গরম যেন কমছেই না

in hive-129948 •  5 months ago 

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গরম যেন কমছেই না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে বর্তমানের পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা মনে করি বৃষ্টি হলে একটু গরমের পরিমাণ কমবে। কিন্তু এতো দেখছি পুরো উল্টোটা। কেননা যতই বৃষ্টি হোক না কেন গরম কিন্তু বৃষ্টির সময়ও থাকছে এবং বৃষ্টি থেমে গেলে পুনরায় এই গরমের পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। আসলে এইভাবে বেঁচে থাকা বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসলে বৃষ্টির পরে যে গরমটা পড়ছে সেই গরমটা সত্যিই সহ্য করার মতো নয়। কেননা আগের গরম তো একটু শুষ্ক আবহাওয়া থাকে। কিন্তু এই বৃষ্টির পরের গরমটা বাতাস থাকে আদ্র এবং এর ফলে আমাদের শরীরে গরমটা আরো বেশি অনুভূত হচ্ছে। ইদানিং কিছুদিন দেখছি যে আমরা এই গরমের সময় কাজ করতে অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছি। আসলে ছোট ছোট কাজ করলে যে এত বেশি কষ্ট হচ্ছে তা আমরা মোটেও বুঝতে পারছি না। আসলে এভাবে যদি গরম শুধুই বাড়তে থাকে তাহলে আমরা কি করে এই পৃথিবীতে বসবাস করবো তা ভাবলেই আমাদের ভয় হচ্ছে।


এছাড়াও আমরা দেখছি যে আগের বছরের তুলনায় পরের বছরে গরমের পরিমাণ আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। আসলে এভাবে যদি প্রতিবছর এক দুই ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে তাহলে তো আমাদের শেষ বয়সে এসে আমরা প্রায় বিনা আগুনে পুড়ে ছারখার হয়ে যাব। আসলে এই সমস্ত কিছুর জন্য দায়ী আমরা নিজেরাই। কেননা আমরা যে পরিমাণে গাছ কাটছি এবং পরিবেশ দূষিত করছি এর ফলে এই তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আসলে বৃষ্টি আসলে চারিদিকের পরিবেশটা অনেক বেশি ঠান্ডা হয়ে যায় এবং বৃষ্টি থেমে যাওয়ার কয়েক দিন আমরা একটু স্বস্তি অনুভব করি। কেননা চারিদিকটা অনেক বেশি তখন ঠান্ডা থাকে। আসলে যত দিন যাচ্ছে ততই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আর এই আবহাওয়া পরিবর্তনের ফলে জলপৃষ্ঠের উচ্চতা আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে আমরা বিভিন্ন নদীর পাড়ের এলাকাগুলোকে ডুবে যেতে দেখি।


আমার তো মনে হয় নদীর পারে যারা বসবাস করে তারা সবসময় জীবন হাতে নিয়ে বসবাস করে। কেননা যে কোন সময় তাদের বসবাসযোগ্য জমি চিরতরের জন্য নদীপৃষ্ঠে চলে যেতে পারে। কেননা প্রতিবছর এই নদীর পাড়ে যারা বসবাস করছে তারা ক্রমে তাদের বসবাসযোগ্য এবং চাষের যোগ্য জমিগুলো হারিয়ে ফেলছে। আসলে এর ফলে তারা একদম ভূমিহীন হয়ে পড়ছে। এছাড়াও আমরা যেভাবে বাইরের পরিবেশটাকে দূষিত করছি এই পরিবেশ দূষিত করার ফলে আমরা সবাই জানি যে পৃথিবীতে গ্রীন হাউস ইফেক্ট এর সৃষ্টি হচ্ছে। আসলে ছোটবেলায় আমরা সবাই এই গ্রিন হাউস ইফেক্টের বিষয়টি আমাদের পাঠ্যপুস্তকে পড়েছিলাম। আর এই গ্রিন হাউস ইফেক্ট তৈরির ফলে পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা কখনই কমবে না। বরং যতদিন যাবে ততই এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে থাকবে।


এছাড়াও কিছুদিন আগে আমরা শুনেছি যে যেসব মরুভূমি এলাকায় সারা বছর অনেক বেশি গরম থাকতো সেই সব মরু এলাকাগুলো এখন এর বিপরীত আবহাওয়ার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ মরুভূমি এলাকায় বেশি গরম হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে আমাদের এলাকা অপেক্ষা এই মরুভূমির তাপমাত্রা অনেক কম হচ্ছে। আসলে এতে করে আমরা বুঝতে পারছি যে আমাদের পৃথিবীতে বড় একটা বিপর্যয়ের সৃষ্টি হতে চলেছে। আসলে এখনো যদি আমরা নিজেরা সচেতন না হই তাহলে আমাদের এই পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে। আর এর জন্য আমাদের প্রথমে সবাইকে সচেতন হতে হবে এবং সচেতন হয়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আর আমরা যাতে কোনভাবে এই পরিবেশ দূষিত না করি সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে যেসব কলকারখানা থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে সেইসব কলকারখানা গুলোকে আগে বন্ধ করতে হবে। আসলে সরকারের সাথে সাথে যদি আমরাও পরিবেশের দূষণ রক্ষা করতে পারি তাহলে আমাদের পৃথিবী আবার পূর্বের অবস্থা ফিরে আসবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!