আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে Academic প্রেসার অনেক বেশি মনে হয়। কারণ যারা আমরা স্টুডেন্ট রয়েছে। বিশেষ করে ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমাদের কিন্তু সবসময় ফ্রেন্ড দের হেলথ অনেক বেশি দরকার হয়। অর্থাৎ ধরুন, স্কুলের কথা যদি বলি। তাহলে কিন্তু স্কুল লাইফের ফ্রেন্ডদের একাডেমিক কাজে খুব একটা দরকার হয় না। কারণ স্কুলেই সবকিছু এতো গুছিয়ে পড়ানো হয় কিংবা টিচার থাকে কিংবা বাসায় বাবা-মা থাকে। অর্থাৎ সবমিলিয়ে পড়াশোনা গুলো গুছানো থাকে। যার জন্য তেমন কোনো ফ্রেন্ডদের দরকার হয় না। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিংবা একাডেমির ক্ষেত্রে।
কলেজের ব্যাপারটা যদি বলি, কলেজেও ঠিক তাই। অর্থাৎ আসলে আমাদের টিচার থাকে, প্রফেসর থাকে। ওনাদের কাছে আমরা সবকিছু ক্লিয়ার হতে পারি। সেখানেও আসলে খুব একটা ফ্রেন্ড এর দরকার হয় না। তবে স্কুলের চেয়ে কিছুটা বেশি হয়।
কিন্তু ইউনিভার্সিটির লাইফে ফ্রেন্ড ছাড়া কিংবা একটা ফ্রেন্ড সার্কেল কিংবা একটা গ্রুপ স্টাডি ছাড়া একটা একাডেমিক প্রেসার হ্যান্ডেল করা অনেক বেশি কষ্টকর বলেই আমি মনে করি। তাই একাডেমির প্রেসারে একজন হেল্পফুল ফ্রেন্ড যে কত বেশি দরকার এবং এটা আমাদেরকে যে কতোটা লাভবান করে এটা ভাষায় প্রকাশ করার মত নয়। অনেকেই কিন্তু এ ফ্রেন্ড পায় না। আমি নিজেও যে খুব একটা পেয়েছি তা নয়। কিন্তু কিছু কিছু ফ্রেন্ড রয়েছে। যারা শিক্ষক এর চেয়েও আপনাকে আরো অনেক সহজ ভাবে, আরো অনেক ভালোভাবে বুঝিয়ে বলবে সব কিছু। আর এই ফ্রেন্ড, এই হেল্পফুল ফ্রেন্ডসরা থাকলে সত্যিই একাডেমিক প্রেসারটা অনেকটাই কম মনে হয়।