হ্যালো বন্ধুরা
সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশাকরি আমার আজকের ব্লগ টি আপনাদের ভালো লাগবে!
চালাক বা বুদ্ধিমান মানুষ কখনই নিজেকে বুদ্ধিমান বলে বেড়ায় না, বরং তারা কাজের মাধ্যমে বুঝিয়ে দেয় যে তাদের মধ্যে বুদ্ধি আছে। অন্যদিকে বোকারা মনে করে তারা বুদ্ধিমান, আর সেটা প্রমাণ করার জন্য কত কিছুই না করে।একটা জিনিস বোঝার বিষয় যে চালাকি আর বুদ্ধি এক নয়।আমি কখনোই চালাকি করার চেষ্টা করি না জীবন যেখানে যেমন সেভাবেই সবকিছু সহজভাবে দেখি এবং মেনে চলার চেষ্টা করি।কিন্তু সেদিন হঠাৎ করেই একটু চালাক হওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা খেয়ে গেলাম যা ভাবলে এখনো হাসি পায় আর মনে মনে ভাবি যে আমার আর চালাক হয়ে লাভ নেই আমি যেমন তেমনই ভালো আছি।
আমি যে জায়গায় থাকি তার পাশেই হাকির মোড় নামে একটা জায়গা আছে।সেখানে বিকেল হলেই বিভিন্ন ধরণের মুখরোচক খাবার পাওয়া যায়।আর সে কারণে ছোট-বড় সব রকমের মানুষের ভিড় থাকে প্রায় রাত ৯ টা পর্যন্ত।নতুন জায়গায় আসার পর খুব একটা ঘোরাঘুরি করার সুযোগ হয়ে উঠেনি।গুরুত্বপূর্ণ কোনো কাজে সাতমাথা বা জলেশ্বরী তলায় যখন যাই সেই যাতায়াতের পথে হাকির মোড়ের রাস্তার পাশের দোকান গুলোতে বেশ লোভনীয় খাবার দেখতে পাই কিন্তু কখনো নেমে খাওয়া হয়নি।মনে মনে ভাবি যে একদিন ওখানকার নামকরা খাসির কলিজা সিঙ্গারা খাবো কিন্তু এই আর হয়ে উঠে না।
আমার খুবই কাছের একজন একদিন বললো হাকির মোড়ের কদবেল মাখা কখনো খেয়েছো? আমি বললাম না খাওয়া হয়নি।তখন সে বললো তাহলে আমি নিয়ে আসি?এই কথা শুনে মেয়েরাও খুশি ওরাও খেতে চাইলো আর আমিও লোভ সামলাতে পারলাম না তাই আনতে বললাম!কিছুক্ষণের মধ্যেই পাঁচ টা কদবেল নিয়ে হাজির আমাকে দিয়ে বললো তিনটা আমার আর দুইটা মেয়েদের তার কারণ সে জানে আমার মেয়েরা এগুলো খুব একটা খায় না আর আমিও যে খাই তা নয়।আমি বললাম এতো গুলোর দরকার ছিলো না কিন্তু কিছু তো করার নেই মাখানো কদবেল ফেরত তো আর দেওয়া যাবে না তাই বাধ্য হয়েই সবগুলো খেতে হবে।
কদবেল মাখা জীবনে অনেক খেয়েছি কিন্তু এরকম স্বাদের কদবেল মাখা কখনো খাইনি। এর স্বাদ আমি বলে বোঝাতে পারবো না জাস্ট এক কথায় অসাধারণ।সেদিনের পর থেকে মনে মনে ঠিক করেছি মাঝে মধ্যেই এই কদবেল মাখা খেতে হবে।গত শনিবার জলেশ্বরী তলায় মন্দিরে গিয়েছিলাম শনিদেবের পূজো দিতে আসার সময় ভাবলাম দু'টো কদবেল নিয়ে যাই বাসায় গিয়ে খাওয়া যাবে।সামনে একটা দোকান দেখে ভাবলাম এটাই মনে হয় সেই ভাইরাল হাকির মোড়ের কদবেল মাখার দোকান!রিক্সাওয়ালাকে একটু দাড়াতে বললাম উি দোকানের পাশেই রিক্সা দাঁড় করলেন তাই আমাকে আর রিক্সা থেকে নামতে হলো না।দোকানদার কে দু'টো কদবেল মাখা দিতে বললাম,তখন দোকানের ছোট ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো কতো টাকা দামের কদবেল নিবো!তখন আমি জিজ্ঞেস করলাম কতো থেকে শুরু?ছেলেটা বললো ৩০ টাকা থেকে শুরু ১২০ টাকা পর্যন্ত আমি তো শুনেভ অবাক!একটা কদবেল ১২০ টাকা ভাবা যায়!আমি বললাম ৩০ টাকার দু'টো দাও।কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার হাতে যখন একটা কদবেল ধরিয়ে দিলো তখন আমি হাসবো না কান্না করবো বুঝে উঠতে পারছিলাম না!কি আর বলবো কদবেলের সাইজ দেখে আমি অজ্ঞান হয়ে যাইনি এই অনেক...।😅আমি তখন ছেলেটাকে জিজ্ঞেস করলাম আরেকটা কি মাখানো হয়েছে?তখন ছেলেটা বললো হয়ে গেছে আর একটু অপেক্ষা করুন তারমানে বাকিটাও আমাকে নিতে হবে না করার আর কোনো সুযোগ নেই।😥কি আর করার ৬০ টাকা দিয়ে দু'টো দেশি মুরগির ডিমের সমান কদবেল নিয়ে মনের কষ্টে বাসায় চলে আসলাম।
টাকা দিয়ে নিতে যতোটা না কষ্ট পেয়েছি বাসার আসার পর কদবেল মাখা খেয়ে আমি পুরাই হতাশ!কি পরিমাণ জঘন্য স্বাদের তা মনে হলে আর জীবনে কদবেল মাখা খাওয়ার নাম মুখে নেওয়া ঠিক হবে না...।যাইহোক তখন আর আমার বুঝতে বাকি রইলো না সেদিন যে কদবেল গুলো দিয়েছিলো তাকে অনেক গুলো টাকা খরচ করতে হয়েছিলো ৫ টা কদবেল মাখা কিনতে ভেবেই খারাপ লাগলো বেচারা আমাদের জন্য কতোগুলো টাকা খরচ করে ফেলেছে।
কদবেল মাখার বিস্বাদ ভুলতে বাদাম ভাজা আর চা খেয়েছিলাম😅
আমার প্রথম ভুল ছিলো সেই ব্যক্তি কোন দোকান থেকে কদবেল মাখা কিনেছিলো তা শুনে নেওয়া উচিত ছিলো তারপর দ্বিতীয় ভুল রিক্সা থেকে নেমে নিজে হাতে বেঁছে দেওয়া লাগতো এবং সবচেয়ে বড় ভুল ছিলো বেশি দামের ভয় না করে একটু বেশি টাকা দিয়ে ভালোটাই নেওয়া উচিত ছিলো।আসলে আমরা টাকার দিক বিবেচনা করে অনেক সময় সস্তায় খারাপ জিনিস কিনে ফেলি কিন্তু এটা করা ঠিক নয় আমার মনে হয় বেশি টাকা দিয়ে ভালো জিনিস কিনে অল্প খাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।যদিওবা আমি সবসময়ই তাই করি এবার একটু চালকি করতে গিয়ে পুরো টাকাটাই জলে ফেলেছি...।ঐ যে কথায় আছে না অতিচালাকের গলায় দড়ি সেই অবস্থা হয়েছে আমার..।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রোমোশন লিংক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখানে আপনার দোষ নেই।।প্রথমবারের অভিজ্ঞতায় একটু ভুল হয়ে গেছে। এভাবে ঠকতে ঠকতেই মানুষ অভিজ্ঞতা অর্জন করে। তাইলে এবার মিশন কলিজা শিঙারা। কবে খাওয়াচ্ছেন বলেন?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম তাই অভিজ্ঞতা ছাড়া যেকোনো কিছুতে ভুল হতেই পারে।যেকোনো দিন যেকোনো সময় চলে আসো আমরাও খাইনি একসাথে খাওয়া হবে।ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুযোগ পেয়ে বেশ ভালই ঠকিয়েছে তোমায়। তবে ঠিক মতো খোঁজখবর করে তবে কেনা উচিত ছিল। তাহলে আর এমন মুরগির ডিমের সাইজে কদবেল খেতে হতো না। তবে একবার তো ভালো জিনিস খেয়েছো। তাই আর নয় নাই পেলে। ভালো জিনিস একবারই পাওয়া যায়। তবে রিকশা থেকে নেমে নিলে হয়তো কিছুটা ভালো জিনিস পেতে। কিন্তু একশ কুড়ি টাকায় কি কদবেল দেবে সেটা আমি এখনো বুঝতে পারলাম না। আমিও দুদিন আগে একটা কদবেল মাখা খেয়েছিলাম। সেটা মনে পড়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ দাদা আমি নিজেই মুরগি হয়ে গেছি কদবেল দেখে...😅😅সত্যিই তাই ভালো জিনিস গুলো জীবনে বার বার আসে না যা আসে একবারই আসে আর তার স্বাদগন্ধ সারাজীবন ধরে মনে থাকে।১২০ টাকার কদবেল এটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি ১২০ টাকা দিয়ে কদবেল কিনলে? আমি হলে তো পিছন ফিরে পালাতাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমি কিনিনি এটা একজন কিনে দিয়েছিলো সেই লোভেই কিনতে গিয়ে ঠকেছি গো।😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কদবেল তো সব জায়গায় মাখানো পাওয়া যায়। সব কদবেল একই স্বাদের হবে নাকি? আপনার কদবেল কেনার আগে আরও বেশি খোঁজ নেওয়ার দরকার ছিল। যাই বলেন আর তাই বলেন আপনার কদবেল মাখার গল্প শুনে এখন কদবেল খেতে ইচ্ছা করছে। আপনার মত যেখান সেখান থেকে কদবেল কিনে ধরা খাবো নাকি তাই চিন্তা করছি। যাইহোক মজা লাগলো আপনার পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু সবখানে পাওয়া যায় কিন্তু সবগুলোর স্বাদ একইরকম হয়না তবে এতোটা খারাপ হবে বুঝতে পারিনি যদি ছবি তুলে রাখতে পারতাম তাহলে দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারতেন।খাওয়ার আগে অবশ্যই আমার কথা মনে রেখে খাবেন তাহলে আর ঠকবেন না..।😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit