়াল পাতাবাহার গাছ। যদিও পাতা বাহারের বিভিন্ন রকম রং বা বৈশিষ্ট্য আছে। তবে আমি চেষ্টা করেছি একটু ভিন্ন রকম ভাবেই পাতা বাহার তৈরি করতে। মাঝখানে একটা ফুল দিয়েছিলাম যাতে করে দেখতে আরো সুন্দর লাগে।

20250223_205903.jpg

আমি এক্ষেত্রে মাস্কিং টেপ,তার এবং ককশিট তার পাশাপাশি মাটির একটা কাপ ব্যবহার করেছি। যাতে করে এগুলো খুব সুন্দর করে টবের মতো আকৃতি দেয়া যায়। দোকানে গেলে কিংবা বিভিন্ন ক্রোকারীজ শপে বা বিভিন্ন জায়গায় এখন আর্টিফিশিয়াল ফুল গাছগুলো অনেক বেশি দেখা যায়। এরকম পাতাবাহার গাছগুলোও অনেক দেখা যায়। তাই ভাবলাম মাস্কিং টেপ দিয়ে আর্টিফিশিয়াল পাতাবাহার তৈরি করার চেষ্টা করা যাক। সেই চেষ্টা অনুযায়ী গতকাল রাতে বসে এটা তৈরি করেছিলাম। আর ভাবলাম আজকে সকাল সকাল আপনাদের মাঝে এই ডাই প্রজেক্টটা শেয়ার করে ফেলি।

উপকরণসমূহ

  • ক্লে
  • চিকন তার
  • মাস্কিং টেপ
  • মাটির কাপ
  • পোস্টার রঙ
  • ককশিট
  • গ্লু
  • কাঁচি

20250223_192135.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে কিছুটা লম্বা করে কিছু তার কেটে নিলাম। তারপর মাস্কিং টেপের মাঝে বরাবর বসিয়ে এপিঠ ওপিঠ দুই পাশ ভাঁজ করে নিলাম।

20250223_192221.jpg20250223_192312.jpg

20250223_192340.jpg

দ্বিতীয় ধাপ

এভাবে এক এক করে প্রত্যেকটা তার ছোট বড় করে কেটে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি।

20250223_192509.jpg20250223_192936.jpg

20250223_194034.jpg

তৃতীয় ধাপ

তারপর এগুলোকে পাতার শেপ করে কেটে নিলাম। এক এক করে সবগুলোই কেটে নিয়েছি।

20250223_194126.jpg20250223_195103.jpg

চতুর্থ ধাপ

এইবার এই পাতাগুলোকে হলুদ, হালকা সবুজ এবং গাঢ় সবুজ সব রঙ মিলিয়ে রং করে নিলাম। দুই পাশেই রং করে নিয়েছি।

20250223_195845.jpg20250223_195900.jpg

20250223_195918.jpg

পঞ্চম ধাপ

এভাবে সবুজ এবং হালকা সবুজ করে কয়েকটা পাতা আলাদা আলাদাভাবে রং করলাম। রং করার পর এগুলো শুকানোর জন্য রেখে দিলাম।

20250223_200032.jpg

20250223_201913.jpg

ষষ্ঠ ধাপ

এখন ছোট এই কাপের মাপ মতো ককশিট কেটে এর মাঝখানে বসিয়ে দিলাম। তারপর এই মাটির কাপটাতে সাদা রং করার পর লেভেন্ডার কালার করে নিলাম।

20250223_203124.jpg20250223_203506.jpg
20250223_203717.jpg20250223_203852.jpg

সপ্তম ধাপ

এইধাপে পাতাগুলোকে ককশিটের মাঝে বসিয়ে দিলাম।ছোট বড় মিলিয়ে সবগুলো বসিয়ে নিয়েছি। তারপর লম্বা একটা কাঠির মাঝে বেগুনি রং এর ক্লে দিয়ে ছোট ছোট ফুল তৈরি করে সেটা বসিয়ে দিলাম।

20250223_204257.jpg20250223_204309.jpg
20250223_205251.jpg20250223_205500.jpg

ফাইনাল আউটলুক

অবশেষে তৈরি করে ফেললাম আর্টিফিশিয়াল একটা ফুলের টব। যদিও ফুলের টব বলা যায় না, এটা কে পাতাবাহারের টব বলা যায়। আসলে আর্টিফিশিয়াল ভাবে কোন কিছুকে বাস্তবে রূপ দেয়ার সাধ্য হয়ত আমাদের নেই। তবে চেষ্টা তো করতে পারি। যাইহোক এটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে বেশ ভালো লাগলো।

20250223_205942.jpg

20250223_205814.jpg

20250223_205903.jpg

20250223_210023.jpg

20250223_210156.jpg

20250223_210132.jpg

20250223_210310.jpg

20250223_210319.jpg

20250223_210335.jpg

20250223_210328.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_20250224-102011_Chrome.jpg

Screenshot_20250224-101912_Chrome.jpg

নিজের তৈরি করা কোন কিছু যদি ঘর সাজানোর কাজে লাগে তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আপু আপনার হাতের কাজগুলো সবসময়ই অনেক সুন্দর হয়। দারুন হয়েছে।

কাগজ কেটে এবং ক্লে দিয়ে এত সুন্দর একটি পাতাবাহার গাছ নির্মাণ করেছেন থেকে খুব ভালো লাগছে। আপনার হাতের কাজ কিন্তু অসাধারণ। আপনার বানানো এই পাতাবাহার কাছ থেকে আপনার হাতের কাজের দক্ষতা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। ছোট্ট কাপে যেভাবে টব তৈরি করে গাছটিকে বসিয়ে ছবি তুলেছেন তা অসাধারণ হয়েছে।

আমাদের কমিউনিটি মানেই দারুন চিন্তাভাবনার বহিঃপ্রকাশ। যেটা প্রতিনিয়ত দেখতে পাই। আর্টিফিশিয়াল পাতাবাহার তৈরি অসম্ভব সুন্দর ছিল। এই ধরনের কর্মদক্ষতাকে সবসময় সাধুবাদ জানাই। অনেক সুন্দর হয়েছে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

দেখে মনে হচ্ছিল যেন সত্যিকারের পাতাবাহারের গাছ। বেশ ভালো লাগলো আপনার আজকের ডাই প্রজেক্ট দেখে। পাতাগুলো খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন আপু। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটা পাতাবাহারের গাছ তৈরি করে শেয়ার করার জন্য।

কাগজ কেটে এবং ক্লে দিয়ে অনেক সুন্দর করে আর্টিফিসিয়াল পাতাবাহার গাছ তৈরি করেছেন। গাছটি দেখে মনে হচ্ছে এ যেন সত্যিকারের পাতাবাহার গাছ। পাতাবাহার গাছ তৈরির সবগুলো ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

ওয়াও আজকে আপনি চমৎকার একটি আর্টিফিশিয়াল পাতাবাহার তৈরি করেছেন। আপনার আর্ট এর হাত অনেক ভালো। আপনার আর্ট এর প্রশংসা না করে থাকতে পারলাম না আপু। আপনি অনেক সুন্দর করে পাতাবাহার তৈরি করেছেন। কাগজ কেটে চমৎকার একটি আর্ট তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

আর্টিফিশিয়াল পাতাবাহার তৈরি অসাধারণ হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই পোস্টটি তৈরি করলেন। ধাপে ধাপে দেখতে পেয়ে ভালো লাগলো।