♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
অনুকবিতা হলো আমার এক প্রশান্তির উৎস। কারণ মাঝে মাঝে অনুকবিতা লেখার মাধ্যমে নিজের মনের মাঝে থাকা দুঃখ বা আবেগ অনুভূতি শেয়ার করতে পারি। কখনো বা আবার কল্পনাকে কবিতার মাঝে ঠাঁই দেয়া যায়।আজকের অনুকবিতাগুলোতে বেশিরভাগ কিছু অনুভূতি ব্যক্ত করার চেষ্টা করেছি।একেকটা অনুকবিতায় একেক রকম অনুভূতি ব্যক্ত করা হয়েছে। আর এই অনুভূতিগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারলে খুবই ভালো লাগে। ভিন্ন ভিন্ন অনুভূতিগুলো যখন কবিতায় প্রকাশ করা হয় তখন মনে হয় যেন মনের তৃপ্তি গঠিত হয়। যেমন ধরুন আজকের কবিতাগুলোতে থাকছে কিছু স্বার্থপরতা,কিছু অহমিকার কথা।আমরা আমাদের আশেপাশে লক্ষ্য করলেই এমন অনেক কিছুই দেখতে পাই।যেটাতে এখন অভ্যস্ত।তাই মানুষকে সুযোগ দিয়ে যাচাই করি। কিন্তু বিশেষ মুহূর্তেই আসল রূপ ধরে ফেলি।আর এজন্যই মানুষকে চিনতে একদম তাড়াহুড়া করি না।কারণ সাময়িকভাবে কেউই আসল রূপ দেখায় না।সবসময় তখন মুখোশের আড়ালে সব লুকিয়ে রাখে।
যাইহোক কথা না বাড়িয়ে আজকে ছোট ছোট অনুকবিতা গুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক।
(১)
সহজ দেখতে যতটা সহজ,নয়তো সেটা তত,
মানুষ দেখতে যতটা কোমল,ভেতরে পিষাচরত,
চেহারা দেখতে যতটা মায়াবী,নয়তো তত মায়া,
মুখোশের আড়ালে লুকায় সে নিজের হিংস্রতা।
(২)
এই ভুবন যেন কতটা আপন মনে হয়,
জীবন যেন রঙিন হলো নিমেষে,
দুঃখ যেন পালালো আপন মনে,
গোধুলী বেলায় হেসেছি দু নয়নে।
(৩)
ধনুকের তীরের মতই কথার আঘাত,
যাকে ফেরানো যায়না আপন নীড়ে,
যদি ফসকে যায় একবার কোনোমতে,
ভুগতে হবে ফল সারাজনম ধরে।
(৪)
আজ আমি আমাতেই বিদ্যমান,
নেই কেউ মন বোঝার মতন,
হারিয়ে গেল সব নিজের মত করে,
দেখা মেলে না কোনো দুঃখের সময়কালে।
(৫)
পৃথিবীতে আপনের অভাব, বড়ই অভাব,
সুখের সময়ে দেখা যায় আনাগোনা,
দুঃখের সময়ে পাইনা তাদের আভাস,
হয়ে যায় তখন সবাই নিরুদ্দেশ।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার অনু কবিতাগুলোর মাঝে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছেন। এটা ঠিক বলেছেন আপু আমাদের আশেপাশে এখন সবাই ভালো মানুষের মুখোশ পরে থাকে দেখে বোঝা যায় না কার ভিতরে কি স্বার্থ ও অমানুষতা লুকিয়ে আছে। যাইহোক আজ আপনার প্রতিটা অনু কবিতার দারুন হয়েছে। মনের অনুভূতি দিয়ে প্রতিটা কবিতার লাইন ফুটিয়ে তুলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু একদম ঠিক বলেছেন। মুখোশের আড়ালে কাউকে চেনা যায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা আজকের এই অনু কবিতা গুলো আমার কাছে তো পড়তে খুবই ভালো লেগেছে। আপনি প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখেন, যেগুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর অনুভূতি নিয়ে লিখেছেন আপনি প্রতিটা অনু কবিতা। এরকম সুন্দর অনু কবিতা গুলো পড়লে মনটাও ভালো হয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু,অনুকবিতাগুলো সবসময় পড়েন দেখে খুব ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপু আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছন্দমিল রেখে অনুকবিতা লিখতে খুবই ভালো লাগে আপু।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু, আপনার স্বরচিত অণুকবিতাগুলো পড়ে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি শব্দে যেন একটি নতুন অনুভূতি জেগে উঠছে, আর ছন্দের মাঝে হারিয়ে যাওয়া এক অন্যরকম মাধুর্য। আপনার কবিতাগুলোর রূপ এবং ভাবনা এক কথায় অসাধারণ।এত সুন্দর সুন্দর পাঁচটি অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে অনুকবিতা লিখতে গেলে মনের মাঝের আকুতি মিনতি তুলে ধরা যায়।এজন্যই ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম সুন্দর অনুভূতি নিয়ে কবিতা লেখা হলে, সেগুলো পড়তে অনেক ভালোলাগে আমার কাছে। আপনি খুব সুন্দর করে লিখেছেন প্রতিটা অনু কবিতা। এরকম টপিক নিয়ে অনু কবিতা লেখা হলে দারুন লাগে পড়তে। আমার কাছে 2 এবং 5 নাম্বার অনু কবিতা সব থেকে বেশি ভালো লেগেছে পড়তে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগলো আমার অনুকবিতা গুলো পড়ছেন দেখে এবং আপনার কাছে যে আমার দুটো কবিতা ভালো লেগেছে এটা দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা যেন নিজের সাথে রিলেট করতে পারলাম। সত্যি আজ আমি শুধুমাত্র আমার মতো। আমাকে বোঝার মতো মানুষ নেই কেউ হা হা। এটাই একেবারে বাস্তব। অনু কবিতা গুলো বেশ সুন্দর ছিল আপু। দারুণ লিখেছেন আপনি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটা মানুষকে তাড়াতাড়ি খুজে নিন তাহলে নিশ্চয়ই বুঝবে হাহাহা। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনু কবিতা আমার কাছে সব সময় ভালো লাগে। আর আমিও প্রতি সপ্তাহে একটি করে অনু কবিতা শেয়ার করে থাকি। ধন্যবাদ সুন্দর কিছু অনু কবিতা সবার সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit