1899 (স্পয়লার এলার্ট)

in hive-129948 •  5 months ago 

1000046985.jpg

বিশ্বাস করেন আমি ছোট বেলায় ভাবতাম যে এখন যা করতেছি তা যদি একটা স্বপ্ন হয় , মানে আমি কোনো দিন ঘুম থেকে উঠলাম আর এতদিন যা করেছি তা একটা স্বপ্ন ছিল।
Dark দেখার পর এই নির্মাতাদের আর কি সিরিজ আছে দেখতে গিয়ে এটা পেলাম। দেখার পর মনে হলো আরেখটা মাস্টারপিস দেখলাম।
যা দেখবে তার সব কিছু সত্য়ি নাও হতে পারে, হতে পারে সব কিছু স্বপ্ন।
(প্লট)
মোরা ফ্রাঙ্কলিন একজন ডাক্তার, তার একদিন ঘুম ভাঙ্গে এবং সে দেখতে পায় সে একটি জাহাজের মধ্যে আছে যেটা নিউ ইর্য়ক এর উদ্য়েশে যাত্রা শুরু করেছে । সে যাচ্ছিল কারন তার ভাই আগে একটি জাহাজ (প্রমিতিউস) এর মধ্যে ছিল এবং দুর্ভাগ্য বশত সে জাহাজ হঠাৎ সমুদ্রে হারিয়ে গিয়েছিল। এবং মোরার কাছে চিটি এসে ছিল যে তার ভাই জীবিত আছে । এরপর কাহিনী অনেক গতিতে এগিয়ে গেছে না দেখলে বুঝতে পারবে না ,……………

Dark সেরিজটির নির্মাতা Jantje Friese. Dark সিরিজটা সেই লেভেলের মাস্টারপিস ছিলো/আছে। Dark টাইম ট্রাভেল রিলেটেড সিরিজ ছিলো। পুরোটাই কনফিউশান এ ভরা ?. কে কার মা-বাপ, কে কার girl-friend মাথা আউলায় যায়। আমার চ্যালেঞ্জ থাকলো ৯৮% মানুষ ১ম দেখাতে Dark সিরিজটা ভালোভাবে বুঝতে পারবে না। Jantje Friese এই ব্যাক্তির মাথায় এত কমপ্লিকেটেড চিন্তা ভাবনা আসা কোথা থেকে ?
1899 এই সিরিজটাও সেই লেভেলের একটা সিরিজ। এই সিরিজটাও কনফিউশান এ ভরা। তবে Dark এর মতো অতটা কমপ্লিকেটেড না।
আসলে 1899 এই সিরিজটা যতক্ষন চলছিলো চোখ সরানোর উপায় নাই ভাই। সব ক্যারেক্টর অসাধারণ অভিনয় করেছেন। হরর টাইপ হলেও খুব একটা হরর না। আপনি দেখতে বসলে প্রথমের দিকে হালমা বিরক্ত লাগলেও মন দিয়ে দেখবেন একটু। এখানে একটা করে এপিসোড শেষ হচ্ছে আর কাহিনী তত গভিরে যাচ্ছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!