NFT-এর জন্য আর্ট নির্মাণ প্রতিযোগিতা -ক্রাইপটোভিক্টরী কার্টুন আর্ট।১০% লাজুক-শিয়াল এর জন্য।

in hive-129948 •  3 years ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি৷

আজকে আমি আপনাদের সাথে NFT আর্ট শেয়ার করব। আর এটি মূলত আমাদের প্রিয় দাদা @rme এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই এই আর্ট করলাম।আমি প্রথমবারের মতই এই আর্ট করেছি।প্রথমবারের মত হলেও এই কাজ করতে আমার বেশ আনন্দ হয়েছিল।দাদার ঘোষিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কারণে আমি অনেক খুশি।এটি হলো cryptovictory cartoon nft আর্ট, যা পোস্টার রঙ দিয়ে করেছি।আর সর্বশেষ মোবাইল দিয়ে স্ক্যান করে আউটপুট নিলাম।
Scanned_1643562870185.jpg

🖌️প্রয়োজনীয় উপকরণ 🖌️

ড্রয়িং খাতা

পোস্টার রঙ

পেন্সিল

তুলি

IMG_20220131_184127.jpg

প্রথম ধাপ

প্রথমে আমি কলমের সাহায্যে এটির গঠন অঙ্কন করে নিলাম।

IMG_20220130_202814.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে আমি সাদা,লাল আর হলুদ রঙ মিশিয়ে স্কিন কালার তৈরি করে নিয়েছি। এই রং দিয়ে আমি মেয়েটির মুখের অংশ রং করে নিলাম।চোখ বাকি রেখে মুখের বাকি অংশ রঙ করে নিয়েছি।

IMG_20220130_203325.jpg

IMG_20220130_203443.jpgIMG_20220130_203548.jpg

তৃতীয় ধাপ

এরপরে আমি এর হাত আর গলার অংশেও স্কিন কালার দিয়ে পেইন্ট করে নিলাম। এরমাঝে আমি স্কিন কালারের মধ্যে হালকা লাল রঙ মিশিয়ে মুখের উপরের অংশে এবং হাতের আঙুলের ভাজে রঙ করে নিয়েছি।

IMG_20220130_203659.jpgIMG_20220130_203818.jpg

চতুর্থ ধাপ

এরপরে আমি লাল আর সাদা রঙ মিশিয়ে নিলাম।এরপরে আমি মেয়েটির জামার অংশ রঙ করা শুরু করলাম।জামার যে অংশ ছিল সেখানে এই রঙ করার সাথে সাথে আমি এই রঙের সাথে আরও একটু সাদা মিশিয়ে বিভিন্ন অংশে রঙ করে নিলাম।

IMG_20220130_204333.jpgIMG_20220130_204525.jpg

IMG_20220131_182053.jpg

পঞ্চম ধাপ

তারপরে আমি নিলাম কালো রঙ আর খয়েরি রঙের মিশ্রিত রঙ। এই রঙ দিয়ে আমি চুলের অংশ রঙ করব। প্রথমত আমি মাথার উপরের দিকের অংশ রঙ করা শুরু করলাম। ধীরে ধীরে আমি একে নেয়া চুলের পুরো অংশে এই মিশ্রিত রঙ করে নিয়েছি।

IMG_20220130_205126.jpgIMG_20220130_205207.jpg
IMG_20220130_210031.jpgIMG_20220130_210634.jpg

ষষ্ঠ ধাপ

তারপরে আমি চোখের অংশে রঙ করব। এজন্য আমি পূর্বের মিশ্রিত সাদা আর লাল রঙের সাথে আরেকটু লাল রঙ নিলাম। এরপরে চোখের মণির অংশ রঙ করলাম। তার একপাশে সাদা রঙ দিয়ে ২চোখের অংশে একফোটা করে রঙ করে নিলাম।

IMG_20220130_210958.jpg


এভাবে আমি এই অংকনটি শেষ করে নিলাম। আমার আজকের এই প্রথম NFT অঙ্কন, শুধুমাত্র দাদার অনুপ্রেরণায়।আর আজকের এই আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম।কেমন লাগলো আপনারা মতামতের মাধ্যমে জানাবেন।

IMG_20220130_212230.jpg

IMG_20220130_212226.jpg

আমি মোবাইলে এই ছবি স্ক্যান করে নেয়ার পর।

Scanned_1643562870185.jpg

আমার ট্রন ওয়ালেট এড্রেস

Trx Address :THDUjVc2By2jbcDXuNWeHozgg7Ke2DaJ3N
Screenshot_20220131-182318_Chrome.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  • NFT প্রতিযোগিতার জন্য খুবই সুন্দর একটি আর্ট করেছেন । দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন দেখে আমি শিখতে পারি। আপনার জন্য রইল শুভকামনা।

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

আমার কাছে নতুন হলেও, আপনার অংকনে আমার আকর্ষণ ছিল।সুন্দর।

ধন্যবাদ ভাইয়া।

আসবেন।

আপনার ক্রাইপটোভিক্টরী কার্টুন আর্ট খুবই দুর্দান্ত হয়েছে। দাদার প্রতিযোগিতার যে আর্টিস্ট গুলো করা হচ্ছে তা আমার কাছে খুব ভালো লাগছে। তারমধ্যে আপনার টি অন্যতম। এই আর্টিস্ট গুলো দেখতে খুবই অদ্ভুত মনে হয় আমার কাছে। আপনি খুব সুন্দর করে দক্ষতা সহকারে আর্টিস্টি সম্পন্ন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

দাদার এই প্রতিযোগিতার পোস্ট টা দেখেছিলাম।বেশ ইউনিক এবং পুরষ্কার টাও ছিল চমকে দেওয়ার মতো।

ক্রাইপটোভিক্টরী এই নামটা প্রথম শুনলাম। যাইহোক কার্টুন এর আর্টটা ভালো হয়েছে। খুবই সুন্দর একেছেন এবং উপস্থাপন করেছেন।

ধন্যবাদ ভাইয়া, মতামত ভাগ করে নেয়ার জন্য।

আপু আপনার আজকের ক্রাইপটোভিক্টরী কার্টুন আর্টটি অসাধারণ ছিল, থিমটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। প্রতিটা ধাপে খুব সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া।

বাহ আপু কি সুন্দর আর্ট করেছেন। আর্ট এর নাম টা এই প্রথম শুনলাম। এমন আর্ট আগে দেখেছি। তবে নাম জানতাম না। আপনার মাধ্যমে তাও জানতে পারলাম। অনেক সুন্দর ভাবে রঙ করেছেন। ধন্যবাদ আপু এমন একটি আর্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া,সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনি NFT-এর জন্য আর্ট নির্মাণ প্রতিযোগিতা -ক্রাইপটোভিক্টরী কার্টুন আর্ট করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম আপনি প্রশংসার দাবিদার নিখুঁত ভাবে পুরো কাজ সম্পুর্ন করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল

অনেক ধন্যবাদ আপনাকে।

কিছু বলার নেই সেরা। দেখেই চোখ জুড়িয়ে গেলো। খুব ভালো কিছু লিস্টের ভিতর আপনার ছবিটা থাকবে সত্যি। এই ভাবেই এগিয়ে যান আপু দোয়া রইল।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার মন্তব্য দেখে খুবই ভালো লাগলো।

কিছু সময়ের জন্য চোখটা ধাঁধিয়ে গেলো। বাহ কি চমৎকার অংকন। আসলেই আমার অনেক ভালো লেগেছে।

অনেক ধন্যবাদ ভাইয়া।