আজ ১৯এ এপ্রিল ২০২৩
শুভ সন্ধ্যা
নমস্কার, আমি রঞ্জন @cineghost, পশ্চিমবঙ্গ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ পরিবারের এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি দাদা ও ডিডিভাইরা? কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন।আমিও খুব ভালো আছি। আজকে একটা সুন্দর পেইন্টিং নিয়ে হাজির হয়েছি।এটি আমার প্রথম পেইন্টিং স্টিমিটে শেয়ার করা।আমি খুব একটা ভালো পেইন্টিং করতে পারিনা তবুও চেষ্টা করেছি মাত্র। পেন নিয়ে আঁকিবুকি করতে ভালোবাসি তাই মাঝে মাঝে এই রকম একটা দুটো কাগজের পাতায় ফুটে ওঠে, তাই আমি খুব সহজেই পেইন্টিং টি করেছি। আজ অফিসে বসেছিলাম আর পেনটা নিয়ে আঁকিবুকি করছিলাম। আর সেই আকিবুঁকিটাই আপনাদের কাছে share করলাম এই আরকি। আমি যেভাবে পেইন্টিংটি করেছি,আপনাদের মাঝে পেইন্টিং এর ধাপগুলো নিম্নে তুলে ধরার চেষ্টা করছি।।
প্রথমে বলি কি ব্যবহার করেছি
সেই রকম কিছুই না একটা A4 কাগজ আর বলপেন।
প্রথম ধাপ
- দ্বিতীয় ধাপ
*তৃতীয় ধাপ
- চতুর্থ ধাপ
- পঞ্চম ধাপ
- ষষ্ঠ ধাপ
- সপ্তম ধাপ
- সম্পূর্ণ ছবি
- ছবি এঁকেছি আমি নিজেই (@cineghost)
- ফটোগ্রাফি ডিভাইস: রেডমি নোট ৭ প্রো
আশা করি আমার আজকের পেন আর্টি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত থাক আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা করে দেবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন হাসতে থাকবেন ।
🌹 ধন্যবাদ সবাইকে🌹
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@cineghost অনেক সুন্দর একটি অংকন উপ্সথাপন করেছেন, সত্যি প্রশংসনীয়।
তবে এই মুহুর্তে আপনি পোস্ট অফ রাখুন, আপনার পোস্ট করার নিয়ম জানতে ক্লাসে জয়েন হতে হবে,
এর আগে পোস্ট করলে আপনার পোস্ট কিউরেশনে যাবে না।
আর ক্লাসের সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। discord এ জয়েন করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদিভাই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন টা দেওয়ার জন্য। অবশ্যই ক্লাস join করবো। অবশ্যই ক্লাস করবো। কিভাবে পোস্ট অফ করতে জানা নেই যে, কিভাবে করবো সেটা যদি একটু বলেন দিদিভাই @ayrinbd তাহলে খুব উপকার হত দিদিভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit