নতুন আলু দিয়ে মজাদার খাসির মাংসের ঝোল রেসিপি।shy-fox 10%

in hive-129948 •  2 years ago 

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার, আদাব। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন? ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি, সুস্থ আছি।

সবেমাত্র বাজারে নতুন আলু আসতে শুরু করেছে, আমাদের এখানে নবান্ন উৎসবের আগেরদিন থেকেই বাজার বেশ নতুন আলু দেখতে পাচ্ছিলাম, আর তখন থেকেই কেনা শুরু করে দিয়েছি নতুন কিছু সামনে পেলে কে আর পুরাতনের স্বাদ নিতে চায় বলেন তাই না? দাম টা বেশ ভালোই ছিল কিন্তু তারপরও কিনতে হবে নতুন আলু বলে কথা, যে জিনিসের দাম বেশি সেই জিনিসের স্বাদটাও অনেক বেশি মনে হয়। নতুন আলু দিয়ে যেকোনো কিছু রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আজকে নতুন আলু দিয়ে বেশ জমিয়ে খাসির মাংস রান্না করেছি আমার কর্তা তো সেই তৃপ্তি সহকারে চেটেপুটে খেয়ে নিলো।
IMG_20221128_200852.jpg

মাংসের ঝোলের মধ্যে আলু গুলো দেখতে ঠিক রসগোল্লার মতো লাগছিলো পাতে নিয়ে হাত দেওয়ার সাথে সাথেই মোমের মতো যাচ্ছিলো খেতে একদম অমৃতের মতো লাগলো। সুস্বাদু নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোল কিভাবে রান্না করেছি সেই রেসিপি টি শেয়ার করবো আপনাদের সাথে।
photoCollageMaker_20221128_201242562.jpg

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EgAs2NqoBQTNeMwBwYNHfNKMG3jjxcwrG4wDaUpiDc2a6H7CD86XKRHykZuKsBqAFeMy3uFAo2z9iBE3k...UZAbcUqnfmwPdapqiUcPZDC6MUgqeKWd4wXJU6DeDfV61zxSkYvwbHjSKU3r6T4YeMaCzYJvUBXzSnr9rTrRPYv3dG2V7FDefuqYjfNi67eVtTR5EsCbi7ckNa.png

উপকরণপরিমাণ
খাসির মাংস১ কেজি
আলু৮-৯ টি
আদা বাঁটা২ টেবিল চামচ
রসুন বাঁটাদেড় টেবিল চামচ
পেঁয়াজ বাঁটা২ টেবিল চামচ
জিরাগুঁড়া২ চা চামচ
ধনিয়া গুঁড়া১ চা চামচ
মরিচের গুঁড়াদেড় টেবিল চামচ
পেঁয়াজ কুঁচিহাফ কাপ
লবণস্বাদমতো
হলুদ গুঁড়াপরিমাণমতো
সয়াবিন তেলহাফ কাপ
গোটা জিরাহাফ চা চামচ
তেজপাতা২টি
গরম মসলা বাঁটা১ টেবিল চামচ।
কাঁচামরিচ৪-৫ টি

photoCollageMaker_20221128_205908319.jpg

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqU4nnZoBmkfD5r8iv5iefDpD7x1GhiYKAgTUTnZb42Ci5ih2TUwLL2PNZYDG4HFScp8dMDgAbKSc5mWy...BNzXYGZY2zrPHepiAuPQzov9qY61SHnCycjCAdU9zkAvRioMWJRaEG89bK2PiNquiD4opFhDr7fDS57d2gop9dNzpH3e3Az8jgtu2vaB8446JmJx35UWpA7cpv.png

প্রথম ধাপঃ

খাসির মাংস গুলো ভালো করে বেছে নিয়ে পরিস্কার করে ধুয়ে নিয়ে জল ঝড়িয়ে নিয়েছি।
IMG_20221128_210042.jpg

দ্বিতীয় ধাপঃ

আলু গুলো কেটে ধুয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি।
photoCollageMaker_20221128_131012142.jpg

তৃতীয় ধাপঃ

আলু ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে গোটা জিরা,তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি গুলো দিয়ে দিয়েছি। অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ কুঁচি গুলো হালকা বাদামী করে ভেজে নিয়েছি।
photoCollageMaker_20221128_131037649.jpg

চতুর্থ ধাপঃ

পেঁয়াজ কুঁচি ভাজা হলে তার মধ্যে সবরকম মসলা গুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
photoCollageMaker_20221128_131058375.jpg

পঞ্চম ধাপঃ

মসলা কষানো হলে ধুয়ে রাখা খাসির মাংস গুলো দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মসলার সাথে মিশিয়ে নিয়েছি, কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর একটু জল উঠে আসলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
photoCollageMaker_20221128_131115693.jpg

ষষ্ঠ ধাপঃ

ঢাকনা খুলে বার বার নেড়েচেড়ে মাংস গুলো ভালো করে কষিয়ে নিয়েছি মসলা কষানো হলে তেল উঠে আসলে কষানো শেষ করেছি।
photoCollageMaker_20221128_131207598.jpg

সপ্তম ধাপঃ

মাংস কষানোর পর হালকা কুসুম গরম জল দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে জ্বাল দিয়েছি। মাংস অর্ধেক রান্না হয়ে গেলে ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা আলু ও কাঁচামরিচ গুলো দিয়ে দিয়েছি।
photoCollageMaker_20221128_131228138.jpg

অষ্টম ধাপঃ

আলু দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে জ্বাল দেওয়ার পর ঝোল কিছুটা কমে আসলে বাঁটা গরম মসলা গুলো দিয়ে দিয়েছি, তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
photoCollageMaker_20221128_131257091.jpg

নবম ধাপঃ

মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আর ঝোল কমে আসলে লবণের স্বাদ ঠিকঠাক আছে কিনা দেখে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি।
IMG_20221128_211331.jpg

শেষ ধাপঃ

চুলা থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রে মাংস,আলু ঝোল তুলে নিয়েছি। এখন গরম ভাতের সাথে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলো নতুন আলু দিয়ে মজাদার খাসির মাংসের ঝোল রেসিপি টি।

IMG_20221128_200852.jpg

আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোন সময়ে অন্য কোন রেসিপি নিয়ে।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD (1).gif

banner-abb3.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সত্যি আপু বাজারে এখন নতুন আলু পাওয়া যাচ্ছে। নতুন আলু দিয়ে যে কোন তরকারি রান্না করলে খেতে ভালো লাগে। তবে বর্তমানে নতুন আলুর দাম অনেক বেশি। যাইহোক আপু নতুন আলু দিয়ে খাসির মাংসের রেসিপি দারুন হয়েছে। দারুন সুন্দর কালার এসেছে। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

জ্বি আপু বাজারে এখন নতুন আলু অনেক পাওয়া যাচ্ছে, দাম মোটামুটি ভালোই। কালার যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনি সুস্বাদু হয়েছিল। বিশেষ করে ঝোলের আলু গুলো খেতে অনেক সুস্বাদু ছিল। ধন্যবাদ আপু।🥰

আসলে আপু নতুন আলু খুবই সুস্বাদু লাগে। নতুন আলু দিয়ে যা কিছু রান্না করা যায় তাই খেতে বেশ ভালো লাগে। আপনি নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করেছেন দেখতে এতটা লোভনীয় লাগছে যে দেখেই খেতে ইচ্ছে করছে ।দারুন রান্না করেছেন আপনি । আপনার রেসিপিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। মাংসের মধ্যে আলুগুলো রসগোল্লার মত লাগছে জেনে বেশ ভালো লাগলো ।আপনি প্রেসার কুকারে না দিয়ে এমনিই মাংসটা সিদ্ধ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে এভাবে রান্না করলে খেতে বেশ সুস্বাদু হয় ।ধন্যবাদ আপনাকে।

জ্বি আপু নতুন আলু খেতে অনেক সুস্বাদু লাগে।সত্যিই ঝোলের মধ্যে আলু গুলো রসগোল্লার মতো লাগছিল। আমি খাসির মাংস কখনো প্রেশারকুকারে রান্না করিনা, প্রেসারকুকারের মাংস খেতে বেশি স্বাদ লাগেনা তাই এভাবে পাতিলে রান্না করি। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

মজাদার খাসির মাংস রান্না করলেন আপনি। আসলেই নতুন আলু দিয়ে যে কোন জিনিস রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। নতুন আলু বাজারে আসার সাথে সাথে সবাই কিনতে শুরু করেন। আমরাও বাজার থেকে নিয়ে এসে অনেক কিছুই রান্না করলাম। আপনি খাসির মাংসের সাথে আলু দিয়েছেন দেখে আমার খুব লোভ হচ্ছে। কারণ আলু আমার ভীষণ পছন্দের। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপু আমারও আলু খুব পছন্দের খাবার, মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

সত্যি বলেছেন আপু নতুনকে সামনে পেলে কে আর পুরাতনকে নিতে চায়।নতুন আলু আসলে অনেক মজা।তবে আপু আপনি নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করেছেন দেখে তো লোভলেগে গেল।আগে জানলে আপনাদের বাসায় চলে যেতান-হা হা হা। আপনি দেখছি নতুন আলু ভেজে নিয়েছেন তাহলে তো আরো অনেক স্বাদ।প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ সবাই নতুনের স্বাদ নিতে বেশি পছন্দ করে আমিও তার ব্যতিক্রম নই।চলে আসেন আবারও রান্না করে খাওয়াবো আপনাকে ☺️☺️☺️ জ্বি আপু আলু ভেজে দিলে স্বাদ বেশি হয়। ধন্যবাদ আপু।

আপু রাত্রে আপনার এই খাসির মাংসের রেসিপি দেখে তো ক্ষুধা লেগে গেল।
বর্তমানে বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে আর আপনি মাংসের রেসিপির সাথে নতুন আলু দিয়েছেন যেটা আরও লোভনীয়তা বাড়িয়ে তুলেছে।
আমার জন্য একটু রেখে দিয়েন 😜

আমার খাসির মাংসের রেসিপি দেখে রাতে আপনার অনেক ক্ষুধা পেয়ে গেছে শুনে খারাপ লাগলো ভাইয়া। কি আর করা কাছাকাছি থাকলে না হয় খাওয়াতে পারতাম তা তো আর সম্ভব নয় তাই চোখে দেখে পেটের ক্ষুধা মিটিয়ে নিন ☺️☺️ ধন্যবাদ ভাইয়া।

নতুন আলু দিয়ে যেকোনো কিছু রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়।

ঠিক বলেছেন আপু নতুন আলু দিয়ে যেকোনো কিছু রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনার রেসিপির কালার টা অনেক সুন্দর এসেছে। দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। যেহেতু নতুন আলু দিয়ে রান্না করা হয়েছে তাহলে তো সুস্বাদু হবেই। এত সুন্দর একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবে আরও সুন্দর সুন্দর রেসিপি আমাদের উপহার দিবেন।

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটি মন্তব্য করার জন্য। ঠিক বলেছেন আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল। 🥰

আপনার আজকের শেয়ার করা নতুন আলু দিয়ে খাসির মাংস রেসিপি টা দেখে তো লোভ সামলানো মুশকিল হয়েছে।নতুন আলু দিয়ে শীতকালে যে কোন রেসিপি তৈরি করলে খেতে অনেক মজা হয়।আপনি নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করেছেন খেতে তো অনেক স্বাদের হবে দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপু লোভ সামলাতে না পারলে তাড়াতাড়ি চলে আসুন শেষ হয়ে যাওয়ার আগেই ☺️ঠিকই বলেছেন আপু শীতকালে নতুন আলু দিয়ে যেকোনো রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়। আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আসতেছি আমার ভাগের গুলো তুলে রাখেন।😀😀😀

আপু দেরি করলে কিন্তু চলবে না খুব তাড়াতাড়ি চলে আসেন। ☺️

আলু দিয়ে মজাদার খাসির মাংসের রেসিপি দেখেই তো লোভ সামলাতে পারছি না। মাংসের সাথে আলু ব্যবহার করলে ওই আলুগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর নতুন আলো হলে তো খেতে আরো বেশি সুস্বাদু হয়। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমারও আপু মাংসের চেয়ে ঝোলের আলু গুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

জ্বী আপু, বাজারের বেশ নতুন আলু উঠেছে। এখন কিন্তু নতুন আলু খেতে ভীষণ ভালো লাগবে। আসলে প্রথম প্রথম যখন নতুন আলু বের হয়, তখন খেতে একটু বেশি ভালো লাগে। যদিও একটু দাম বেশি থাকে। আপনি যখন আলু দিয়ে খাসির মাংস রান্না করলেন দেখেই তো জিভে জল চলে আসলো। এরকমভাবে আলু দিয়ে রান্না করলে আমার কাছেও খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া আমাদের প্রতিদিনের রান্নায় আলু থাকবেই। কারণ আমাদের ঘরের সবাই আলুটা একটু বেশি পছন্দ করে।

শীতের সময় বাজারের নতুন নতুন সবজির আমদানি সবসময়ই হয়ে থাকে আর এই শীতের সময় বাজারের নতুন আলু দেখা যায়। এই আলু গুলো খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আপনি নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করেছেন। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। মজাদার এই খাসির মাংস রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

জ্বি ভাইয়া এখন বাজারে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে। শীতকালে সবরকম খাবার খেতে অনেক বেশি সুস্বাদু হয়। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করার জন্য।

শীতে এসেই গেল। শীতের সবজি এখন বাজারে ভরপুর। বাজারে এখন নতুন নতুন সবজি উঠেছে। তার মধ্যে নতুন আলু অন্যতম। নতুন আলু দিয়ে যেকোনো জিনিস রান্না করলে খেতে মজা লাগে। খাসির মাংস দিয়ে নতুন আলু রান্না করেছে। দেখতে খুবই লোভনীয় লাগছে খেতে ও নিশ্চয় মজা হয়েছে।

আলু এমন একটা জিনিস যা নিত্যদিনের সঙ্গী। আমার তো আলু অনেক বেশি দরকার হয়। আলু দিয়ে সব ধরনের তরকারি খেতে অনেক পছন্দ করি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

নতুন আলু দিয়ে যা কিছু ই রান্না করা হোক না কেন আমার কাছে মজার লাগে।আর আপনি তো খাসির মাংস দিয়ে রান্না করেছেন, দেখেই সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।অনেক ধন্যবাদ আপনাকে।