আমার পরিচয় মূলক একটি পোস্ট

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম ,, আশা করি আমার বাংলা ব্লগ এর সকলেই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি; আমি আমার বাংলা ব্লগ এ কাজ করার জন্য খুব আগ্রহি। যার জন্য পরিচয় পর্ব খুব জরুরি তাই আমার এই পোস্টটি দেওয়া।

নাম;বৃষ্টি আক্তার রিয়া

পিতা বাবুল মিয়া

মাতাঃ হামিদা বেগম

গ্রাম ঃচালাষ

উপজেলাঃ ধনবাড়ি

জেলা ঃটাংগাইল

IMG_20211031_121725_605.webp

পরিবার

আমার একটি ছোট পরিবার আছে। আমরা দুই বোন। বাবা মা আমি একসাথে থাকি। বড় বোন ওর শশুরবাড়িতে থাকে ।
শিক্ষাগত যোগ্যতা

StudySchool & CollegesGrade & Point'sPass Year
PSCDhanbari Collegiate Model SchoolGPA 4.832013
JSCDhanbari Collegiate Model SchoolGPA 5.002016
SSCDhanbari Collegiate Model SchoolGPA 4.332019

বর্তমান অবস্থা

আমি বর্তমানে hsc পরিক্ষার্থী। আর সামনে আমার পরিক্ষা তারই প্রস্তুতি নিচ্ছি।
ভবিষ্যত পরিকল্পনা

hsc এর পরে আমার মেডিকেলে পড়ার অনেক আশা আছে। সেই দিকে মনোযোগ দিচ্ছি।
খেলাধুলা অথবা শখ

আমি খেলাধুলায় বেশি একটা পারদর্শী না এমনি ক্রিকেট দেখতে ভাল্লাগে। আমর শখ হচ্ছে নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া, বই পড়া, গান শুনা ইত্যাদি।

আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।অনেক ধন্যবাদ জানাই @nayeemrahman1 যার মাধ্যমে আমি আমার বাংলা ব্লগ এ বাংলা তেই পোস্ট করতে পারতেছি।
#abb-intro

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আমার মতে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমার বাংলা ব্লগ এ কাজ করার জন্য। কারণ এখানে আপনি আপনার সম্পূর্ণ স্বাধীন চিন্তা ধারা নিয়ে কাজ করতে পারবেন, সেই সাথে আপনি আপনার প্রতিভাকে বিকশিত করার মাধ্যমে নিজেকে আর্থিকভাবে স্বচ্ছল করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকে অনেক ধন্যবাদ।আমাকে সাপোর্ট করবেন ❣️

আপনাকে @amarbanglablog এ স্বাগতম। আশা করি আমাদের কমিনিটির সকল নিয়ম-কানুন মেনে আমাদের নতুন কিছু উপহার দিবেন,,,

জি আমার সর্বোচ্চ চেষ্টা করবো।পাশে থাকবেন।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি আপনার পরিচয় পর্বটি খুব সুন্দর করে দিয়েছেন। এবং আপনি আমাদের একজন নতুন বন্ধু। আশা করি আপনি আমাদের জন্য নতুন নতুন উপহার নিয়ে আসবেন। আপনার জন্য শুভেচ্ছা রইল আপু।

আপনাকে ধন্যবাদ ভাইয়া। ফলো দিবেন আমিও বেক দিবো।

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আশা করি সকল নিয়ম কানুন মেনে চলবেন। আপনার জন্য শুভকামনা রইল এবং আপনার পরিচয় আপনি সুন্দর ভাবে দিয়েছেন

অনেক ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন, পাশে পাবেন।

কমিউনিটিতে স্বাগতম, আমি নিশ্চিত যে এখানে আপনার ভালো সময় কাটবে, আমি আপনাকে ডিসকর্ড সার্ভারে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সেখানে আরও ব্যবহারকারীদের সাথে দেখা করতে এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য এটিও মনে রাখবেন যে আপনাকে একটি যাচাইকরণ সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে এবং পড়ার চেষ্টা করতে হবে নিয়ম সম্প্রদায় "আমার বাংলা ব্লগ" এর গোপনীয়তা নীতি- র সর্বশেষ আপডেট ("আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ের সর্বশেষ আপডেট করা গোপনীয়তা নীতি) 30 সেপ্টেম্বর 21

Discord Community

জি অবশ্যই আমি সকল নিয়ম মেনে চলবো।আমাকে ফলো করবেন প্লিজ আমিও বেক করবো।

আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো
স্বাগতম আপনাকে আমার বাংলা ব্লগে।
আশা করছি নিয়ম মেনে পোস্ট করে নিয়মিত আমাদের সাথে থাকবেন

শুভকামনা আপনার জন্য

Loading...

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগত জানাই।

আপনার পরিচিতি মূলক পোস্টটিতে খুবই ছোটো হয়েছে। কাগজটা ঠিক করে বোঝা যাচ্ছে না। আপনি বড়ো করে আমার বাংলা ব্লগ লিখবেন তারপর আপনার স্টিমিট আইডি আর তারিখ সহ আরেকটা ছবি দিন। আপনার পড়াশোনা, ভালোলাগা ও শখ নিয়ে আরো কিছু কথা লিখুন। আর কিভাবে আমাদের কমিউনিটির ব্যাপারে জানতে পারলেন, সেটাও লিখবেন।

আমার বাংলা ব্লগের ডিসকর্ড সার্ভারে যুক্ত হোন। ধন্যবাদ 🙏🏾

আপু আপনাকে মডারেটর ভাইয়া সাজেশন দিয়েছে তা মেনে কাজ করুন তাহলে দ্রুত ই সফলতা পাবেন, ধন্যবাদ আপনাকে।