রঙিন পৃথিবী

in hive-129948 •  7 months ago 

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে রঙিন পৃথিবী সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আমরা এমন একটা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি যে পৃথিবীতে আমরা না চাইতে অনেক কিছুই পেয়েছি। আবার কোন কোন ক্ষেত্রে এই পৃথিবী আমাদের সাথে এমন এমন আচরণ করে যা আমরা মোটেও কল্পনাও করতে পারি না। আসলে এই পৃথিবীতে কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে আবার কেউ গরিব পরিবারে জন্মগ্রহণ করে। আসলে যারা গরিব পরিবারের জন্মগ্রহণ করে তাদের প্রথম থেকেই জীবনটা শুরু হয় অভাব অনটনের ভিতর দিয়ে। আসলে তাদের কাছে পৃথিবীটা হয়তোবা রঙিন নয়। আর যারা এই পৃথিবীতে ধনী পরিবারের জন্মগ্রহণ করে তাদের কাছে এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর। কারণ তারা ছোটবেলা থেকে এই পৃথিবীতে কোন কষ্ট পায়নি এবং তাদের চাহিদা মত সকল জিনিসগুলো তারা এই পৃথিবীতে পূরণ করতে পেরেছে। আসলে ধনী পরিবারের সন্তানদের জন্য তাদের বাবা-মা এই পৃথিবীটা অনেক সাজানো গোছানো করে রাখেন।


কেননা তারা চায় না যে তাদের সন্তান এই পৃথিবীতে এসে দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটাক। কিন্তু অন্য একটা দিক থেকে আপনি খেয়াল করে দেখবেন যে একটা গরীব পরিবারে যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন গরিব পরিবারের লোকগুলো মনে করে যে তাদের পরিবারে আরেকটা মুখ বেড়ে গেল। অর্থাৎ আগে পরিবারের যেসব সদস্য ছিল তারাও ঠিকঠাক করে খেতে পারত না। আর এই অভাবের মাঝে আরেকজন পৃথিবীতে আগমনের ফলে তাকেও তাদের সাথে একই রকম দুঃখ কষ্টে দিন কাটাতে হয়। আসলে তাদের কাছে পৃথিবীটা স্বার্থপর মনে হয়। কেননা স্বার্থপরের মত এই পৃথিবীর সকল সুযোগ-সুবিধা শুধুমাত্র ধনী পরিবারের সন্তানদের দিয়ে থাকে। তাদের একটুও বিন্দুমাত্র কোন সুযোগ-সুবিধা তারা এই পৃথিবী থেকে পায়না।

আসলে আমরা যদি মনে করি এই পৃথিবীর সকল দুঃখ কষ্টকে জয় করে আমরা জীবনে বড় হব এবং জীবনে অনেক হাসিখুশিতে দিন কাটাবো এজন্য আমাদের সব সময় মনোবল দৃঢ় রাখতে হবে। এছাড়া পৃথিবীতে আমাদের অনেক বেশি চেষ্টা করতে হবে কারণ পৃথিবীর সবকিছু আমাদের জন্য অনেক বেশি কঠিন। এই পৃথিবীতে আমাদের সামনের দিকে একাকী চলতে হবে এবং সবকিছু নিজেকেই অর্জন করতে হবে। কেউ আমাদের কাছে এসে কখনো সাহায্য করবে না একটু উপকারের জন্য। কেননা আমাদের পিতা-মাতা আমাদের জন্যই পৃথিবীটা গুছিয়ে রেখে যেতে পারেনি। আর সকল ক্ষেত্রে একজন ধনী পরিবারের সন্তানেরা যত দ্রুত সাফল্য অর্জন করবে একই রকম করে পরিবারের সন্তানেরা সেই একই কাজে ততটা দ্রুত সাফল্য অর্জন করতে পারবেনা। আসলে আমরা যদি কঠিন পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীটাকে রঙিন করে তুলতে পারি তাহলেই আমাদের জীবনের সার্থকতা।

আসলে এজন্য যারা জন্মের পর এই পৃথিবীকে রঙিন করে পায় তাদের কাছে পৃথিবীর মূল্য তেমন একটা থাকে না। কারণ শত কষ্ট করে যারা তাদের নিজেদের জীবনকে রঙিন করতে পারে তারাই একমাত্র সেই সব জিনিসের মূল্য বোঝে। আর এই জন্য আমরা সব সময় চেষ্টা করব কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু জয় করা এবং পৃথিবীর সবকিছুকে আমাদের নিজেদের আয়ত্তকে নিয়ে আসা। আসলে পৃথিবীর সকল সুখ যদি আমরা আমাদের পরিবারকে দিতে পারি তাহলেই কিন্তু এতে শান্তি রয়েছে। আসলে যারা নিজেদের পরিবারকে সুখে রাখতে পারবে না তারা কখনোই জীবনে সুখে থাকতে পারে না। আর এই জন্য এই রঙিন পৃথিবীতে সব কিছু কষ্টের বিনিময়ে অর্জন করলেই আমরা অনেক বেশি আনন্দ পাব এবং এতেই অনেক বেশি সুখ থাকে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

!upvote 15


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ Participate in the "Seven Network" Community2️⃣0️⃣2️⃣4️⃣ ⚜💯.
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven).

the post has been upvoted successfully! Remaining bandwidth: 135%

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

একদম বাস্তবিক কিছু কথা এই পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন। বিধাতা ও যেন যার মাথা তেল আছে তার মাথায় আরো তেল ঢালতে পছন্দ করে।যার কারনে দেখা যায় যারা ধনী তাদের ভবিষ্যৎ প্রজন্মরা ধনী হয়। আর যারা গরিব তাদের ভবিষ্যৎ প্রজন্মরা গরিবিয়তের মধ্যে থাকতে হয়। ধনীরা তাদের বাচ্চাকাচ্চাকে ঠিকভাবে লালন-পালন করার জন্য অট্টালিকা তৈরি করে ফেলে। আর গরিবরা দুমুঠো পেটে ভাত জোগাতে তাদের দিন শেষ হয়ে যায়। খুব ভালো লাগলো আপনার লেখাটি পড়ে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

আপনার পোস্টটি পড়ে খুবই অনুপ্রাণিত হলাম। আপনি জীবনের বাস্তবতা এবং সামাজিক বৈষম্যের একটি গভীর চিত্র তুলে ধরেছেন। আপনার লেখায় দুটি বিষয় আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে:

১. আপনি ঠিকই বলেছেন যে জীবনে সফলতা অর্জন করতে কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবল প্রয়োজন। এটি সত্যি যে, যারা কষ্ট করে নিজেদের অবস্থা পরিবর্তন করে, তারাই জীবনের প্রকৃত মূল্য বোঝে।

২. পরিবারের সুখ-শান্তির গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা সত্যিই অনেক মূল্যবান। নিজের পরিশ্রমের ফল পরিবারের সাথে ভাগ করে নেওয়ার মধ্যে যে আনন্দ, তা অতুলনীয়।

আপনার এই চিন্তাভাবনা অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হবে। ধন্যবাদ এমন একটি গভীর ও তাৎপর্যপূর্ণ পোস্ট শেয়ার করার জন্য।