আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম এমন একটা লেখা নিয়ে পোস্ট করি। যেটা নিয়ে হয়তো আমাদের চারপাশের বর্তমানে অনেক বেশি আলাপ-আলোচনা হচ্ছে। কিন্তু তাও ভাবলাম যে নিজের বক্তব্যগুলো সব সময় তুলে ধরাটার একটা ভালো দিক রয়েছে।
অনেক মানুষকেই অনেক সময় বলতে দেখি যে স্বাধীন তো একবার হয়ে গিয়েছে। সেটা হোক দেশ সেটা হোক নিজের ব্যক্তিত্বের অবস্থা কিংবা সেটা যা ই হোক না কেনো। স্বাধীনতা যে একবার অর্জন করলেই আর এরপরে কখনোই অর্জন করা যাবে না এমন আসলে কোনো ব্যাপার নেই। কারণ স্বাধীনতার মধ্যেই অনেক সময় অনেক মানুষ আবার পরাধীন হয়ে পরে। কারণ ক্ষমতার লোভ, ক্ষমতার দাম্ভিকতা খুব কঠিন এবং ভয়ঙ্কর একটি ব্যাপার। ধরুন, যারা আপনার জন্য তার দেশকে কিংবা তার সমাজকে স্বাধীন করেছে। ঠিক তারাই আবার অন্যকে পরাধীন করতে চায়।
অর্থাৎ যে স্বাধীনতা অর্জন করে এনে দিয়েছে। তার যখন পরবর্তীতে এমনটা মনে হয় যে, তার আন্ডারে সকলে থাকবে, তার অধীনেই সকলকে থাকতে হবে। এ কারণ এ সে নেতা। সে হলো সর্বেসর্বা বা তখন ব্যাপারটা আসলে অন্য দশ জন মানুষকে পরাধীন করে রাখার মতোই হয়ে যায়। ঠিক তখন স্বাধীনতার ডাক দিতে হয়। এভাবেই করেই স্বাধীনতা বারবার ফিরিয়ে আনতে হয়। স্বাধীনতার লড়াই করে বারবার হারানো স্বাধীনতাকে ফিরিয়ে আনতে হয়। তাই আমার কাছে মনে হয় যে স্বাধীনতা এমন একটা ব্যাপার। যার লড়াই আমাদেরকে প্রতিমুহূর্তে করে যেতে হয়। প্রতিবার আমাদেরকে এই স্বাধীনতার জন্য রুখে দাঁড়াতে হয়। কারণ ওই যে বললাম, স্বাধীনতা আসলে এককালীন হিসেবে থাকে না আপনি হয়তো কিছু খারাপ মানুষকে সমাজ থেকে নির্মূল করলেন। কিন্তু তাই বলে এই না যে পরবর্তীতে আর খারাপ মানুষ এই সমাজে আসবেনা। খারাপ মানুষ, খারাপ চিন্তাশক্তি, অশুভ শক্তি যেমন বারে বারে ফিরে আসে ঠিক তেমনটাই স্বাধীনতা কে বারবার বারে বারে ফিরিয়ে আনতে হবে।