♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
সেদিন সন্ধ্যাবেলা চা খাওয়ার পর আমরা সুগন্ধা পয়েন্টে হাটাহাটি করলাম। তারপর চলে গেলাম কেনাকাটা করার জন্য। হাঁটতে হাঁটতেই অনেক কিছুই দেখছিলাম আর যা পছন্দ হচ্ছিল তা নিয়েছিলাম। যদিও ছোটখাটো জিনিস তেমন কিছুই নেয়া হয়নি। তারপর আমরা সবাই চলে গেলাম শুটকির এরিয়াতে।সেখানে গিয়ে দেখলাম অনেক রকমের শুটকি। শুটকি খেতে যারা পছন্দ করে তারা সেখানে গেলেই ফিদা হয়ে যাবে। যদিও আমরা সেখান থেকে কিনি নাই। কারণ শুধুমাত্র প্রাইজ গুলো দেখছিলাম। আমরা সব সময় শুটকি বড় বাজার থেকে নিয়ে থাকি।
আসলে শুটকি খেতে আমরা বরাবরই পছন্দ করি। এটা খাওয়ার মজাই আলাদা। যারা খেয়েছে তারাই সব সময় বুঝে। তাই আমরা বিভিন্ন রকমের শুটকি সেখান থেকে দেখে নিলাম। বড় বাজার থেকে কেনা যাবে এজন্য। মূলত প্রত্যেকবারই বড় বাজার থেকে শুটকি নেয়া হয়ে থাকে লইট্টা অথবা ছুরি শুটকি। কিন্তু এবার ভিন্ন রকম শুটকি নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। যাই হোক এখান থেকে চলে গেলাম অন্য একটা পরিচিত দোকানে। সেখানে আমাদের সেই পরিচিত ভাইয়ার ছোট ভাইয়ের দোকান আছে। ওখান থেকে আমরা আচার চকলেট থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র নিয়ে থাকি।
যেহেতু পরবর্তী দিন আমরা অন্যান্য জায়গায় ঘুরতে যাব তাই ভাবলাম আগের দিন কেনাকাটা করে রাখি। এদিকে আমার হাজব্যন্ডের ফ্রেন্ড তারাও বেশ অনেক কেনাকাটা করেছে। যদিও আমরা তেমন বেশি কিছু কেনাকাটা করিনি। কারণ আমরা তো অনেকবার এসেছি তাই টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম। আমার শাশুড়ি, ননদ এবং ছোট ভাই বোনের জন্য আমি চার ধরনের আচারের চারটা প্যাকেট নিয়েছিলাম। আর এক প্যাক চকলেট নিয়েছিলাম। যদিও ওর চকলেট গুলো আমার কাছে বেশ ভালো লাগে। নিভৃতকেও খাওয়ানো যাবে যেহেতু এগুলোতে চিনি অথবা চকলেটের পরিমাণ খুব বেশি নেই। শুধুমাত্র ওটসের পরিমাণ বেশি। এজন্য এক প্যাকেট নিয়েছিলাম।
আচার থেকে চকলেটের দাম একটু বেশিই রাখে। যাইহোক তার পাশাপাশি আমি একটা বালাচাও নিয়েছিলাম। সেটা খেতে অসম্ভব মজার ছিল। বাড়িতে এসে খেয়ে বুঝেছিলাম।এদিকে ভাইয়া ভাবী প্রথমবার যাওয়ায় তারা অনেক কেনাকাটা করেছে। আত্মীয়-স্বজন সবাইকে দিতে হবে এজন্য তারা ব্যাগ ভর্তি করে অনেক আচার চকলেট নিয়েছিল। এদিকে নিভৃত দোকানে বসে কান্নাকাটি করছিল। তাই সেদিন প্রথম বারের মতো তাকে একটা আচার খাওয়ালাম। আচারটা সত্যিই খুব মজার ছিল। আমি প্রথমে কিছুটা খেয়ে ফেলেছিলাম। তারপর তাকে দিলাম খাওয়ার জন্য। সে বেশ মজা করে সেখানে আচার খাচ্ছিলো আর সময় কাটাচ্ছিলো আর বিরক্ত করেনি।
এদিকে আচার চকলেট কেনাকাটা করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। তারপর আমরা এখান থেকে কেনাকাটা করে ব্যাগ কিনে সব কিছু একসাথে নিয়েই আবার বাসায় চলে গেলাম এবং রাতের খাওয়া দাওয়া সেরে সবাই রেস্ট নিয়েছিলাম। এই ছিল সেদিনকার মুহূর্তগুলো।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুশ টাস্ক এর সাথে সাথে Super Walk এর টাস্কও শেয়ার করার অনুরোধ করা হলো। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেড়াতে যাওয়া মানেই ছোট খাটো কিছু না কিছু কেনা কাটা হয়েই যায়৷ আর সমুদ্রের ধারে মানে তো বেশ ভালোই কেনাকাটা করা যায়। আপনিও টুকিটাকি খাবার দাবার কিনেছেন দেখছি৷ সাথে মার্কেটেও চমৎকার সময় কাটিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু সেখানে গিয়ে ভালোই সময় কাটিয়েছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কক্সবাজারের আচারগুলো সত্যিই খুব সুন্দর খেতে হয়। আমিও বাড়ির জন্য অনেকগুলি নিয়ে এসেছিলাম। এই দোকানগুলো দেখে আমার ট্যুরের কথা মনে পড়ে গেল। আপনি খুব সুন্দর করে সমস্ত ছবি সমেত সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে পোস্টটি সাজালেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কক্সবাজার গেলে সবাই শুটকি, চকলেট এবং আচার এগুলো নিয়ে আসে। আপনাদের ঘুরাঘুরি এবং কেনাকাটা দেখে ভালো লাগলো। খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। আপনারা অনেক কিছু কেনাকাটা করেছেন। ঝিনুকের এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। যাইহোক সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit