।। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ।।

in hive-129948 •  2 years ago  (edited)

images - 2023-04-21T215224.859.jpeg

।। পরিবারের সকল সদস্যদের জানাই অগ্রীম শুভেচ্ছা ।।

     আজ ২১এ এপ্রিল ২০২৩
              শুভ সন্ধ্যা

নমস্কার, আমি রঞ্জন @cineghost, পশ্চিমবঙ্গ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবারের এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি দাদা ও ডিডিভাইরা? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। আগামী কাল ঈদ, ঈদ মানে খুশির দিন, আনন্দের দিন। আর ঈদের খাবার হলো ঈদের আনন্দ। ঈদের আনন্দ ছিলো স্কুল জীবনে, সত্যি কোনো দিনও ভোলার নয়। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটাও ঈদ মিস যায় নি আমার, সত্যি। ৩ বন্ধুর বাড়িতে গিয়ে খাওয়া আর তারপর তাদের সাথে ঘুরতে যাওয়া। বন্ধু হলো একজন শেখ ইমজিয়াজ, একজন ফিরোজ হোসেন, আর একজন রাজেশ আলী। দু একদিন আগের থেকেই স্কুলে বসেই সব কিছু প্ল্যান হয়ে যেত। কোথায় কোথায় ঘুরতে যাওয়া হবে। তবে বেশি দূরে যাওয়া হতো না, কারণ আমরা এত তাও বড়ো হয়নি তাই।

সকালে প্রাইভেট টিউশনি থাকতো প্রতিদিন, সকালে স্যারের কাছে পড়ে। স্কুলের মাঠে গিয়ে বসের থাকতাম, ঈদগাহ টা ঠিক স্কুল মাঠের পাশেই। অপেক্ষা করতাম কখন ঈদের নামাজ শেষ হবে, নামাজের পরে কবর স্থান থেকে ফিরে আসার পর আমাদের ডাক পড়তো খেতে যাবার জন্য। ইমতিয়াজের মায়ের হাতের সিমুই আর ফিরোজের মায়ের হাতের লাচ্চা উফফ সে যেন ছিল এক অমৃত, সেই স্বাদ ভোলার নয়। আর খাওয়া দাওয়ার পর হতো বেড়াতে যাওয়া। প্রথম প্রথম সাইকেলে, একাদশ শ্রেণীর পর bike এ করে, আজও সেই দৃশ্য গুলো চোখের সামনে ভেসে ওঠে।

এখন মাঝে মাঝে ভাবি কেন বড়ো হলাম, সেই খুশির সোনালি আনন্দের দিনগুলো যেন কোথায় হারিয়ে গিয়েছে, যোগাযোগ আছে সবার সাথে কিন্তু সেই আগের মতো একসাথে বসে গল্প করা একসাথে খাওয়া দাওয়া একসাথে আড্ডা মারা সেই সব দিন গুলো যেন কোথায় হারিয়ে গিয়েছে। সবাই যে যার নিজের জীবন নিয়ে ব্যাস্ত। কিন্তু এটাই তো কালে নিয়ম তাই না। বন্ধু সম্পর্কটা পৃথিবীতে ছিল বলেই মনে হয় মানুষ আজও বেঁচে আছে।

FB_IMG_1682094549056.jpg

এই হলো সেই ইমতিয়াজ

FB_IMG_1682094585339.jpg

এ হলো ফিরোজ

FB_IMG_1682094624086.jpg

আর ইনি হলেন রাজেশ

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63EzJkCoSKKtqLR9nX3YSyjVShEtA13eAPdcRDuvTvZkWUHLZpNEicZu9EF9xS1KwGzz9KkFm4MMVJbGiv...s64PSwc3TBMrEmeN7Q1VYGssCuLmmXnbEvkEeJyhGVri9ge74RoTTjCj2Z6H5T3UHWVTee6GbnTigSycigMx6Ai4WcCAcR3goGUqtcajkU1jbR8sxMMYbeiNjx.png

রাত পোহালেই ঈদ, আজ তো চাঁদরাত তাই না। কাল সকালে সব মুসলমান ভাইরা যাবেন ঈদ গাহে নামাজ পড়তে, কালের দিনটার জন্য সব মুসলমান ভাইরা সারা বছর অপেক্ষায় থাকে। তাই সবাই আনন্দ করুন।

আমার মনে হয় সবার এই রকম ছোটো বেলার স্মৃতি আছে। কমেন্ট বক্সে জানান। আমিও জানতে চাই সেই স্মৃতির কথা। অবশ্যই জানাবে কিন্তু অপেক্ষায় রইলাম।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63EzJkCoSKKtqLR9nX3YSyjVShEtA13eAPdcRDuvTvZkWUHLZpNEicZu9EF9xS1KwGzz9KkFm4MMVJbGiv...s64PSwc3TBMrEmeN7Q1VYGssCuLmmXnbEvkEeJyhGVri9ge74RoTTjCj2Z6H5T3UHWVTee6GbnTigSycigMx6Ai4WcCAcR3goGUqtcajkU1jbR8sxMMYbeiNjx.png

আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে কোনো ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন। আজ বিদায়। শুভ রাত্রি।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়:- আমি রঞ্জন দাস, স্টিমিট আইডি @cineghost। আমি পশ্চিমবঙ্গে থাকি, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। একজন গর্বিত বাঙালি।

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই দাদা আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।