এইতো গত কিছুদিন আগেই আমার জীবনের একটি সবথেকে বড় সিদ্ধান্ত গ্রহণ করেছি। বিয়ের কথাই বলছি। এই বিয়ের বিষয়টা আসলেই আমার অনেকটাই ভয় করে। আশেপাশে বর্তমানে যা অবস্থা দেখছি এতে করেই বিয়ের প্রতি একটা ভয় ঢুকে গেছে। বর্তমানে পরিস্থিতি ভালো না এবং আজকাল মেয়েরাও খুব একটা বেশি সুবিধার নয়। যদিও আমি এটা সব মেয়ের ক্ষেত্রেই বলছি না। বেশিরভাগ আমার বান্ধবীর ক্ষেত্রেও এই বিষয়গুলো লক্ষ্য করেছি। তাই এই বিষয়গুলো অনেকটাই ভয় পেতাম তবে মনে হয় সেই ভয়টা আর পাবো না।
আমাদের এই পৃথিবীতে যদি সব থেকে আপন কেউ থাকে তাহলে সেটা অবশ্যই মা এবং বাবা। মা বাবা ছাড়া এই পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া আপনাকে ভালবাসবে না। সেটা যেই হোক না কেন। যাই হোক এই মা-বাবার পছন্দেরই একটি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। যদিও বিষয়টি এভাবে করে খোলাসা করে বলছি না। তারপরও এই বিষয়টা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। যদিও এর পিছনেও অনেক ধরনের ঘটনা ঘটে গিয়েছে। সেটা না হয় অন্য একদিন বলব। আর যাই হোক না কেন আমার বাবা মা আমার জন্য খারাপ কিছু চিন্তা করতে পারে না এই বিষয়টি আমি বুঝতে পেরেছি এবং যে মেয়েকে আমার বউ করে নিয়ে আসবে সেই মেয়েও অনেক চমৎকার এবং আমার মায়ের মত অনেক ভদ্র।
জীবনে যাই কিছু করি না কেন সব সময় আমার মা-বাবার উপদেশ নিয়ে করার চেষ্টা করেছি এবং এই বিষয়ে আমি কখনো ঠকিনি। এটা আমি সব সময় বলতে পারব। আমার মা-বাবা আমার জন্য যা কিছু করেছে সেটা হয়তো অন্যান্যের মা-বাবাও তার সন্তানের জন্য করে না। এই বিষয়টি কেন বলছি সেটা না হয় অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করে নেব। তবে আমার বাবা-মা যেটা যখন বলবে সেটাই করব এবং এভাবে করেই আমি নিজেকে তৈরি করেছি এবং আল্লাহর তায়ালার কাছেও অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এসব কিছুর জন্য আমি যেন সবসময় এভাবেই থাকতে পারি। আমার মা-বাবাকে সবসময় সুখে রাখতে পারি। এই যোগ্যতা যেন সৃষ্টি কর্তা আমাকে দেয়, আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।