আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
গতকালকে আসলে কিছু কিছু নিউজ দেখে মনটা অসম্ভব রকমের ভারাক্রান্ত হয়ে আছে। আসলে অনেক সময় আমরা যা ভাবি না, আমরা যা কল্পনাও করতে পারি না, সেসব হয়ে যায়। গতকালকের রাতে নিউজ ফিড স্ক্রল করছিলাম, ঘুম আসছিলো না তাই। যদিও এর পরের দিন ক্লাস ছিলো। তাও রাতে নিউজফিড ক্রল করছিলাম। হঠাৎ করেই কিছু নিউজ চোখের সামনে আসলো এবং দেখে যেনো আত্মাটা কেঁপে উঠলো।
কয়েকটা ছবি দেখলাম যে, সেখানে আমাদের দেশের পতাকা রক্তাক্ত। তাও আবার আমাদের দেশের শিক্ষার্থীদের রক্তে। অর্থাৎ তারা একটা যৌক্তিক বিষয় নিয়ে আন্দোলন করছিলো এবং কিছু সন্ত্রাসী তাদের উপর হামলা চালায় এবং তাদের কাছে যে পতাকা গুলো ছিলো অর্থাৎ শিক্ষার্থীদের কাছে। তারা সেসব দিয়েই আসলে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছিলো। অর্থাৎ ওই যে সন্ত্রাসীরা হামলা করেছেন। সেই জায়গাগুলো বাধার চেষ্টা করছিলো। কারণ তারা অনেক বেশি রক্তাক্ত হয়েছিলো সন্ত্রাসীদের আঘাতে । এই ব্যাপার গুলো শুনতে হয়তো অনেকটা স্বাভাবিক মনে হয় কিংবা পড়তে অনেকটা স্বাভাবিক মনে হয়।
কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, আমাদের দেশের পতাকা আমাদের দেশের শিক্ষার্থীদের রক্তে লাল হয়ে আছে। কি বীভৎস একটি চিত্র!তাই না? একটা দেশের অবস্থা আসলে কতোটা অবনতি ঘটলে এই ব্যাপারটি ঘটতে পারে, তা আমার জানা নেই। কিন্তু ওই বাবা মা গুলোর কথা মোটেও ভাবতে পারছি না, যে বাবা মা গুলো তাদের ছেলেমেয়েদের রাস্তায় নামিয়ে ছিলো দেশটাকে শুধানোর জন্য। আর সেই বাবা মায়েদের হাতে এখন সেই ছেলেদের রক্তমাখা পতাকা। সত্যি ভাবতে পারছি না। আসলে একটা সমাজের যখন সমাজ ব্যবস্থাটাই নষ্ট হয়ে যায়। একটা দেশের যখন মূল শক্তিটাই অপশক্তিতে পরিণত হয়। তখন আসলে দেশের জনগণের কিছুই করার থাকে না। যেমনটা আমরা বর্তমানে ওই শিক্ষার্থীদের দেখে বুঝতে পারছি।
কারণ কিছু কোমলমতি শিক্ষার্থীর রক্তে রঞ্জিত হয়ে আছে আমাদের দেশের পবিত্র পতাকা। যেই পতাকাটি ছিনিয়ে আনার জন্য আমাদের দেশের অনেক অনেক দামাল ছেলেকে, কিশোরী নারী কিংবা বৃদ্ধাকে নিজেদের রক্ত দিতে হয়েছে। নিজেদের প্রাণ দিতে হয়েছে। আর আবারও আজকে যখন পবিত্র পতাকা নিয়ে মিছিল করার সময়, দেশকে ভালো কিছু দেওয়ার জন্যে শিক্ষার্থীরা রাস্তায়।তখন আবার শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়েছে এবং তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে!