"স্বপ্ন" সুপার শপ থেকে টুকিটাকি কেনাকাটা। "ভ্লগ"

in hive-129948 •  2 years ago 
হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলে ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।

দিনদিন জীবনযাত্রার মান বাড়ছে,মানুষের হাতে সময় কমছে। আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে স্বল্প সময়ে খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি সেই চেষ্টা করি।প্রতিদিন সময় যত বাঁচাতে পারবো ততই আমাদের লাভ।তাই আমরা চাই একই জায়গায় সবকিছু পেতে।সুপার শপ বেশ জনপ্রিয় একটি মাধ্যম হয়েছে।কারন হলো একই ছাদের নিচে কাঁচাবাজার, মুদি পণ্য, প্রসাধন, মুখরোচক খাবার, মাছ-মাংস, কাঁচা ও শুকনো ফল, শিশুদের খাবার ও প্রসাধনী, নারীদের নানা পরিচ্ছন্নতার উপকরণ, মানুষ এক জায়গায় সবকিছু পাচ্ছে সেই সাথে সময় বেঁচে যাচ্ছে,এবং বাজারে ঘোরার ঝামেলা পোহাতে হচ্ছে না।
PhotoCollageMaker_20230429_000915323.jpg

কয়েকদিন ধরেই সবার মুখে মুখে শুনছি যে আমাদের খুব কাছেই নাকি স্বপ্ন সুপারশপ হয়েছে।শুনেই অনেক ভালো লাগলো,তার কারন ঢাকায় থাকা অবস্থায় স্বপ্ন থেকে অনেক বাজার করতাম।এখানে আসার পর থেকে একা হাতেই আমাকে সব বাজার করতে হয়।গোটা বাজার ঘুরে ঘুরে সবকিছু কেনা আমার কাছে অনেকটাই কষ্টদায়ক হয়ে পড়েছিলো।যখনই শুনলাম হাতের নাগালেই স্বপ্ন সুপার শপ হয়েছে তাই আর দেরি না করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ছুটে গেলাম স্বপ্নতে।শুক্রবার মেয়ের গানের ক্লাস থাকে তাই বিকেলে যেতে হয়।গানের ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায় তাই শেষে আর হাতে সময় থাকেনা তখন তাড়াতাড়ি করে বাসায় ফিরতে হয়।আজ একটু হাতে সময় নিয়েই বাসা থেকে বেড়িয়েছি যাতে করে কেনাকাটা শেষ করে তারপর গানের ক্লাস এ যেতে পারি।দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই রেডি হয়ে তাড়াতাড়ি করে বেড়িয়ে পড়লাম।
Screenshot_2023_0428_233818.jpg

IMG_20230429_001425.jpg

স্বপ্ন-তে গিয়ে ভিতরে প্রবেশ করলাম,তারপর চারদিকে ঘুরেফিরে সবকিছু দেখে নিলাম কোথায় কি আছে।তারপর আমার প্রয়োজনীয় জিনিসপত্রের লিস্ট অনুযায়ী সবকিছু নিলাম।মেয়েরা তাদের পছন্দসই চকলেট নিলো।মোটামুটি সবকিছু নেওয়া হয়ে গেলে কাউন্টারে গিয়ে বিল পে করলাম।একটা জিনিস ভালো লাগলো তা হলো এখানে কোনো ভ্যাট দিতে হবে না তাই কিছু টাকা বেঁচে গেলো।সবমিলিয়ে খোলা বাজারের চেয়ে খুব একটা বেশি দামের তারতম্য আছে বলে আমার মনে হলো না নির্ধারিত মূল্যই রাখা হয়েছে।মনোরম পরিবেশ,এসির ঠান্ডা হাওয়া,হাতের নাগালেই সবকিছু এবং ওখানকার সকলের অনেক ভালো ব্যবহার সবমিলিয়ে কেনাকাটা করে বেশ মজাই পেয়েছি আমরা।

IMG_20230429_002756.jpg

IMG_20230429_002716.jpg

IMG_20230429_002702.jpg

IMG_20230429_002819.jpg

IMG_20230429_002833.jpg

কেনাকাটা করার পুরো মুহূর্ত টা দেখতে নিচের ভিডিও টি দেখুন।

ভিডিও লিংক

🙏ধন্যবাদ সবাইকে।🙏

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHvi...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv (1).png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনারা বেশ ভালই শপিং করেছেন দেখি স্বপ্ন থেকে। আসলে এ ধরনের সুপার শপ গুলোতে সবকিছু একসাথে পাওয়া যায় তাই খুব ভালোই লাগে।আপনার মিষ্টি মেয়েটি খুব সুন্দর ব্লগ করেছে।

জ্বি আপু সবকিছু একসাথে পেলে খুবই ভালো লাগে।অনেক অনেক ধন্যবাদ আপু।

একই জায়গা থেকে সব ধরনের নৃত্য প্রজনীয় জিনিস পেতে হলে এর জন্য সুপার সপগুলাই পারফেক্ট।
সুপার সব ভ্রমণ করতে এবং কেনাকাটা করতে আমারও খুব ভালো লাগে কেননা অল্প সময়ে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে পাওয়া যায়।।
আপনি বেশ কিছু কেনাকাটা করেছেন সময় বাঁচাতে সুপারশপে গিয়েছেন জানতে পেরে খুব ভালো লাগলো।।

হ্যাঁ ভাইয়া সময় বাঁচাতে এবং কিছুটা কষ্ট কম হয় সেজন্যই সুপার শপে কেনাকাটা করতে যাওয়া।ধন্যবাদ ভাইয়া।

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সুপার শপ থেকে টুকিটাকি কেনাকাটা করার মুহূর্ত। আপনি এবং আপনার মেয়েরা মিলে কেনাকাটা করতে গিয়েছিলেন। আপনার মেয়েরা সেখান থেকে চকলেট কিনেছিল জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

যেহেতু আপনাদের বাসার পাশেই এই সুপার শপটা নতুন করে হয়েছে তাই আপনারা ওখান থেকে খুবই ভালোই কেনাকাটা করেছেন। আপনাদের ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনেছেন আপনারা। ছোট্ট একটি ব্লগের মাধ্যমে তা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো ‌‌।

জ্বি আপু বাসার পাশেই সুপার শপ হয়েছে।মা মেয়ে মিলে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেছি এবং সেই মুহুর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করেছি।ধন্যবাদ আপু।

আসলেই আপু এসব সুপার শপগুলোতে গেলে এই এক সুবিধা একটি জায়গায় সব জিনিস পাওয়া যায় তা না হলে তো বাজারে গেলে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে জিনিসগুলো কিনতে হয়। তাছাড়া বর্তমানে যে গরম। আমি অবশ্য এই টাইপের বাজারগুলো বেশিরভাগ অনলাইন থেকেই করি। ভালো হয়েছে যে আপনাদের এলাকায় স্বপ্ন সুপার শপ হয়েছে। এই সুপার শপের জিনিসগুলো আসলেই ভালো। বেশ ভালোই কেনাকাটা করেছেন দেখছি।

একদম ঠিক বলেছেন আপু,গরমের মধ্যে বাজার করা খুবই কষ্টদায়ক হয়ে যায়।সুপার শপে বাজার করতে বেশ ভালোই লাগে।হাতের নাগালে স্বপ্ন হয়ে বেশ ভালোই হয়েছে।ধন্যবাদ আপু।

আপনি ঠিক বলছেন আপু সুপার শপ গুলো আজকাল সময়ে খুব জনপ্রিয় হয়েছেন। কারণ ঘোরাফেরা করতে হয় না জিনিসের জন্য এক জায়গায় গেলে সবকিছু পাওয়া যায় বেশ ভালই লাগে আমার কাছে। অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি পূর্ণ জিনিস পাওয়া যায় সুপার শপে। আপনি অনেক সুন্দর কেনাকাটা করেছেন স্বপ্ন সুপার শপ থেকে বেশ ভালো লেগেছে।

জ্বি আপু সুপার শপে কোয়ালিটি সম্পন্ন জিনিস গুলো পাওয়া যায়।এবং সেই সাথে একই জায়গায় সবকিছু পাওয়া যায়। সবমিলিয়ে অনেক ভালো লাগে ধন্যবাদ আপু।

সত্যি আপু হাতের নাগালে যদি সবকিছু পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হয়। বর্তমানে প্রায় প্রতিটি উপজেলায় স্বপ্ন শোরুম হয়েছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ঝামেলা ছাড়া কিনে ফেলেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল।

হ্যাঁ আপু এখন মোটামুটি সবখানেই স্বপ্ন হয়েছে,আমাদের এখানে আগে ছিলো একেবারে নতুন হয়েছে।অনেক অনেক ধন্যবাদ আপু।

বাসার পাশে যেহেতু এই সুপার শপটি হয়েছে তাই আপনারা যে কোন সময় ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো কিনে নিয়ে আসতে পারবেন। আপনারা দেখছি ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো কিনে নিয়ে এসেছিলেন এই সুপার শপটি হয়েছিল জেনে ওখান থেকে। সুপার শপ টিতে দেখছি অনেক রকমের জিনিসপত্র রয়েছে। আপনাদের কেনাকাটার পর্বটি পড়ে এবং ব্লগটি সম্পূর্ণ দেখে ভালো লাগলো।

জ্বি ভাইয়া নতুন হলেও স্বপ্নতে সবধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এটা খুবই ভালো লাগছে আমার।একই জায়গায় প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ায় আমরা কেনাকাটা করে বেশ আনন্দ উপভোগ করেছি।ধন্যবাদ ভাইয়া।

গোবিন্দগঞ্জ এখন আর আগের গোবিন্দগঞ্জ নেই দেখছি বড়দি 😉। সব কিছু আপডেট হয়ে যাচ্ছে। তবে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র একদম চোখ বুজে বিশ্বাস করে কেনা যায় এই স্বপ্ন থেকেই। আর যেহেতু কোন ভ্যাট লাগছে না তাই সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা প্যাকেজ হয়েছে 👌👌।

হ্যাঁ ছোড়দা গোবিন্দগঞ্জ এখন আর আগের মতো নেই। এখানে সবকিছুই পাওয়া যায়,জেলার চেয়েও গোবিন্দগঞ্জ বেশি উন্নত।ঠিক বলেছেন ভ্যাট না লাগার কারনে চোখ বুজে সবকিছু কেনা যাচ্ছে বাড়তি কোনো টাকা গুণতে হচ্ছে না।ধন্যবাদ ছোড়দা।

কেনাকাটার দারুন একটি মুহূর্ত আজ আপনি আমাদের মাঝে ফটোগ্রাফিয়ার ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন যা দেখে আমার খুবই ভালো লেগেছে। অসাধারণ একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন যেখানে খুবই আনন্দঘন মুহূর্ত ছিল এবং সাবলীল ভাষায় ব্যক্ত করেছেন সবকিছু যা পড়ে খুব ভালো লাগলো।

অনেক সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।