নমস্কার,
প্রথমেই জানাই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইলো।
আমার তরফ থেকে সবাইকে নমস্কার, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন। আজকে আমি আমার বাংলা ব্লগ গ্রুপে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছি। তাই আমি আমার সম্পর্কে ও আমার পরিচয় পরিচিত সম্পর্কে আপনাদের সম্পকে সব কিছু জানাতে চাই।
আমার নাম: রঞ্জন দাস
স্টিমিট আইডি: @cineghost
বয়স: ২৩ Prav
জাতীয়তা: আমি একজন ভারতীয়
Adds:- হুগলি
প্রথমেই আসি আমার পরিবারের সম্পর্কে কিছু বলি,
আমার পরিবার খুবই ছোট, মা বাবা আর আমি তাদের একমাত্র সন্তান, ছোটো পরিবার সুখী পরিবার। আমার বাবা একজন স্কুল শিক্ষক, আর আমার মা একজন House wife।
এর পর আসি আমার শিক্ষাগত যোগ্যতায়,
আমি ২০১৫ সালে মাধ্যমিক পাস করি, তার পর 2017 সালে উচ্চমাধ্যমিক এ উর্তিন হই, আমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, তাই সেই স্বপ্ন পূরণ করার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে B tech পড়াশোনা শুরু করি এবং 2021 সালে B tech গ্রাজুয়েশন শেষ করি, এবং আমার স্বপ্ন পূরণ করি একজন ইঞ্জিনিয়ার হিসাবে। ঈশ্বর কে অসংখ্য ধন্যবাদ এর জন্য।
আমার কলেজ লাইফের কিছু পুরোনো ছবি, ছবি গুলো দেখলে আজও ইমোশনাল হয়ে পড়ি।
এরপর আসি কর্মরত জীবনে,
B tech পাস করার সাথে সাথে আমি একটি MNC কোম্পানিতে কর্মরত হই, কোম্পানির নাম BOSCH, যেটা পুনে তে অবস্থিত, আর এই কাজের কারণে আমার সুন্দর পরিবার ছেড়ে আমাকে অনেক অনেক দূরে থাকতে হয়, মা বাবা থাকে গ্রামের বাড়িতে আর আমি থাকি 2600 কিমি দূরে মা বাবাকে ছেড়ে।
পিক: Bosch অফিসিয়াল
এরপর বলি আমার সুন্দর গ্রামের নিয়ে কিছু কথা,
আমার গ্রাম সুন্দর সুশ্রী, চারদিকে সবুজ ধান ক্ষেতে ভরা, সবুজ গাছের ছায়ায় মোড়া, সুন্দর কোমল বয়, এককথায় বলা যায় সুন্দর মনোরম পরিবেশ, যা দেখলে চোখ জুড়িয়ে যায়।
আমরা বন্ধুরা যেখানে আড্ডা দিতাম, জায়গাটা এখনো আছে গাছগুলি এখনো আছে শুধু আড্ডা দেয়ার জন্য সেই ছেলেগুলো এখন আর নেই।
আমার শখ বলতে, আমি সত্যি বলতে অনেক কিছুই করতে পছন্দ করি,
১: রান্না করা, আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি।
২: ফটোগ্রাফি, ফটোশুট এর শখ অনেক পুরোনো, আর এখন তো ফোন সব সময় সাথেই থাকার, তাই ছবি তুলতে আরো সুবিধা, খুবই
আনন্দের সাথে বলি আমি নিজে একটা DSLR ও কিনেছি, canon 1500D, সবই ঈশ্বরের আশীর্বাদ।
এছাড়াও ছবি আঁকা, ফটোশপ, ক্রিকেট খেলা, কোনো কিছু বিষয়ের উপর লেখা লেখি করা, আরো অনেক কিছু, ভবিষতে অনেক কিছু share করবো।
আমি এই প্লাটফর্মে এর কথা youtube থেকে জানতে পারি, তারপর @rme দাদার কাজ দেখে খুবই উৎসাহ পেলাম, এবং গভীর আগ্রহ জন্মালো, এবং তারপর আপনাদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি, আশাকরি ভবিষ্যতে আরো কাজ করার সুযোগ পাবো।
সত্যি কথা বলতে আমি এই গ্রুপের নিয়মাবলী না দেখেই পোস্ট করি, যেটা খুব বড়ো অপরাধ করেছি তার জন্য করজোড়ে বিনম্র ভাবে সবার কাছে ক্ষমা চাইছি। তারপর এই গ্রুপের discorde গিয়ে নিয়মবালি দিলে অবগত হই আমি, আর @ayrinbd দিদির নিয়মবালি উপরে যে কমেন্ট দেখেছি যেটা আমায় খুবই সাহায্য করে কি কি নিয়ম মানতে হবে, এছাড়াও @pujaghosh দিদির পোস্ট গুলো আমাকে খুব সাহায্য করেছে। তাই আমি উপকৃত, ধন্যবাদ দিদিদের। ভবিষ্যতে আপনাদের সাহায্য পেলে খুব উপকৃত হব, দয়া করে সাহায্য করবেন আমায়।
আজ এই পর্যন্ত বলেই শেষ করছি, আমার অনেককিছু বলার আছে, অনেককিছু share করার আছে,
ভেরিফিকেশন এ পাস করলে আবার ও কথা বলার সুযোগ হবে, সবার সু সাস্থ কামনা করি। সবাই ভালো থাবেন। আবারও নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা রইলো, এই নতুন বছর যেন সবার খুব খুব খুব ভালো কাটে।
ধন্যবাদন্তে,
রঞ্জন দাস @cineghost
আপনাকে আমি চিনিনা ভাই। তবে আমার পোষ্ট গুলো আপনাকে অনেক সাহায্য করেছে জেনে খুবই ভালো লাগলো আমার। আপনার যাত্রা শুভ হোক এই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদিভাই প্রথমেই আপনাকে ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার, দিদিভাই আপনার যে rply এলো এতেই আমি নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। ভবিষ্যতে আপনার সাহায্য পার্থনীয় দিদিভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আমাকে এতোটা সম্মান জানালেন দেখে খুব খুব খুশি হয়েছি আমি। অবশ্যই আপনার সাহায্য লাগলে বলবেন, আমার জানা থাকলে অবশ্যই সাহায্য করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদিভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগলো আপনার সম্পর্কে জানতে পেরে। আশাকরি কমিউনিটির সমস্ত নিয়ম কানুন মেনে এখানে কাজ করে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা কমেন্ট করার জন্য, হা দাদা অবশ্যই কমিউনিটির নিয়ম মেনেই কাজ করবো, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পরিচয় পর্বটি পড়ে খুব ভালো লাগলো, আশা করছি আপনার থেকে আমরা চমৎকার চমৎকার রেসিপি এবং ফটোগ্রাফি পাব, হয়তো খুব শীঘ্রই আপনি আমাদের কমিউনিটির নিয়ম গুলো মেনে একজন ভেরিফাইড ব্লগার হতে পারবেন আমি আপনার শুভ কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে হার্দিক ধন্যবাদ দাদা কমেন্ট করার জন্য, অবশ্যই, অনেককিছু বলার, অনেক কিছু শোনানোর আছে আমার ঝুলিতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর ভাবে আপনার পরিচিতি পোস্ট উপস্থাপন করেছেন ভালো লাগলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদিভাই, পোস্টটি ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো, চেষ্টা করবো ভবিষতে আরো ভালো ভালো পোস্ট দিতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।
আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।
কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।
আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW
নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।
"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@cineghost জয়েন discord.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা দিদিভাই কালকেই join করে নিয়েছি,
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit