অদম্য রবিনের সংগ্রামের গল্প (প্রথম পর্ব)

in hive-129948 •  last month 

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


উত্তপ্ত এক দুপুর। খেলার মাঠের পাশে দাঁড়িয়ে রয়েছে রবিন। তার হাতে ব্যাট আর চোখে স্বপ্ন।আর আছে মনের গভীরে অদম্য জেদ। সে ছোট্ট এক গ্রাম থেকে উঠে এসেছে। যেখানে ক্রিকেট খেলাটা শুধুই একটি বিনোদন পেশা নয়। কিন্তু রবিনের কাছে এটি কেবল বিনোদন নয়। এটি তার জীবনের মানে এটাই তার স্বপ্ন। ছোটবেলা থেকেই রবিনের চোখে ক্রিকেটের প্রতি অন্যরকম এক ভালোবাসা কাজ করে। স্কুল থেকে ফিরেই সে বল আর ব্যাট নিয়ে মাঠে চলে যেতো। বল বাউন্স করত তার পায়ের সামনে আর রবিন তাকে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠিয়ে দিতো।

1000002218.png

রবিনের পরিবার খুব সাধারণ পরিবার। তার বাবা একজন কৃষক আর মা ঘরের কাজ করেন। ছেলেকে ক্রিকেট খেলার জন্য উৎসাহ দেওয়া তাদের পক্ষে মোটেই সহজ ছিল না। গ্রামের লোকেরা যখন বলে, "ছেলেটাকে পড়াশোনায় মনোযোগ দিতে বলো, ক্রিকেট খেলে পেট চলবে না," রবিনের বাবা-মা চুপ থাকতো। তবু রবিন তাদের নিরুৎসাহের মধ্যেও প্রতিদিন মাঠে যেতো। তার স্বপ্ন ছিল বড়, অনেক বড়। সে একদিন জাতীয় দলের হয়ে খেলবে। রবিনের বয়স যখন পনেরো তখন সে স্থানীয় এক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়।

তার ব্যাটিং দক্ষতা দ্রুত সবার নজর কাড়ে। সেই সময় স্থানীয় কোচ বাবলু স্যার তার প্রতিভা বুঝতে পারেন। অরুণ স্যার তাকে ডেকে বললেন, “তোমার মধ্যে প্রচুর সম্ভাবনা আছে। কিন্তু ভবিষ্যতে ভালো করতে হলে তোমাকে আরো পরিশ্রম করতে হবে।” রবিন তখনই ঠিক করে নেয় সে পরিশ্রম করবে। রবিন প্রতিদিন ভোরবেলা উঠতো।(চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কিছু কিছু ছেলের ছোটবেলা থেকেই স্বপ্ন থাকে ক্রিকেটার হওয়ার। হয়তোবা পরিস্থিতির কারণে সেটা অনেক সময় সম্ভব হয় না। আশা করি রবিন সফল হবে। তবে সে যেহেতু সাধারণ পরিবারের ছেলে,এই যাত্রায় সফল হতে হলে তাকে বেশ বেগ পেতে হবে। যাইহোক এতো চমৎকার একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।