আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো মানুষের আর্তনাদ শোনা। কারণ একজন মানুষ হয়ে যখন আমার পাশের মানুষটি কষ্টে আর্তনাদ করে ওঠে কষ্টে, নিজের জীবন কে বাঁচানোর জন্য অসহায় ভাবে আর্তনাদ করে। সেই আর্তনাদ যখন অন্য মানুষ পর্যন্ত পৌঁছায়। তখন সেটা অসম্ভব কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, আর তখন নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়।
নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হয় যখন দেখি যে আমার আপনজন, আমার নিকট আত্মীয়রা কিংবা আমার প্রিয় মানুষেরা কিংবা যে কোনো অপরিচিত মানুষ এই বলি না কেনো। তারা যখন একটু বাঁচার জন্য কাকুতি-মিনতি করে। কিন্তু আমি আমার নিজের অবস্থান থেকে নিজের বাধ্যবাধকতার জন্য কিছুই করতে পারি না। নিজের কোনো শক্তিই থাকে না ওই আর্তনাদের মীমাংসা করার কিংবা ওই মানুষগুলোর সাহায্য হওয়ার। তখন নিজেকে এতোটা অসহায় মনে হয়, কি আর বলবো।
যখন এই আর্তনাদ কানে ভাসে। তখন যেনো এই শব্দটা বারবার কানের মধ্যে রিপিট হতে থাকে। যেনো ব্যাপারটি একটি লুপের মধ্যে আটকে যায়। যেই লুপ আমাদের হৃদয়কে টুকরো টুকরো করে দেয় যেই লুপ আমাদের হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করে দেয় শুধুমাত্র সাহায্যের হাত না বাড়াতে পারার জন্য। আমার ব্যক্তিগতভাবে কেনো যেনো মনে হয়, এই আর্তনাদ অসম্ভব অসহনীয় একটি ব্যাপার। তাই মাঝেমধ্যে ইচ্ছে করে নিজের কান চেপে বসে থাকি। কারণ চারপাশের মানুষের এতো দুর্দশা, এতো কষ্ট, এতো চাপা কান্না আর যেনো সহ্য হয় না। কথাগুলো আমাদের সমাজের জন্য, আমাদের মানুষদের জন্য।
কারণ যতো যাই বলি না কেনো। আমাদের মানুষগুলো ভালো নেই। কারণ প্রতিটা সময় যেনো নতুন নতুন বিধ্বংসী অবস্থা। যেনো যতোই ভালো করতে চাই না কেনো কিংবা যতোই আমরা ভালো থাকতে চাই না কেনো। কিন্তু কোনোভাবেই যেনো মানুষের ভালো থাকা আর হচ্ছে না। চারিদিকে শুধু আর্তনাদ আর আর্তনাদ আর আমাদের অসহায় ভাবে চেয়ে থাকা। কথাগুলো বড্ড কল্পনীয়। কিন্তু একটু ভাবলেই বুঝতে পারবেন সত্যিই এই পৃথিবীতে কোথাও শান্তি নেই।