জলরঙে আঁকা ফুল। ১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য।

in hive-129948 •  3 years ago 

আসসালামুআলাইকুম

আমার প্রিয় বন্ধুগণকে আমার পক্ষ থেকে অনেক আন্তরিকতা ও ভালোবাসা জানাই।

আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুটা অসুস্থতার কারণে কয়েকদিন ধরেই এই ব্লগে পোস্ট করতে পারি নি। তাই আজ সুস্থতা অনুভব করে আমি আজকের একটি পোস্টে আমার কাজ দেখাতে চলে এলাম।

আজকের পোস্টে আমি আমার করা একটি আর্ট শেয়ার করব। এই আর্ট হলো কিছুটা ভিন্ন। এখানে আমি কিছু ফুলের ছবি একেছি। ফুলগুলো ডালের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। সবুজ পাতার ভিড়ে গোলাপি রঙের ফুল অংকন নিয়ে চলে এলাম।

Image_1634836792.jpg

আমি এই আর্ট করার জন্য যেসব জিনিস ব্যবহার করেছি তা নিম্নে উল্লেখ করে তারপর ধাপে ধাপে আমার অংকন তুলে ধরলাম।

  • ড্রয়িং খাতা
  • জলরং (লাল, সাদা, সবুজ, বাদামী)
  • তুলি
  • পানি

Image_1634877861.jpg

প্রথম ধাপ

প্রথমত আমি জলরং আর তুলি নিলাম। এরপরে আমি গোলাপি রঙ তৈরি করব। এজন্য আমি সাদা আর লাল রঙ নিলাম। সমপরিমাণ করে নিয়ে একসাথে মিশিয়ে নিলাম। আর রঙ আরেকটু পাতলা করার জন্য ২ ফোটা পানি দিলাম।

পাশেই নিয়ে নিলাম সাদা, সবুজ আর বাদামী রঙ।
photoart.collagemaker.picgrid.edit.photoframe_202110220757512.png

দ্বিতীয় ধাপ

এরপরে আমি খাতার মধ্যে রঙের কাজ শুরু করব। এজন্য প্রথমে তুলিতে গোলাপি রঙ লাগিয়ে নিলাম। পুরো তুলতেই রঙ লাগিয়ে নিলাম।

Image_1634831654.jpg

তৃতীয় ধাপ

গোলাপি রঙ লাগানোর পর তুলির সামনের অংশে অল্প একটু সাদা রঙ নিলাম।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_2021102123231278.png

চতুর্থ ধাপ

রঙ লাগানোর পর তুলির সাহায্যে খাতায় একটি পাপড়ি একে নিলাম। এক্ষেত্রে তুলির চিকন দিক থেকে মোটা দিকে টেনে নিয়ে এলাম। এভাবে একটি একটি করে কয়েকটি পাপড়ি পাশাপাশি একে একটি ফুল তৈরি করলাম।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211021232749229.png

এইভাবে সবগুলো ফুল একে নিয়েছি। ছোট ছোট কিছু ফুলের কলি একে নিয়েছি।

পঞ্চম ধাপ

এবারে আমি আরেকটি তুলি নিলাম, এরমধ্যে বাদামী রঙ নিলাম, এটির সাহায্যে ফুলের ডালটি আকলাম। এজন্য আমি চিকন, মোটা ২ ভাবেই অংকন করলাম। ফুলের নিচ থেকে ডাল পর্যন্ত দাগ টেনে নিলাম।

এইভাবে পুরো ডাল খুব সাবধানে একে নিলাম।

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211021233148429.png

ষষ্ঠ ধাপ

সবুজ রঙ লাগিয়ে নিলাম,এরপরে ফুলের পাতাগুলো একে নিয়েছি। প্রথমত আমি ফুলের বোটা থেকে নিচের দিকের অংশ গুলোতে সবুজ রঙ করলাম।

Image_1634836623.jpg

এরপরে পাশে কিছু ছোট ছোট পাতা একে দিলাম। পাতাগুলো সম্পূর্ণ সবুজ আর বাকি যে ডালপালা আকলাম, সেগুলো করার ক্ষেত্রে আমি বাদামী রঙ ব্যবহার করেছি।

এইভাবে আমি বাকি পাতাগুলো একে নিয়েছি। সাথে পুরো কাজটা শেষ করেছি।

Image_1634836633.jpg

photoart.collagemaker.picgrid.edit.photoframe_20211021233332222.png

এইতো একে নিয়েছি খুব সহজেই ফুলের ছবি। বলে রাখি, এটি হচ্ছে আমার প্রথম জলরঙের আর্ট, যেটিতে আমি সম্পূর্ণভাবে জলরং ব্যবহার করে এঁকেছি।

Image_1634836746.jpg

Image_1634836712.jpg

Image_1634836825.jpg

আমার নিজের করা আর্ট এর সাথে একটি সেলফি দিলাম।

Image_1634839916.jpg

সবার মতামতের অপেক্ষায় রইলাম , আমার আঁকা এই ফুলের ছবিটি কেমন হয়েছে জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।

ফটোগ্রাফার@bristy1
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম
লোকেশনhttps://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসম্ভব সুন্দর একটি ছবি এঁকেছেন। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ জল রং দিয়ে ছবি আঁকা খুবই কঠিন। আপনি সেই কঠিন কাজ সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

অনেক ধন্যবাদ আপনাকে

আপু আপনার জলরঙে আঁকা ফুলটি খুব সুন্দর হয়েছে। আমি এর আগে বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম। কিন্তু ভালো করতে পারিনি। আপনার আজকের আঁকার প্রতিটি ধাপ দেখে আমি আবার উৎসাহিত হলাম পরবর্তীতে আমি আবার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট করার জন্য।

অনেক ধন্যবাদ আপু। আমি এটি প্রথম বার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে।

সত্যি আপু একটা কথা বলতে হয় জল রং দিয়ে আপনি এত সুন্দর ফুল অংকন করেছেন।। নিজের দক্ষতা খাটিয়া আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপু

প্রশংসনীয় কথা শুনে ভালোই লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে

খুবই সুন্দর একটি ফুল ড্রয়িং করেছেন, গোলাপি রঙের ফুলের সাথে সবুজপাতা খুব সুন্দর দেখাচ্ছে।জল রং দিয়ে আপনি ড্রয়িং করেছেন খুব দক্ষতা এবং ধৈর্য সহকারে দেখেই বোঝা যাচ্ছে। আপু আপনার এত সুন্দর ড্রয়িং টি আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল

অনেক ধন্যবাদ আপনাকে

আপনি জল রং দিয়ে খুবই সুন্দর করে ফুলের চিত্র টি অঙ্কন করেছেন সবুজ পাতার মধ্যে লাল ফুল গুলো দেখতে অসাধারণ লাগছে আপনার জন্য শুভকামনা থাকলো

অনেক ধন্যবাদ আপনাকে

বাহ আপু জল রঙে ভরা অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন। সত্যি অনেক ভালো লাগলো আমার কাছে। আপনার প্রতিভার জন্য প্রশংসা করতেই হয়। ধৈর্য ও কষ্টের সাথে অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার প্রশংসা পেয়ে সত্যিই ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে

আপনার আঁকা ছবিটি খুবিই সুন্দর লাগছে।এই ধরনের ছবি আরো দেখতে চাই।শুভকামনা রইল আপু।

ইনশাআল্লাহ, চেষ্টা করব আরও কিছু অংকন নিয়ে আসার

আপু আমি আপনার জল রং এর কাজের ভক্ত বলা চলে। আমার যে আপনার জল রং এর কাজ কতোটা ভালো লাগে তা বলে বোঝাতে পারবোনা। অনেক অসাধারণ করেন আপনি এই কাজ।
আমার ও করতে ইচ্ছা করছে অনেক।

জলরঙের কাজ করার ইচ্ছে অনেক আগে থেকেই, কিন্তু করা হয়ে উঠে নি। কিন্ত এখন থেকে আমি জলরঙের কাজ করব ইনশাআল্লাহ।

আমার ও ইচ্ছা আছে।
মাঝে অনেক করেছি ও। কিন্তু সমস্যা হচ্ছে প্রায় দুই তিন বছর জল রঙ এ হাত ই দিইনি। তাই জন্য ঠিক সাহস করতে পারছিনা আমি।

সাহস এর জন্য নয় আপু,আপনি যখন এটি করতে বসবেন তখন আপনার খুব ভালোই লাগবে কাজ করতে

হ্যা আপু, চেষ্টা করবো অবশ্যই আমি।
ধন্যবাদ এতোটা সুন্দর ভাবে বলার জন্য। তাহলে মনে একটা ইচ্ছা জাগে, ভালো লাগে।

আপু কি বলে যে প্রসংশা করবো সেটাই বুঝতে পারতেছি না। সত্যিই অসাধারণ হয়ছে আপনার আঁকা ছবিটি। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি। শুভকামনা রইল আপনার জন্য

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

ওয়াও আপু আপনার জলরঙে আঁকা ছবিটি অসাধারণ হয়েছে। জল রং দিয়ে এত নিখুত ভাবে ছবি আঁকা আসলেই অনেক কষ্টকর। আপনি অনেক সুন্দর ভাবে ফুলগুলো এঁকেছেন। দেখে মনে হচ্ছে আসল ফুল। কালারটা অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

ভালো লাগলো আপনার কথাগুলো । আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপু অনেক সুন্দর হয়েছে জল রঙ দিয়ে আকা ফুলের গাছটা। জল রঙের ব্যবহারটা খুব নিখুদ ভাবে করেছেন। ধাপগুলো খুবই সুন্দর হয়েছে। শুভ কামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেয়ার জন্য

জল রং এর চিত্রটি দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আমিও এবার থেকে চিত্র অংকন করলে জল রং ব্যবহার করব। তাই আপনাকে জানাই অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ আপনাকে। আর শুভকামনা রইল

খুব সুন্দর একখান ফুলের গাছের ছবি এঁকেছেন। ভালোই লাগলো আপনার ড্রয়িং করা ছবিটি।আপু ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপনাকে

আপু আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন দেখছি। সাদা কাগজের ওপর গোলাপী রঙের পাথর গুলো সুন্দর ফুটে উঠেছে। সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ভাইয়া এগুলো তো পাথর না,ফুল।

জল রং এর অঙ্কন সব সময় ভালো লাগে।সুন্দর একটা আট` করছেন আপু আপনার জন্য শুভ কামনা রইলো ♥️

ধন্যবাদ ভাইয়া

জলরং দিয়ে অংকন সবাই করতে পারে না।আপনি খুব দক্ষতার ছবিটি অংকন করেছেন।কিভাবে একটি ছবি অংকন করতে হয় তা ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন।
শুভকামনা রইলো আপনার জন্য

অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার জল রং দিয়ে আঁকা ফুলটি খুব সুন্দর হয়েছে। আপনার আঁকা ফুলটি আমার খুব ভালো লাগলো। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

অনেক ধন্যবাদ আপনাকে

আপু আপনারা জল রঙের ফুলটি দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি খুবই সুন্দর ভাবে এটি অঙ্কন করেছেন। আর খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এর থেকে আমি এ ফুলটি আঁকানো শিখে গেছি। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

আপনার করা আর্ট দেখতে খুব সুন্দর হয়েছে। আপনার তুলির হাতটা খুব অসাধারণ। আমার মনে হয় আপনি বিদেশ থেকে ডিপ্লোমা করেছেন আর্ট এর উপর। সব মিলিয়ে অসাধারণ

না আপু,বিদেশ যাওয়া লাগে নি। চট্টগ্রাম গেলেই শিখে নিতে পারবেন। 😁

বাহ কি দারুন ভাবে আর্ট করেছেন আপু। আমি তো পররথমে দেখে ভাবছিলাম অরিজিনাল গাছ। সবুজ পাতা সাথে লাল রঙের পাতা। দেখে সত্যিই অবাক হলাম। সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে।

খুবই সুন্দর হয়েছে আপনার আকা ফুল গাছটি আপু। জল রঙ দিয়ে দারুন অংকন করতে পারেন তো আপনি। অনেক শুভকামনা রইল।