জীবনে আমরা যতই বড় হই না কেন জীবনের প্রতিটা পর্যায়ে শৈশবের কিছু স্মৃতি আমাদেরকে সেই সব দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। যে সব দিনে আমাদের তেমন কোন টেনশন ছিল না, না ছিল অন্যান্য চিন্তাভাবনা, ফ্যামিলি চালাতে হবে কিংবা কারো দায়িত্ব। তখন শুধুমাত্রই ছিল পড়াশুনোর একটু চাপ। তাছাড়া সারাদিন খেলাধুলা এবং বন্ধু বান্ধব নিয়ে আমরা পড়ে থাকতাম। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম। একসাথে খেলাধুলা করতাম। কি চমৎকার দিন গুলো ছিল কিন্তু এখন যখন পিছনে ফিরে তাকাই তখন সে সব মুহূর্তগুলো অনেকটাই মিস করি।
ঘটনাটি আমার শৈশবকালের সে সময়ে আমরা সম্ভবত ক্লাস টু কিংবা থ্রি তে পড়ছিলাম এবং সেটা একুশে ফেব্রুয়ারির আগের রাত ছিল। আমরা সাধারনত একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা করি তখনও এসব বিষয়ে খুব মাতামাতি করতাম। যদিও তখন আমাদের কাছে টাকা পয়সা ছিল না তবে আশেপাশে প্রচুর বাগান ছিল। সেসব বাগান থেকে অনেক ফুল চুরি করে সেই ফুল আবার শহীদদের স্মরণে শহীদ মিনারে দিয়ে আসতাম, ভাবতেই অবাক লাগে হাহাহা।
তো সেবার আমাদের আশেপাশের যেসব বাগান ছিল। সেখানে পাহারাদাররা ছিল বিধায় সেখান থেকে ফুল চুরি করতে পারেনি। পরবর্তীতে গিয়েছিলাম ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের সামনে বিরাট বড় একটি বাগান ছিল এবং রাত দশটার পরে সেখানে খুব একটা মানুষ থাকে না। তাই আমরা দুই তিনজন বন্ধু চুপ করে সে বাগানের মধ্যে ঢুকে পড়ি এবং অনেকগুলো ফুল ছিড়ে আনি। যদিও আমাদেরকে কেউ দেখতে পারেনি তবে সেই বিষয়গুলো অনেকটা আনন্দঘন এবং অনেকে ভালো কিছু স্মৃতি।
পরবর্তীতে সেই ফুলগুলো দিয়েই শহীদ মিনারে শহীদদের স্মরণে আমরা ফুল দিয়ে আসি এবং নিজের মধ্যে একটি আত্মতৃপ্তি কাজ করছিল। যদিও চুরি করা ফুল ছিল। আপনারা কি কখনো ছোটবেলায় এমন ঘটনা ঘটিয়েছেন? তাহলে অবশ্যই মন্তব্যে লিখতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।