একদিন নক্ষত্রবাড়ি রিসোর্টে কাটানো সুন্দর সময় ||

in hive-129948 •  2 years ago 

IMG20220805141532.jpg

রিসোর্ট এর কটেজ এর ছবি


নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আমার পরিবারের সাথে কাটান একটি দিনের অনুভূতি আপনাদের সাথে ভাগ করে নিব। আশা করি আপনাদের ভাল লাগবে। আসলে অনেক দিন পর একটু ঘুরতে বের হওয়া হয়েছিল। আর প্রকৃতি আর সবুজ পরিবেশ আমার খুব পছন্দের। তাই আমরা ঘুরতে যাওয়ার জন্য গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্য্যে মুখরিত নক্ষত্রবাড়ি রিসোটি নির্ধারণ করি।

IMG20220805141505.jpg


শুরুতে নক্ষত্রবাড়ি রিসোর্ট সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। নক্ষত্রবাড়ি রিসোর্টটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরের চিনাশুখানিয়া নামে একটি গ্রামে অবস্থিত। রিসোর্টটি বাংলাদেশ এর জনপ্রিয় অভিনেতা, চিত্র পরিচালক এবং স্থপতি তৌকির আহমেদ এবং তাঁর স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী, নাট্যশিল্পী এবং চিত্রকর বিপাশা হায়াতের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। শহরের কোলাহল এবং যান্ত্রিকতা থেকে বহুদুরে গ্রামের ঘন সবুজ পরিবেশে অবস্থিত এই রিসোর্টে আসলে আমাদের নিয়ে গিয়েছে এক সম্পূর্ণ ভিন্ন জগতে। এছাড়াও এই রিসোর্টে রয়েছে কনফারেন্স সেন্টার, সুইমিং পুল, লেক যেখানে নৌকা ভ্রমন করারও ব্যবস্থা রয়েছে।


IMG20220805141936.jpg

IMG20220805141815.jpg

IMG20220805141614.jpg

IMG20220805141912.jpg


আমরা আসলে এখানে সারাদিন কাটানোর জন্য গিয়েছিলাম। তাই, সকাল নয়টার দিকে আমি আর আমার স্বামী বাসা থেকে বের হয়েছিলাম। এরপর মেম্বেরবারি নামক জায়গা থেকে আমরা একটু নাস্তা করে নিলাম এবং ওখান থেকে আমাদের দুই জন বন্ধু আমাদের সাথে যাবে বলে আমাদের গাড়ীতে উঠল। এবার আমরা খুব আনন্দের সাথে রওনা হলাম এবং চল্লিশ - পঞ্চাশ মিনিট এর মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। প্রথমেই আমারা গাড়িটি পার্কিং করে আমরা প্রবেশ করার জন্য ফী দিয়ে দিলাম ।শুরুতে ঢুকেই আমাদেরকে স্বাগতম পানীয় দেওয়া হল। চারদিকে সুন্দর সবুজ পরিবেশ দেখে খুবই ভাল লাগছিল। এরপর আমারা চারপাশ ঘুরতে শুরু করলাম। চারপাশ ঘুরছিলাম আর আমরা ছবি তুলছিলাম। এরপর দুপুর এর খাওয়া আমরা রিসোর্ট এর ভিতর এই খেয়ে নিলাম। এরপর কিছুক্ষণ একটু বিশ্রাম নিয়ে আমরা লেক এর পাশে বসে ছিলাম এবং প্রকৃতি উপভোগ করছিলাম।

20220805_120256.jpg

20220805_141656.jpg

20220805_141831.jpg

20220805_124042.jpg


এরপর বিকাল এর দিকে আমরা আবার রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশে। এককথায় জায়গাটা ক্লান্তি এবং অবসাদ দূর করার জন্য এবং পরিবারের সদস্যদের সাথে আনন্দে সময় কাটানর জন্য দারুন ।

ক্যামেরা পরিচিতি : Real me GT master
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জায়গা টি অত্যধিক সুন্দর।আর আপনার সুন্দর ফটোগ্রাফি এই সুন্দর জায়গা টিকে আরো ভালভাবে ফুটিয়ে তুলেছে।

একদিন নক্ষত্রবাড়ি রিসোর্টে কাটানো সুন্দর সময় আপনি ঠিকই বলেছেন অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন আনন্দের মধ্য দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর ফটো আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বোঝা যাচ্ছে অনেক আনন্দময়ী ছিল জায়গাটা ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপু রিসোর্ট টি খুব সুন্দর। এমন রিসোর্টে ঘুরতে আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে যেখানে নৌকা ভ্রমণ সুইমিং করার জায়গা থাকে। সেখানকার ছবিগুলো দেখতে বেশ সুন্দর লাগছে আপু।

নক্ষত্রবাড়ি রিসোর্টে কাটানো সুন্দর সময় গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। রিসোর্ট টা অনেক সুন্দর ছিল।এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য্যে সবুজ পরিবেশে মন্ডিত রিসোর্ট বেশ ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

খুব ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে । আপনি অনেক সুন্দর করে প্রতিটি জায়গা এবং কটেজের পরিচয় তুলে ধরেছেন। ক্যামেরায় ধারন করা চিত্র গুলো ও ছিলো অনেক সুন্দর। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

গাজীপুরের অনেকগুলো রিসোর্টে যাওয়া হয়েছে তবে নক্ষত্র বাড়ি রিসোর্ট এ কখনো যাওয়া হয়নি। অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা দিলেন আপু। তবে লোকেশন টি ব্যবহার করলে আরো ভালো হতো। নিয়মিত পোস্ট করার চেষ্টা করুন এবং অন্যের পোস্টে কমেন্ট করার চেষ্টা করুন ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া। আমি লোকেশন পোস্ট এ উল্লেখ করে দিয়েছি।

w3w লোকেশন কোডের কথা বলেছি আমি।

ধন্যবাদ ভাইয়া । পরবর্তীতে অবশ্যই দেওয়ার চেষ্টা করব।