আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম এমন একটা পোস্ট নিয়ে লেখালেখি করা যাক। যে পোস্টটির ব্যাপারটি আসলে আমি অনেকদিন ধরে খেয়াল করছি এবং সেটা আসলে অনেক বছর ধরে খেয়াল করছি বললেই ভালো হবে। তো তাই ভাবলাম যে নিজের দিক থেকে যদি সমাজের মধ্যে একটুও সচেতনতা বৃদ্ধি করা যায়। তাহলে সেটা অবশ্যই নিজের অর্জন।
বর্তমানে আমাদের দেশ এখন প্রায় পুরোপুরি না হলেও বেশিরভাগ বলা যায় যে অনলাইন নির্ভর। আমাদের পুরো জগতেই মোটামুটি এখন অনলাইন ভিত্তিক বলা চলে। কারণ আমাদের এমন কোনো সেক্টর নেই। যেখানে আসলে অনলাইনে সেবা প্রদান করা হয় না। কিংবা অনলাইন সেবা পাওয়া যায় না। তবে এতো সব কিছুর মধ্যে। অর্থাৎ এতোসব অনলাইন সেবার মধ্যে, আমরা যে কারণে অনলাইনটা অনেক বেশি ব্যবহার করছি বর্তমানে। সেটা হলো, লেনদেন এর ব্যাপারে। অর্থাৎ টাকা পয়সা লেনদেনের ব্যাপারে অনলাইন আমরা অনেক বেশি ব্যবহার করছি। অর্থাৎ আমরা এই সেক্টর টির জন্য অনেক বেশি অনলাইন নির্ভর।
তাই এই সেক্টরটাতেই আমার দেখা মতে সবচেয়ে বেশি ফ্রড কেস হতে আমি দেখেছি। তাই অনলাইনে লেনদেন করতে অবশ্যই বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে। কারণ আমরা যখন সামনাসামনি লেনদেন করি। তখন আমরা সেই মানুষটির পরিচয় জানি, চেহারা দেখতে পাই। কিন্তু যখন অনলাইনে আমরা লেনদেন করি। তখন কিন্তু আমরা সামনের মানুষটাকে দেখতে পাই না। তবে অনেক সময় এমন হয় যে, তারা ভুল পরিচয় দেয়। তো এসব থেকে সাবধান থাকার জন্য অবশ্যই এমন সব অনলাইন সাইটে কিংবা অনলাইন এপস যা ই বলি না কেনো লেনদেন করতে হবে যেগুলো অনেক বেশি ট্রাস্টেড পুরনো এবং পপুলার।
আরো একটি বিশেষ ব্যাপার হলো। অনেক সময় অনেকে বিভিন্ন কয়েনের প্রাইস কোনো সেক্টরে কিংবা কোনো সাইটে বেশি দেখে দ্রুত সেখানে বেচাকেনা করার জন্য মরিয়া হয়ে পরেন।কিন্তু সেটা হয়তো অনেক সময় হতে পারে কোনো স্ক্যামারের গ্রুপ।আবার অনেক ফেইক কয়েন ও থাকে। তাই এসব দিক থেকে অবশ্যই সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারণ নিজের উপার্জিত কষ্টের টাকাটা কেউই বৃথা যেতে দিতে চায় না। শুধু তাই নয়, প্রতিটি ট্রাস্টেড সাইটে ও লেনদেনের পদ্ধতিটি ঠিক রয়েছে কিনা এবং লেনদেন সম্পূর্ণ করার আগে সবকিছু ঠিকভাবে করা হয়েছে কিনা সেদিকেও বিশেষ নজর দিতে হবে। কারণ আমাদের অনেকের সময় চোখের ভুলেও অনেক এ ভুল এড্রেসে অনেক সময় অনেক কিছু চলে যায়। যা পরবর্তীতে ফিরিয়ে আনা অনেকটা অসম্ভব হয়ে পরে। তাই অবশ্যই এই ব্যাপারগুলোতে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
হ্যাঁ বর্তমানে সবাই অনলাইনের উপর অনেক নির্ভরশীল। আর এই কারণে সবার উচিত অনলাইনে লেনদেন করার সময় অনেক সাবধানতা অবলম্বন করা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit