ভুল টা কার??

in hive-129948 •  last year 

হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।

আমি @bristychaki "আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশাকরি আজকের ব্লগ টি আপনাদের সবার ভালো লাগবে।

মানুষ মাত্রই ভুল। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জীবনে কখনো কোনো ভুল কাজ করেনি। কিন্তু খুব কম মানুষই আছে যারা নিজের ভুল নিজে স্বীকার করতে জানে। পৃথিবীতে শ্রেষ্ঠতম কাজ গুলোর মধ্যে অন্যতম একটি ভালো কাজ হলো নিজের ভুল স্বীকার করা। নিজের ভুল নিজে স্বীকার করলে মানুষ কখনো ছোট হয়ে যায় না।আমি যদি কখনো ভুল কিছু করি তাহলে সেটা স্বীকার করতে একটুও লজ্জাবোধ করি না,তার কারন হলো আমি তো মানুষ আমি তো ভুলের ঊর্ধ্বে নই।অনেক সময় আমরা জেনে বুঝে ভুল করি আবার কিছু সময় নিজের অজান্তেই ভুল করে ফেলি।একটু ভুলের জন্য অনেক সময় বাজে পরিস্থিতিতে পড়তে হয় সেদিন ঠিক আমার সাথে তাই হয়েছিলো।

IMG_20240109_015926.jpg

কয়েকদিন আগে জরুরি প্রয়োজনে আমি ঢাকায় গিয়েছিলাম।ঢাকা যাওয়ার সময় খুব বাজে একটা অভিজ্ঞতার স্বীকার হয়েছি,সেই মুহূর্ত টা আপনাদের সাথে শেয়ার করছি।আমি আগেরদিন টিকিট কেটে কাটতে কাউন্টারে যাই গিয়ে বলি আমাকে একটা নন এসির টিকিট দিন।শীতকাল তাই শুধু শুধু বেশি টাকা দিয়ে এসি বাসের টিকিট কাটার কোনো যুক্তি নেই বলে আমি নন এসির টিকিট নিতে চাইলাম।আমাকে টিকিট হাতে দেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম কত দিতে হবে!তখন কাউন্টারে বসা ভদ্রলোক ৬শ চাইলেন ঠিক সেই মুহূর্তে আমার ফোনে একটি কল আসে আমি ফোনে কথা বলতে বলতে ১ হাজার টাকার একটি নোট বের করে দেই,তারপর উনি টাকা টা নিয়ে বাকি টাকা আমাকে ফেরত দেন আমি কথা বলার কারনে ঠিক খেলায় করিনি যে উনি কত টাকা দিয়েছেন।টিকিট আর টাকা ব্যাগে ভরে নিয়ে বাসার উদ্দেশ্য ওখান থেকে বেড়িয়ে পড়ি।

IMG_20240109_020740.jpg

সকাল ১০ টায় বাস তাই খুব সকাল সকাল উঠে কাজকর্ম সেরে যথা সময়ে বাস কাউন্টারে চলে যাই।
সময়ের মধ্যে বাস চলে আসে এবং সকল যাত্রীরা বাসে উঠতে শুরু করেন।আমি বাসের কাছে গিয়ে দেখি এটা তো এসি বাস আমি তো নন এসি তে টিকিট কেটেছি তাহলে এটা আমার নয়।পাশে থাকা লোকটি আমাকে বললেন আপু বাসে উঠে পড়ুন তখন আমি ওনাকে বললাম ভাই এটা তো আমার টিকিটের বাস না তখন উনি বললেন এটাই আপনার বাস শুনে আমি অবাক হলাম এবং কাউন্টারে গিয়ে আবারও জিজ্ঞেস করলাম কাউন্টার থেকে একই কথা বললেন।

IMG_20240109_020303.jpg

কি আর করা উঠে পড়লাম এবং সিট নাম্বার মিলিয়ে বসে পড়লাম।কিছুক্ষণ পর সুপারভাইজার সাহেব এসে আমাকে জিজ্ঞেস করলেন ম্যাডাম আপনি কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন!তখন আমি টিকিট টা বের করে দেখলাম ৮শ লেখা আছে আর আমি ওনাকে তাই বললাম।উনি ফোনে কার সাথে জেনো কথা বলছিলেন তারপর আমাকে বললেন যে ম্যাডাম আপনি মিথ্যা কথা কেনো বললেন!আপনি তো ৬শ দিয়ে টিকিট কেটেছিলেন কথাটা শুনে আমার খুবই লজ্জা লাগলো,কারন বাসে অনেক যাত্রী ছিলো আশেপাশের মানুষেরা কথাটা শুনতে পেলো।আমি এমন একজন মানুষ যে কখনো টাকার কাছে নিজের বিবেক কে বিক্রি করি না।টাকার চেয়ে সন্মান আগে দেখি অথচ মাত্র ২শ টাকার জন্য বাস ভর্তি লোকের সামনে কথা শুনতে হলো।

IMG_20240109_020740.jpg

আমি ওনাকে পুরো বিষয় টা খুলে বললাম গতকাল কিভাবে টিকিট নিয়েছি বা আজ বাসে উঠার সময় কি হয়েছে।কথাগুলো শোনার পর উনি একটু কেমন ভাবে যেনো বললেন যে আপনি আগেই বলতে পারতেন!আমি ওনাকে সাথে সাথে বললাম আমি গতকাল একদম বিষয় টি খেয়াল করিনি তাই কত টাকা নিয়েছে ঠিক মনে নেই এখানে যা লেখা আছে তাই বলছি।আমি এই মুহূর্তে আপনাকে বাকি ২শ টাকা দিয়ে দিচ্ছি তখন উনি টাকা নিতে চাইছেন না বলে লাগবে না তখন আমি বললাম যে আপনি যদি টাকা না নেন তাহলে আমি নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাবো তাই টাকা আপনাকে নিতেই হবে।ওনারা কিছুতেই টাকা নিবেন না, বললো যা হবার তা হয়ে গেছে আর টাকা লাগবে না।তখন আমি আমার হাসবেন্ড কে ফোন দিয়ে বললাম এই এই ঘটনা তুমি এখনি বাস কাউন্টারে বিকাশের মাধ্যমে ২শ টাকা পাঠিয়ে দাও। তখন আমার হাসবেন্ড বললো তুমি এই এটা নিয়ে একদম টেনশন নিওনা বিষয় টা আমি দেখছি বলে ফোন টা রেখে দিলো।

কিছুক্ষণ পর আসার হাসবেন্ড কল করে আমাকে বিস্তারিত জানালে যে হরতাল অবরোধ এর কারনে এখন সেরকম যাত্রী ঢাকায় যাচ্ছে না, তাই সেরকম যাত্রী নেই।তাই বাস কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে পাশাপাশি সময়ের বাসের যাত্রীদের একটা বাসে করে ঢাকায় পৌঁছে দেবে।এই জন্য নন এসির যাত্রীদের এসিতে দিয়েছেন ননএসির যাত্রী আমি একা ছিলাম তাই আমাকে এসিতে শিফট করেছেন।শুনে তো আমি হতভম্ব হয়ে গেলাম। একে তো ৬শ টাকা নিয়ে ৮শ টাকার টিকিট ধরিয়ে দিয়েছে তারপর আমাকে জোর করে এসি বাসে তুলে নিয়েছে পরিশেষে দোষ টা হলো আমার যে আমি কেনো মিথ্যা বললাম!এগুলো শোনার পর আর মন চাইছিলো না এই বাসে করে ঢাকা পর্যন্ত যাই মনে হচ্ছিলো মাঝপথে নেমে অন্য কোনো বাস ধরে ঢাকায় যাই।আসলে আমরা কেনো জানি নিজের দোষ গুলো চোখে দেখি না উল্টো নিজের কর্মের দায়ভার অন্যের উপর চাপিয়ে দিতে পারলে বেঁচে যাই এটা কি আসলেই ঠিক! আপনারাই বলুন ভুল টা কার ছিলো??

আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

ধন্যবাদ সবাইকে।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHVdhPxpzZmxMRjum3UCUidUNsZ38uqhr1mSb5xwkZ13qybC6Wsi14vWfTfa3THnQ53W7Lg654hm98NFkbaXeWLDoZQGBiC7pM2UN.jpeg

"বাংলা উইটনেস"

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমত আপনি ওনাদের কাছে আপনার পুরো বিষয়টা বলেছেন তাই আমার মনে হয় আপনার কোন ভুল নেই। যেহেতু বাসে ওঠার আগেও টিকিট কাউন্টারে গিয়ে বিষয়টি সম্পর্কে কথা বলেছেন আবার পরবর্তীতে বাড়তি ২০০ টাকাও দিতে চেয়েছেন।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাই আমি নিশ্চিত হয়েই বাসে উঠেছিলাম এবং সবকিছু বুঝিয়ে বলেছি,কিন্তু তারপরও কটু কথা শুনতে হলো।😥

আসলে আপু কিছু কিছু মানুষ আছে যাদের বিবেক বলে কিছুই নেই। তবে এটা সত্যি ভুল মানুষই করে তাই বলে ভুল হলে আমাদের স্বীকার করা উচিত। আসলে কিছু কিছু ঘটনা কিভাবে যে ঘটে বুঝা মুশকিল। আপনার ঘটনাটি হয়তো সেই ভাবে ঘটেছে। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আপনার পোস্ট পড়ে, আপনার কষ্টটা উপলব্ধি করার চেষ্টা করলাম। সত্যিই আপু যখন সুপারভাইজার বাস ভর্তি মানুষের সামনে শুধুমাত্র ২০০ টাকার জন্যে মিথ্যে কথা বলেছেন কথাটি বলেছিল, তখন আপনার খারাপ লাগাটাই স্বাভাবিক। আপনার জায়গায় আমি থাকলেও আমার কাছে ভীষণ খারাপ লাগতো। আর বাস থেকে নেমে আসার ইচ্ছে হত। তবে আপু এই ঘটনায় আপনার বিন্দুমাত্র দোষ নেই। আপনিতো টিকিট কাটার সময় কত টাকা ফেরত দিয়েছে, তার লক্ষ্য করেননি। আবার বাস কাউন্টারে এসে জিজ্ঞেস করেছিলেন এসি বাসে আপনার সিট কেন। তারপরেও আবার বাড়তি ২০০ টাকা আপনি সুপারভাইজার কে দিতে চেয়েছিলেন। সব মিলিয়ে আপনার কোন ভুল নেই আপু, যা ভুল আছে সব ওদের। তাই এই ঘটনা মনে রেখে কষ্ট নিয়েন না আপু।