এলিমিনেটরে মুখোমুখি রাজস্থান রয়েলস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

in hive-129948 •  6 months ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গতকাল আইপিএলের সেমিফাইনালে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে রাজস্থান রয়েলস প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শুরুটা হয় দারুন। শুরু থেকেই কোহলি দারুন আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। অপর প্রান্ত থেকে ডুপ্লেসিস তাকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছিলো। কিন্তু দলীয় ৩৭ রানের মাথায় ডুপ্লেসিস এবং ৫৬ রানের মাথায় কোহলি আউট হয়ে গেলে বেঙ্গালুরু কিছুটা চিন্তায় পড়ে যায়।


Screenshot_20240523_144653.jpg

স্ক্রিনশট নেওয়া হয়েছে Kami Tv চ্যানেল থেকে

তারপরে রজত পাতিদার এবং ক্যামেরুন গ্রীন মিলে ৪১ রানের একটি ছোট্ট কিন্তু কার্যকরী পার্টনারশিপ উপহার দেন। দলীয় ৯৭ রানের সময় ক্যামেরুন গ্রীন এবং ম্যাক্সওয়েল পরাপর আউট হয়ে গেলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আবার সমস্যায় পড়ে যায়। এক প্রান্ত থেকে রজত পাতিদার দারুণ খেলতে থাকেন। রজত পাতিদার দলীয় ১২২ রানে আউট হয়ে গেলে শেষের দিকে লারমারের আক্রমণাত্মক ইনিংসের কল্যাণে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৭২ রান করতে সমর্থ হয়। লারমার মাত্র ১৭ বলে ৩২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন।


১২৩ রানে জবাবে ব্যাটিং করতে নেমে রাজস্থানের রয়েলসের ব্যাটসম্যানরা দারুন সূচনা এনে দেন। জেইসওয়াল এর দারুন ব্যাটিংয়ে রাজস্থান রয়েলস মাত্র ছয় ওভারে ৫০ রান অতিক্রম করতে সমর্থ হয়। তবে এদিন রাজস্থান রয়েলসের কোন ব্যাটসম্যান ও তেমন বড়ো কোন ইনিংস খেলতে পারেনি। যাইসওয়াল ৩০ বলে ৪৫ রান করেন। আর এরপরে রিয়ান পরাগ ২৬ বলে ৩৬, হেট মায়ার করেন ১৪ বলে ২৬ আর রভমান পায়েল ৮ বলে ষোল রানের ঝোড়ো ইনিংস খেলেন। মূলত এই তিনটি ইনিংসের উপর ভর করে রাজস্থান রয়েলস ম্যাচটি চার উইকেটে জিতে নেয়। এই ম্যাচ হেরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জেতার স্বপ্ন ভেঙে গেলো। আর রাজস্থান রয়েলস পৌঁছে গেলো ফাইনালে। দুর্দান্ত বোলিং করার জন্য রবিচন্দ্র আশ্বিন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এখন দেখা যাক ফাইনালে কে তাদের প্রতিপক্ষ হয়।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!