আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আপনাদেরকে একটি ছোট গল্প শোনাবো এবং সেই গল্পের যেই মূল ব্যাপার, সেটা হলো আমাদেরকে সুযোগ দিলেই আমরা একেবারে মাথায় উঠে বসতেও দ্বিধাবোধ করি না। তো মূল কাহিনীটা বললে আপনার আরো ভালোভাবে পরিস্কার হবেন এই বিষয়ে। এ বিষয়ে সম্পর্কে হয়তো এই আইডি থেকে আপনারা আরো অনেক লেখালেখি পেয়েছেন। কিন্তু কিছুই যেনো করার নেই আমার। অর্থাৎ প্রতিবার এমন এমন সব কাহিনী আমার সামনে চলে আসে। যেগুলো নিয়ে লেখালেখি না করে যেনো কোনোভাবেই শান্তি পাই না। তাই ভাবলাম আজকেও একটু আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করি।তবে একেবারে সবকিছু ডিটেলস এ শেয়ার করতে পারছি না।
কয়েকদিন আগে আমাদের একটা গ্রুপে একটি প্রতিযোগিতা হয়েছিলো এবং সেই প্রতিযোগিতায় একটা ব্যাপার লিখা ছিলো যে, সবাই যতো খুশি ততোবার অংশগ্রহণ করতে পারবে। শুধু ছোট একটি শর্ত মেনে নিলে। যাইহোক, সকলেই সুন্দর ভাবে একবার করে নিজেদের এন্ট্রি দিয়েছিলো।কিন্তু কয়েকজন এমন ছিলো যারা ২০০ থেকে ৩০০ বার নিজেদের এন্ট্রি দিয়েছিলো! শুধুমাত্র অতিরিক্ত পুরস্কার পাওয়ার জন্য। অর্থাৎ একটা চক্ষু লজ্জা বলতে কথা রয়েছে। কিন্তু সেই চক্ষু লজ্জার ধার ও আমরা যে মাঝেমধ্যে ধারী না, সেটার প্রমাণ হলো এটি।
আপনারাই চিন্তা করুন, একটা মানুষ সাধারণভাবেই একবার কোনো প্রতিযোগিতায় নিজের নাম এন্ট্রি করলো। আর কেউ শুধুমাত্র টাকা পাওয়ার আশায়, লোভের আশায় সারাদিন রাত বসে বসে নিজের নাম এন্ট্রি করতে থাকলো। ব্যাপারটা আসলে কতোটা লজ্জার। হয়তো ওই প্রতিযোগিতার কর্তৃপক্ষ থেকে তারা লজ্জায় কিছু বলতে পারেনি। কিন্তু আমরা যে নিজের বিবেক ধীরে ধীরে হারিয়ে ফেলছি। এটা কি আপনি বুঝতে পারছেন?
কারন আমরা যদি নিজেদের বিবেক হারিয়ে না ই ফেলতাম। তাহলে সুযোগ পেলেই এভাবেই সবকিছুই নিজে নিয়ে নিয়ে যেতে চেষ্টা করতাম না। সবসময় চেষ্টা করতাম যে অন্যদেরও কিছু পাওয়া দরকার। কিন্তু আমরা অন্যের চিন্তা করা তো দূরে থাক। আমরা কখনো যারা আমাদের জন্য কোনো কিছুর আয়োজন করে। তাদের কথা ও চিন্তা করি না। কারণ ওই যে বললাম, সুযোগ পেলেই আমরা সবকিছু শেষ করে দিতে চাই। কিন্তু এই মন মানসিকতা খুব খারাপ বলেই আমি মনে করি।