ভ্রমণ-:ডিসি পার্কে ফুলের রাজ্যে ভ্রমণ করার মুহূর্ত।

in hive-129948 •  4 days ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250227_225753.jpg

আপনাদের সাথে গত সপ্তাহে ডিসি পার্কে ঘোরাঘুরি করার দ্বিতীয় পর্ব শেয়ার করেছিলাম। যেখানে এক পাশের বাকি মুহূর্তগুলো শেষ করেছিলাম। তবে আজকে শেয়ার করব ফুলের অংশে গিয়ে সেখানে মুহূর্তগুলো কাটানো এবং ফটোগ্রাফি গুলো।ডিসি পার্ক মানেই তো হল ফুলের মেলা। যেখানে বিভিন্ন রকম ফুলের ডেকোরেশন করে সাজানো থেকে শুরু করে অনেক অনেক ফুল গাছ লাগানো হয়েছে। আর আজকের পর্বে আমি আপনাদের মাঝে সেই ফুল গাছের বিভিন্ন ডেকোরেশন গুলো শেয়ার করতে যাচ্ছি।

IMG-20250119-WA0113.jpgIMG-20250119-WA0157.jpg
IMG-20250119-WA0159.jpgIMG-20250119-WA0111.jpg

হাঁটতে হাঁটতে যখন ফুলের এরিয়ার দিকে গেলাম তখন ডান পাশে দেখলাম বই উৎসবের কয়েকটা স্টল রয়েছে। আর তার পাশেই আবার কনসার্টের একটা জায়গা রয়েছে। সেখানে খুব ধুমধাম করে গান চলছে। যদিও গানের কোন আগা মাথাই বুঝি নাই। কারণ সেখানে প্রায় জাপানি কিছু লোকজন ব্যান্ড বাজাচ্ছিল। তার পাশাপাশি কি কি যেন গাইছিল কোন কিছুই মাথায় ঢুকে নাই, হাহাহা।সেখানে দাঁড়িয়ে দূর থেকে কিছু ফটোগ্রাফি করে নিলাম। পাশেই ছিল একটা বড় আকারের বিশাল পুকুর। তার আশেপাশে গাছগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুল দিয়ে।

IMG-20250119-WA0115.jpgIMG-20250119-WA0184.jpg

IMG-20250119-WA0171.jpg

যাইহোক এবার বাম পাশের ফুলের ডেকোরেশন দেখার পালা। ছবিগুলোতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পুরো জায়গাটা ডেকোরেট করেছে। কিছু কিছু ফুল এক জায়গায় লাগানো হয়েছে। কিছু ফুল টবে লাগানো হয়েছে।কিছু ফুল ডেকোরেট করা হয়েছে বড় বড় সাইজের কিছু লোহার টবের মত জায়গায়।যেগুলো এক শারিতে লাগানো আছে। একেকটা জাতের ফুল আলাদা আলাদা করে সারিবদ্ধ ভাবে লাগানো হয়েছে। দেখতেই আলাদা রকম সুন্দর লাগছিল।

IMG-20250119-WA0182.jpgIMG-20250119-WA0116.jpg
IMG-20250119-WA0173.jpgIMG-20250119-WA0203.jpg

এখানে আবার দেখা যাচ্ছে বড় একটা টবের মত বালতি থেকে অনেকগুলো ফুল নিচের দিকে ছড়িয়ে আছে। যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এটার আলাদা করে ফটোগ্রাফি করে নিয়েছি। তারপর পাতাকপির মত ভিন্ন রকমের কিছু ফুল দেখেছি। যেগুলো আসলে ফুল বলবো কিনা পাতা বলবো নিজেই কনফিউশনে আছি। যাই হোক অনেক সুন্দর করে এটা শারিবদ্ধ ভাবে লাগানো আছে। তবে কয়েক জাতের এবং রঙের গাছগুলো ছিল সেখানে। এত এত রঙের ফুল সেখানে ছিল যে আসলে কোনটার নাম কি সেটাই জানা মুশকিল হয়ে গিয়েছিল।

IMG-20250119-WA0119.jpgIMG-20250119-WA0163.jpg
IMG-20250119-WA0238.jpgIMG-20250119-WA0237.jpg

এখানে কিছু অংশের ফটোগ্রাফি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে এত ফটোগ্রাফি যে পুরো এরিয়াটাই ছিল ফুলে ফুলে ভরপুর। বিভিন্ন রকম ডিজাইনে ডেকোরেশন করা হয়েছে। তাই ভাবলাম আজকে কিছু ফটোগ্রাফি শেয়ার করে আপনাদের এরিয়াটা দেখাই। বাকি অন্য দিন অন্যান্য ফটোগ্রাফি গুলো শেয়ার করব। আশা করি আমার আজকের এই পোস্টটা আপনাদের ভালো লাগবে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

পোস্টের বিবরণ

ধরনজেনারেল রাইটিং
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_20250227-213335_Chrome.jpg

Screenshot_20250227-213207_Chrome.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছেন দেখতে খুবই ভালো লাগছে। আপনার মত আমিও কনফিউজড হয়ে গেছি আপনার লাস্টের ফটোগ্রাফি দেখে। চলে এই ফুলগুলো পাতা কপির মত দেখতে জানিনা ফুলের নামগুলো কি। কোথাও ঘুরতে গিয়ে এমন ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জি ভাইয়া,সেখানে গিয়ে অদ্ভুত অনুভূতি হয়েছিল।সব নতুন নতুন দেখেছিলাম।ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

This is the kind of content we want to see on #steem-atlas, I would like to invite you to participate in the project, here is the link with a couple of posts that can guide you on how to participate. Have a nice day!

সবার পোষ্টে ডিসি পার্ক দেখে তো আমারও যেতে ইচ্ছে করছে। যদিও এখন হয়তো ফ্লাওয়ার ফেস্ট নেই। আপনার শেয়ার করা আগের পর্বগুলোও দেখা হয়েছে। আজকের টা দেখেও ভালো লাগলো। আসলেই এগুলো পাতা নাকি ফুল সেটা বোঝাই যাচ্ছে না। মনে হচ্ছে সাকুলেন্ট জাতীয় কোন উদ্ভিদ হবে। ফটোগ্রাফি গুলো দেখে ভালই লাগলো। বাকি পর্বগুলো দেখার অপেক্ষায় রইলাম।

হতে পারে আপু। কারণ এগুলো দেখে আসলে কোন কিছুই বোঝা যাচ্ছে না। অনেকটা পাতাকপির মতোই দেখতে লাগছিল। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

ডিসি পার্ক প্রতি বছর ফুল দিয়ে সজ্জিত করা হয়,দেখতে ভালই লাগে।আর টুরিস্ট প্লেস হিসেবে ডিসি পার্ক পারফেক্ট একটি জায়গা । যদিও এবার যাওয়ার চিন্তাভাবনা ছিল কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। যাই হোক পুরনো স্মৃতি মনে পড়ে গেল ধন্যবাদ।

একদম ঠিক বলেছ।এবার যেতে পারলে ভালো লাগতো।

এই ডিসি পার্ক সবসময়ই ফটোগ্রাফির মাধ্যমে দেখা হয়েছে৷ তবে কখনো যাওয়ার সুযোগ হয়নি৷ আজকে আপনার কাছ থেকে এত সুন্দর একটি ভ্রমণের মুহুর্ত দেখে খুব ভালো লাগলো ৷ এখানে আপনি খুব সুন্দর সময় পার করেছেন৷ সবকিছু আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যা দেখে খুব ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

ডিসি পার্ক টা আসলেই বেশ সুন্দর। এবারও ভিন্ন রকম করে সাজিয়েছে। যাই হোক মন্তব্য করার জন্য ধন্যবাদ।