ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার একটি পেইন্টিং। shy-fox 10%

in hive-129948 •  2 years ago 

"হ্যালো"

আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার দোলযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।

দোলযাত্রকে মনে করা হয় এটি রাধা এবং কৃষ্ণের দিন , এই দিন কৃষ্ণ তার রাধার প্রতি ভালোবাসা নিবেদন করেন। এই দিনটি শ্রী কৃষ্ণের জন্য উৎসর্গীকৃত। এটি বাঙালি ক্যালেন্ডার এর শেষ উৎসব ও। দোলযাত্রার সময় সাধারণত পূর্ণিমার দিন দেখেই নির্ধারিত হয় বলে এটি দোলপূর্ণিমা বলেও জানা যায়। এই দিন বাঙালির ঘরে ঘরে চলে লক্ষ্মী ও নারায়ণ পুজো অৰ্থাৎ রাধা কৃষ্ণ এর পুজো।
IMG_20230307_020025.jpg

IMG_20230307_020614.png

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScvkaNEFhLaVkci7TRsAAKDwtJqsea8WRzPJoPWBLcNnYtqaiKqtSHMmVxmGyKtkMdGAz87cSg3dNk8GuvtGaQYJX82Q2mXzz79tEZcRSrpN.png

উপকরণ
অপসেট পেপার
পেন্সিল
ফেব্রিক কালার
তুলি

IMG_20230307_084327.jpg

ধাপ-১

প্রথমে পেন্সিল দিয়ে শ্রীকৃষ্ণের মুখের আউট লাইনটি এঁকে নিয়েছে।
IMG_20230307_020913.jpg

ধাপ-২

এবার হাত দিয়ে বাঁশি বাজানোর দৃশ্য টি আউট লাইন এঁকে নিয়েছে।
IMG_20230307_020925.jpg

ধাপ-৩

হালকা নীল রং দিয়ে মুখ ও শরীরের অংশ টি রং করে নিয়েছে।
IMG_20230307_020949.jpg

ধাপ-৪

এবার কালো রং দিয়ে চোখ ও ভ্রুর অংশ টি এঁকে নিয়েছে।
IMG_20230307_021006.jpg

ধাপ-৫

এবার এ্যাশ কালার দিয়ে চোখের আইরিশের অংশ টি এঁকে নিয়েছে।
IMG_20230307_021017.jpg

ধাপ-৬

এবার হালকা গাঢ় নীল রং দিয়ে নাক ও মুখের বিভিন্ন অংশে সেড করে এঁকে নিয়েছে।
IMG_20230307_021030.jpg

ধাপ-৭

এবার লাল রং দিয়ে ঠোঁটের অংশ টি এঁকে নিয়েছে।তারপর হালকা কমলা রং দিয়ে মাথার পাগড়ী টি এঁকে নিয়েছে।
IMG_20230307_021045.jpg

ধাপ-৮

এবার কালো ও এ্যাশ কালার দিয়ে মাথার চুল গুলো এঁকে নিয়েছে।
IMG_20230307_021107.jpg

ধাপ-৯

এবার কালো রং দিয়ে কপালে ছোট ছোট চুল গুলো এঁকে নিয়েছে।তারপর সাদা রং দিয়ে কানের দুল কপালের তিলক ও কপাল সাজিয়ে নিয়েছে।
IMG_20230307_021117.jpg

ধাপ-১০

এবার সাদা রং দিয়ে মাথার পাগড়ীতে মুক্তো পুতির মালা, গলায় মুক্তোর মালা এঁকে নিয়েছে,ও লাল রং দিয়ে ফুলের সাদ অংশের মাঝে এঁকে নিয়েছে।
IMG_20230307_021152.jpg

ধাপ-১১

এবার কমলা ও কফি রং মিশিয়ে নিয়ে বাঁশির অংশ টি এঁকে নিয়েছে,তারপর কালো রং দিয়ে বাঁশির ছিদ্র এঁকে নিয়েছে।
IMG_20230307_021210.jpg

ধাপ-১২

এবার আঁকানো পুরোপুরি শেষ এখন নিজের নাম সাইন করে নিয়েছে।
IMG_20230307_123429.jpg

IMG_20230307_020025.jpg

IMG_20230307_020614.png

দোলযাত্রা কে উপলক্ষে করে আমার মেয়ের ছোট্ট একটি প্রচেষ্টা মাত্র। ভগবানকে তার নিজস্ব রূপ দেওয়ার সাধ্য কারও নেই,নিজের কল্পনা ও মনের মাধুরি মিশিয়ে যতটুকু রূপ দেওয়া যায় এই আর কি এর চেয়ে বেশিকিছু নয়।আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

IMG_20230307_020842.png

IMG_20230307_020753.png

IMG_20230307_020714.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের খুবই চমৎকার একটি পেইন্টিং করেছেন। আমি শ্রীকৃষ্ণের অনেক কাটুন দেখেছি। আমার কাটুন গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি খুব বহু শ্রীকৃষ্ণের পেইন্টিং করে ফেললেন দেখে অবাক হলাম। অনেক সুন্দর হয়েছে আপনার পেইন্টিং টা। আমার কাছে অনেক ভালো লাগলো আপনার পেইন্টিং দেখে। এত সুন্দর পেইন্টিং করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আপু আজকের পেইন্টিং টি আমার বড় মেয়ে করেছে।আমরাও আগে শ্রীকৃষ্ণের কার্টুন দেখতাম খুবই ভালো লাগতো।অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনার মেয়ের প্রতিভা দেখে সত্যিই মুগ্ধ হলাম। আসলে আপনার মেয়ের অনেক গুণ রয়েছে। এত সুন্দর একটি পেইন্টিং সে করেছে ভাবতেই ভালো লাগছে। মনে হচ্ছে যেন কোন প্রফেশনাল আর্টিস্ট এই পেইন্টিং করেছে। যাই হোক দোলপূর্ণিমা উপলক্ষে করা এই পেইন্টিং আমার ভীষণ ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল মামনির জন্য।

আপু আমার মেয়ের এতো প্রশংসা করেছেন যা আমার জন্য সত্যিই অনেক বড় পাওয়া। আমি জীবনে কিছুই করতে পারিনি,তাই সবসময়ই চেষ্টা করি যাতে মেয়েরা ভালো কিছু করে। দোয়া করবেন আপু আগামীতে যেনো আরও অনেক ভালো কিছু করতে পারে।অনেক অনেক ধন্যবাদ আপু।

আজকের দিন বাঙালির ঘরে ঘরে যে রাধা কৃষ্ণ এর পুজো হয় এই ব্যাপারটা আমার জানা ছিল না দিদি। যাইহোক ভগবান শ্রীকৃষ্ণের অসাধারণ একটি পেইন্টিং করেছেন আপনি । আপনার শেয়ার করা পেইন্টিংটি দেখে মুগ্ধ হয়ে গেলাম দিদি। এত সুন্দর একটি পেইন্টিং করে আমাদের সবার সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

হ্যাঁ দাদা আজকের দিনে রাধাকৃষ্ণের পুজো করা হয়, এবং অনেক বাড়িতে লক্ষ্মী পুজো করা হয়। দাদা ভগবান শ্রীকৃষ্ণের পেইন্টিং টি আমার বড় মেয়ে করেছে,ওর জন্য আশীর্বাদ করবেন যাতে আগামীতে আরও অনেক ভালো কিছু করতে পারে।ধন্যবাদ দাদা।

ভগবান শ্রীকৃষ্ণের পেইন্টিং টি আমার বড় মেয়ে করেছে

আপনার বড় মেয়ে তো খুব দক্ষ পেইন্টিং করার দিক থেকে। অনেক অনেক আশীর্বাদ রইল আপনার বড় মেয়ের জন্য।

জল রং দিয়ে আঁকা পেইন্টিং গুলো সত্যি বেশ দুর্দান্ত হয়ে থাকে। বাস্তব চিত্র ফুটে উঠে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার একটি পেইন্টিং করেছেন। বেশ অসাধারণ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের এত চমৎকার পেইন্টিং দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে।

চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।