হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজ আমি কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করে নেব। আমরা সবসময়ই নিজের ইচ্ছের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকি। আবার কিছু কিছু সময় এমন কিছু পরিস্থিতির শিকার হয়ে যায় যাই যার কারণে নিজেদের ইচ্ছের কোন মূল্যই থাকে না। বরঞ্চ সমাজ পরিস্থিতি সবকিছু বিবেচনা করে অন্য ধরনের সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হয়। কিন্তু সেটা আমাদের জন্য কতটা কল্যাণকর সেটাই হচ্ছে মুখ্য বিষয়।
আমরা প্রত্যেকেরই নিজেদের ইচ্ছের গুরুত্ব সম্পর্কে ভালোই ধারণা রাখি। বিশেষ করে আমরা যারা প্রাপ্তবয়স্ক রয়েছি। তারা সকলেই নিজেদের ভালো-মন্দ এই বিষয়গুলো অনেক ভালো করেই বুঝে থাকেন। কিন্তু তারপরও মাঝে মাঝে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যেটা আমাদের ইচ্ছার একদম বিরুদ্ধে হয়ে যায়। তবে এটা জরুরী নয় আপনি যেটা চিন্তাভাবনা করছেন কিংবা আপনি যেভাবে আপনার কার্য পরিচালনা করার পরিকল্পনা করছেন সেটা সব সময় সঠিক হবে। এমন কিছু সময় রয়েছে যারা আমাদের উপদেশ দেয় তারাই মাঝে মাঝে সঠিক কিন্তু তারপরও সব দিকে বিবেচনা করে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে।
কোন কাজের ক্ষেত্রে যদি মনে হয় এই কাজটা আমাকে দ্বারা সম্ভব তাহলে পৃথিবীর কোন শক্তি সেই কাজটাকে আটকে রাখতে পারবে না। আপনার মনোবল এবং ইচ্ছেই এই কাজকে পূরণ করতে সাহায্য করবে। কিন্তু যে কাজে আপনার ইচ্ছে এবং আর শক্তি থাকে না সেই কাজে হাজার চেস্টা থাকলেও সেই কাজটা সম্পূর্ণভাবে করাটা অনেকটাই মুশকিল হয়ে যায়।
তাই সবসময় চেষ্টা করবেন অন্যের কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত গুলো নিয়ে সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত যাতে আপনার এই হয়, তাহলে আপনার সেই কাজের প্রতি একটি আগ্রহ থাকবে এবং সেই কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।