আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম একটা সমসাময়িক ব্যাপার নিয়েই কথা বলতে আসি। কারণ আমাদের দেশ, আমাদের দেশের অবস্থা যে কতোটা শোচনীয়। সেটা আমরা সকলেই জানি। তবে হ্যাঁ, কমিউনিটির নিয়ম এর বাইরে যাবে এমন কোনো কিছু নিয়ে কথা বলতে আমি একেবারেই আসিনি। কিন্তু ভাবলাম যে, নিজের জায়গা থেকে সকলের জন্য কিছু মতামত ব্যক্ত করাই যায়। তবে সেটা একেবারেই খুব সাধারণ একটি টপিক নিয়ে এবং আমি মনে করেছি যে, বিষয়টি নিয়ে কথা বলা উচিত। কারণ এই বিষয়টির অনেক অভাব আমি বর্তমানে দেখতে পাচ্ছি।
আমরা সবাই লড়াই করে বেঁচে আছি। আমাদের জীবনে আমরা লড়াই করতে ভালোবাসি। কারণ লড়াই ছাড়া আমরা কেউই জীবনে কোনো কিছু হাসিল করতে পারবো না। এটা একটা অলিখিত সত্যি কথা। কারণ পৃথিবীতে এখন সবকিছুতেই কম্পিটিশন বেড়ে গিয়েছে। তাই সবকিছুতেই লড়াই করে তবেই জিততে হয়।
অনেকেই দেখবেন, তাদের জীবনের লড়াই করে অনেক ভালো কিছু এচিভ করে। কারণ তারা বুঝে শুনে লড়াই করে। অর্থাৎ আমাদের কোথায়, কতটুকু কিংবা কার সাথে কতটুকু লড়াই করা উচিত। সেটা অবশ্যই বুঝেশুনে এর পরে করতে হয়। আবার আরেক দল মানুষ দেখবেন তারা কোনো কিছু বুঝে শুনে করা ছাড়া বা কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই কোনো কোনো লড়াইয়ে ঝাঁপিয়ে পরে এবং তাদের এই মিস ম্যানেজমেন্ট এবং প্রি প্ল্যানিং ছাড়া লড়াইয়ের কারণে তারা বরাবরের মতোই হেরে যায়। তাই আমি আসলে আমার টাইটেলে এই কথাটি লিখেছি। অর্থাৎ কখনো যদি লড়াই করতেই হয়। তাহলে আমাদের একটা ধাপ পিছিয়ে আসতে হবে। কারণ একধাপ পিছিয়ে এসে এরপর দুইধাপ সামনে আগানোটাই বুদ্ধিমানের কাজ। আর এই একটা পিছিয়ে আসার কারণটা হলো, আপনার আগে আপনার প্রতিপক্ষের অবস্থানটা ক্লিয়ার করতে হবে। আপনার প্রতিপক্ষের সাথে আপনি লড়াই করতে পারবেন কিনা কিংবা আপনার সেই সক্ষমতা আছে কিনা, সেটা আগে আপনাকে বিবেচনা করতে হবে।
এখন বেশিরভাগ মানুষ ই লড়াইয়ের নামে আত্মহত্যা করছে। অর্থাৎ তারা কোনো কিছু বুঝে শুনে না ভেবেই শুধুমাত্র লড়াই করতে নেমে যায় এবং লড়াই করতে নামার পরে দেখে যে, সেটা একেবারেই অসম লড়াই হয়ে যায়। এবং শুধুমাত্র ওই ভুলের কারণেই সে ওই অবস্থাতেই হেরে যায়। তাই শুধুমাত্র রক্তকরণ করে কোথাও ঝাঁপিয়ে পরা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।