আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাকে যদি বলা হয় আমি পৃথিবীতে সবচেয়ে বেশি কোন জিনিসটিকে ভয় পাই। তাহলে আমি হয়তো নিঃসন্দেহে বলতে পারবো যে, আমি সবচেয়ে বেশি ভয় পাই রাতের হায়েনাদের। রাতের হায়েনা বলতে কিছু মানুষরূপী অমানুষ জন্তু জানোয়ারের কথাই বলছি। অর্থাৎ তাদেরকে দেখতে অবিকল মানুষের মতোন মনে হয়। কিন্তু তারা আসলে মানুষ নয় তারা কাপুরুষ কিংবা জন্তু জানোয়ারের চেয়েও অধম। কিন্তু জানোয়ার কিংবা জন্তু বলতেও আমার কিছুটা কষ্ট হচ্ছে। কারণ আমি যতোটুকু দেখেছি জন্তু-জানোয়ারকে যদি একটু ভালোবাসা যায়,একটু সুন্দরভাবে রাখা যায় তাহলেও তারা পোষ মেনে যায়।
কিন্তু এই যে মানুষরূপী ধর্ষক। যাদের নাম, যাদের কাজ হলো নর্দমার কীটের নোংরা জীবের মতো। তাদেরকে আমি প্রচন্ড ভয় পাই। কেনো ভয় পাই? কারণ তারা সবসময় ওত পেতে থাকে কি করে কোনো মেয়ের সর্বনাশ করবে। আমার কাছে তো এটাই মনে হয় যে, তারা হয়তো তাদের নিজের পরিবারের মেয়েদের কেউ ঠিক একই নোংরা চোখে দেখে। যেটা আর দশটা মেয়েকে দেখে।
এই কথাটার মানে এটাই দাঁড়ালো যে, তাদের কাছে আসলে রাস্তার মেয়েরা তো কোনোভাবেই সেইফ নয়। সে সাথে তার পরিবারের মেয়েরা পর্যন্ত সেইফ নয়। সেটা হোক তার মা, সেটা হোক তার মেয়ে, সেটা হোক তার বোন, সেটা হোক তার বউ। কারণ যেই মানুষগুলো অর্থাৎ যেই অমানুষ গুলো নারীদেরকে ভোগ্যপণ্য কিংবা ভোগ হিসেবে দেখে। তাদের কাছে তাদের পরিবারের মেয়েরাও কখনোই সেইফ নয়। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, তারা তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য একটা মানুষকে, একটা মেয়েকে জঘন্যতমভাবেও হত্যা করতে পিছপা হয় না। এই ব্যাপারটাতেই আমার সবচেয়ে বড় ভয়। তাই আসলে রাতে কখনোই একা বের হওয়ার চেষ্টাও করি না। কারণ সবচেয়ে নির্মম সত্য কথা হলো আমাদের দেশের সবকিছুর আইন কানুন তৈরি হলেও। এই দিকটাতে আইন কানুন সব সময় ধর্ষকদের পক্ষেই যায়। অর্থাৎ প্রতিটি আইন কোনো না কোনোভাবেই তাদেরকে সেইফ করে ফেলে এবং এটা আমরা সব সময় দেখেছি।
হিংস্র জন্ত্রু জানোয়ার অমানুষগুলোকে রাতের হায়েনা বলে আখ্যায়িত করে খুবই চমৎকার একটি রূপ দিয়েছেন আজকের ব্লগের।এই হিংস্র হায়না গুলো রাতের আঁধারে অনিষ্ট করে বেড়ায় সর্বত্রই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit