কাঁচাআম আর দুধের তৈরি মজাদার শরবতের রেসিপি। ১০% লাজুক-শিয়াল এর জন্য।

in hive-129948 •  3 years ago 

♥️আসসালামুআলাইকুম♥️

আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।সবার সুস্থতা কামনা করে আজকের এই পোস্ট শুরু করলাম।

CollageMaker_202241319563193.jpg

সবাইকে আজকে আবারও একটি শরবতের রেসিপি দেখাবো বলে চলে এলাম।আজকের শরবত হলো কাচাআম আর দুধের তৈরি শরবত।এটি খুবই মজাদার একটি শরবত।খেতে অনেক ভালো লাগে।আজকে আমি ইফতারিতে এই মজাদার শরবত তৈরি করেছিলাম।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।যেই ভাবা সেই কাজ,তুলে নিলাম কিছু ছবি আর চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে।

কাচাআমের জুস তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

CollageMaker_2022413192240113.jpg

উপকরণ
পরিমাণ
কাচাআম৩টি
চিনি৩ টেবিল চামচ
কাচামরিচ২ টি
লবণআধা চা চামচ
দুধ পাউডার২ টেবিল চামচ
ঠান্ডা পানি৪ কাপ
বরফ৪/৫ টুকরো

প্রথম ধাপ

প্রথমত আমি আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম।

IMG_20220413_151045.jpg

দ্বিতীয় ধাপ

তারপরে সবগুলো উপকরণ নিয়ে নিলাম।

ব্লেন্ডারের জগে আমি স্লাইস করা আম,কাচামরিচ, লবণ, চিনি আর দুধ পাউডার দিয়ে দিলাম।

IMG_20220413_151143.jpgIMG_20220413_151208.jpg
IMG_20220413_192513.jpgIMG_20220413_151545.jpg

তৃতীয় ধাপ

এরপরে আমি ৪ কাপ ঠান্ডা পানি আর বরফের টুকরো দিয়ে দিলাম।

IMG_20220413_151646.jpgIMG_20220413_151753.jpg

এখন আমি সবকিছুকে একসাথে ব্লেন্ড করে নিলাম। আমি ২/৩ বার করে ব্লেন্ড করে নিয়েছি,যাতে সবকিছু ভালোভাবে ব্লেন্ড হয়।

IMG_20220413_152557.jpg

চতুর্থ ধাপ

এরপরে আমি এই শরবতকে ছেকে নিলাম এবং একটি গ্লাসে পরিবেশন করলাম।

একটি লেবুর স্লাইস এবং এক টুকরো আম কেটে গ্লাসে দিয়ে পরিবেশন করলাম।তৈরি হয়ে গেল কাচাআম আর দুধের তৈরি শরবত।

IMG_20220413_195212.jpg

IMG_20220413_195412.jpg

আশা করি এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে।কেমন লাগলো আমার আজকের এই রেসিপি তা মন্তব্য করে জানাবেন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাঁচা আমের শরবত খেয়েছি।কিন্তু কখনো দুধ দিয়ে খাওয়া হয় নি।তবে দেখে মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হবে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ আপু এভাবে অনেকেই খায়নি। কিন্তু খেতে খুব মজা লাগে ।আপনি তৈরি করে দেখতে পারেন।

কাঁচা আম ও দুধ দিয়ে অনেক মজার একটি শরবত রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা এই শরবত রেসিপি আমার কাছে ভাল লেগেছে। অনেক সুন্দর ভাবে শরবত তৈরির প্রসেস উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপু আপনার জন্য শুভকামনা রইল।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।আমার খুবই ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।

ওয়াও আপু দেখতে অনেক চমৎকার লাগছে। আপনার কাঁচা আম দেখে জিভে জল চলে এলো। কাঁচা আম ও দুধ দিয়ে আপনি মজাদার শরবত তৈরি করেছেন। আপনার কাছ থেকে আজ আমি নতুন একটি রেসিপি শিখে নিলাম
কাঁচা আম ও দুধ দিয়ে শরবত তৈরি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক মজাদার একটি শরবত এটি। কাঁচা আমের শরবত তৈরি করার ক্ষেত্রে দুধ দিলে আলাদা একটা ফ্লেভার আসে।

কাঁচাআম আর দুধের তৈরি মজাদার শরবতের রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। ইউনিক রেসিপি শেয়ার করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

খুবই ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।এভাবে তৈরী করে খেয়ে দেখতে পারেন ভাইয়া।

আমি কাঁচা আমের শরবত এর আগেও খেয়েছি, তবে সেটা নিজে তৈরি করে খাইনি বাহিরে খেয়েছিলাম। অনেক ভালো লেগেছে, কিন্তু আজকে আপনি কাঁচা আম দিয়ে যেভাবে শরবত তৈরি করেছেন এভাবে কখনোই খাওয়া হয়নি। আপনার রেসিপিটি অনেক ইউনিক ছিল। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

জি ভাইয়া কাঁচা আমের শরবত দুধ দিয়ে অথবা দুধ ছাড়াও তৈরি করা যায় ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

সত্যিই কি চমৎকার হয়েছে কাঁচা আম ও দুধ দিয়ে তৈরি শরবত কখনও খাইনি। আমার জীবনের প্রথম দেখলাম। আপনি অনেক সুন্দরভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন। আপনার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার মঙ্গল কামনা করি।

আমার খুবই ভালো লাগলো যে এই রেসিপিটা আপনার কাছে নতুন লেগেছে ।আপনি তৈরি করে খেতে পারবেন এভাবে।

কাঁচা আমের কথা ভাবতেই কেমন জানি জিভে জল চলে আসছে, আর কাঁচা আমার দুধের মিশ্রণে শরবত বা জুস কতটা সাংঘাতিক মজাদার হবে সেটা বোঝাই যাচ্ছে। অনেক সুন্দর ছিল আপু আপনার উপস্থাপনা টি, অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আমার কাছে পাকা আম থেকে কাঁচা আম খেতে বেশি ভালো লাগে। আর এই কাঁচা আমের শরবত তো খুব মজার হয়।

আপু,কাঁচা আম দিয়ে এতো সুস্বাদু শরবত তৈরি করা যায় সেটি কিন্তু আমি জানতাম না।আপনার এই রেসিপিটি দেখে কালকে ইফতারের জন্য কাঁচা আমের শরবত তৈরি করব খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। কাঁচা আম দিয়ে শরবত তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু, এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

কাঁচা আম দিয়ে অনেক মজাদার শরবত তৈরি করা যায়। এক্ষেত্রে দুধ ব্যবহার না করলেও হয় ।ধন্যবাদ মন্তব্য করার জন্য।

এই গরমের সময় শরবত খেতে খুবই ভালো লাগে। ইফতারির পর যদি ঠান্ডা শরবত খাওয়া হয় তাহলে অনেক ভালো লাগে খেতে। আপনার তৈরি করা কাঁচা আম দিয়ে দুধের শরবত আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার শরবত তৈরির প্রসেস আমার কাছে ভালো লেগেছে। অনেক মজার একটি রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল এবং সেই সাথে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।

জি ভাইয়া ইফতারিতে এমন শরবত হলে অনেক ভাল লাগে। আর সারাদিন রোজা রাখার পর এক গ্লাস শরবত মনটা ভালো করে দেয়।

এভাবে আমি কাঁচা আম এবং দুধ দিয়ে শরবত তৈরি করে খেয়ে ছিলাম। এটা খেতে সত্যিই খুবই মজাদার। বিশেষ করে টক আম ব্যবহার করার কারণে খাওয়ার পর গা একদম ঠান্ডা হয়ে যায়। আপনার বানানো শরবত গুলো দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছে। শরবত তৈরির ধাপ গুলো আপনি খুবই ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

হ্যাঁ ভাইয়া কাঁচা আম টক হলেই ফ্লেভারটা ভালো আসে। আর খেতেও ভালো লাগে।

মজার একটি রেসিপি তৈরি করছেন আপনি ৷ আপনার তৈরি কাচা আম ও দুধের শরবত তৈরির পদ্ধতি টা দারুণ ছিলো ৷ এবং খুব সুন্দর ভাবে ধাপ গুলো শেয়ার করেছেন ৷ ধন্যবাদ আপনাকে শরবত তৈরির সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ৷ শুভকামনা রইল..

জি ভাইয়া এটি সত্যি খুব মজার একটি শরবত রেসিপি ।আর যে কেউ সহজে তৈরি করে খেতে পারবেন।

আমের সিজন আসলেই আমার স্ত্রী এভাবেই কাঁচা আমের জুস তৈরি করে খাওয়ায়। তাই এই কাঁচা আমের জুস আমার খুবই পছন্দের। আপনার তৈরি কাঁচা আমের জুস তৈরির পদ্ধতি আর আমার বাসায় জুস তৈরির পদ্ধতি হুবহু একই রকম। খুবই সুস্বাদু ও মজাদার কাঁচা আমের জুস রেসিপি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

খুবই ভালো লাগলো এটাই শুনে যে আমাদের আর আপনার বাসার আমের জুস তৈরির রেসিপি টা একই রকম ।যাইহোক অসংখ্য ধন্যবাদ আপনাকে।

কাঁচা আম দিয়ে শরবত তৈরি করে খেতে অনেক ভালো লাগে। দুধ দিয়ে এরকম করে কাঁচা আমের শরবত আমি কখনো খাইনি। আপনি খুব চমৎকার করে দুধ দিয়ে কাঁচা আমের শরবত রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কাঁচা আমের শরবত রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

শুধুমাত্র কাঁচা আম দিয়ে শরবত তৈরি করে প্রায় অনেকেই খেয়েছে। কিন্তু দুধ ব্যবহার করে কেউ খায়নি। যাইহোক অনেক সুস্বাদু হয় খেতে।

কাঁচা আমের শরবত খেয়েছি। কিন্তু কাঁচা আমের ভিতর কখনো দুধ দিয়ে বানানো শরবত খাওয়া হয়নি ।আপনার কাছ থেকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শিখে নিলাম। খুব সুন্দর বানিয়েছেন আপনি। দেখেই তো খেতে ইচ্ছে করছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

খুবই ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে ।অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

একদম ভিন্ন রকম একটি জুসের রেসিপি দেখলাম আপু। কাঁচা আম এবং দুধ দিয়ে কখনো জুসের রেসিপি করে খাওয়া হয় নাই। তবে আপনার রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। রং সুন্দর একটি জুসের ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

হ্যাঁ ভাইয়া এটি অনেকের কাছেই ইউনিক একটি রেসিপি আর অনেক সুস্বাদু শরবত।

কাঁচা আম ও দুধ দিয়ে মজাদার জুস রেসিপি তৈরি করেছেন। আসলে কাঁচা আম দিয়ে আমি এভাবে কখনো জুস রেসিপি তৈরি করিনি। তবে আপনার উপস্থাপন দেখে আমি শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করব শুভকামনা রইল।

আগে যেহেতু কখনো খাননি তাহলে এখন তৈরি করে খেতে পারবেন। খুব সহজেই তৈরি করা সম্ভব।

কাঁচা আমের শরবত খেয়েছি আমি বেশ ভালো লাগে খেতে, সাথে দুধ দিয়ে একটু ব্যতিক্রম চেষ্টা করেছেন আপনি। দেখতে বেশ চমৎকার হয়েছে। আশা করি খেতেও খুব ভালো হবে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা নতুন একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

জি ভাইয়া শুধুমাত্র কাঁচা আম দিয়ে শরবত তৈরি তো খেয়েছি ।তাই চেষ্টা করলাম দুধ ব্যবহার করে অন্যরকম করে খেতে।

কাঁচা আমের সাথে দুধ মেশালে নউটে যায়।আপনার দুধ নউটে না যাওয়ায় আমি ভাবছি।
প্রক্রিয়া সমর্থন পাওয়ার যোগ্য।

আসলে নউটে যাওয়া ব্যাপারটা আমি একদমই বুঝিনি। কিন্তু খুব সুস্বাদু হয়েছিল এই আমের শরবত।

কাঁচা আমের শরবত সর্বদাই আমার অনেক ভালো লাগে। কাঁচা আমের সাথে দুধের সংমিশ্রণ, মানে শরবতের মজাটাই আলাদা । আপু আপনার তৈরি শরবত দেখেই তো খুব খেতে ইচ্ছা করছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। সর্বোপরি আপনার জন্য রইল শুভকামনা আপু।

জি ভাইয়া এটি খুবই সুস্বাদু একটি শরবত ছিলো আর খেতে খুবই ভালো লেগেছিল।

কাঁচা আম ও দুধ দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে শরবত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাদের শরবত তৈরি দেখে আমার অনেক লোভ হচ্ছে। এত সুন্দর ভাবে শরবত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

খুবই ভালো লাগলো আপনার মন্তব্য দেখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ভাগ করে উৎসাহ প্রদান করার জন্য।

কাঁচা আমের শরবত খেয়েছি। তবে দুধ দিয়ে খাইনি।ইউনিক শরবত করে দেখিয়েছেন। নিশ্চয়ই অনেক মজা হয়েছে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। কালার ও সেই হয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি শরবত বানিয়ে শেয়ার করার জন্য

হ্যাঁ আপু এর কালার দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু ছিল। আর এভাবে তৈরি করে খেতে অনেক ভালো লাগে।

কাঁচাআম আর দুধের তৈরি মজাদার শরবতটি খুব সুন্দর হয়েছে আপু।আসলে গরমের দিনে যেকোনো শরবত খুবই উপকারী শরীরের জন্য।ধাপগুলি ভালো ছিল, ধন্যবাদ আপু।।

গরমের সময়ে কাঁচা আমের শরবত খেতে খুবই ভালো লাগে ।আর আমি কাঁচা আম এবং দুধ দিয়ে তৈরি করার চেষ্টা করলাম ।এটি অনেক ভাল ছিল।