মানুষের জীবনে বিপদ এবং কষ্ট চিরো সময়ের জন্য থাকে না বরঞ্চ এটা বা কিছু সময়ের জন্য মানুষের জীবনে আসে। কিন্তু এই সময়ের মধ্যে আমরা নিজেদেরকে চিনতে পারি, নিজেদের বাস্তবতাকে উপলব্ধি করতে পারি এবং নিজের কাছের মানুষ কারা কারা সেটাও অনুধাবন করতে পারি। আমি একটি বিষয় সবসময় বলে থাকি সেটা হচ্ছে, আপনার খারাপ সময়ে কে আপনার পাশে ছিল সেই বিষয়টা যেন আপনি মনে রাখেন। আর বাদবাকি সবগুলো বিষয় যদি ভুলে যান তাহলেও চলবে কিন্তু এসব মানুষদেরকে কখনো ভোলা যাবে না। বরঞ্চ তারাই আপনার জীবনে সফলতার একমাত্র চাবিকাঠি বলে আমি মনে করি।
দেখুন, ভালো সময়ে বন্ধু-বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের অভাব হয় না। যে মানুষটা আপনার অনেক দূরের আত্মীয় সেও মানুষদেরকে বলে সে আপনার অনেক কাছের আত্মীয় এটাই হচ্ছে সাফল্য এবং টাকার পাওয়ার। কিন্তু যখন আপনার কাছে কিছুই থাকবে না বরঞ্চ তাদের কাছেই ৫ টাকা চাওয়ার জন্য যাবেন তাহলেও দেখবেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে এবং দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এসব মানুষকে সবসময় চিহ্নিত করে রাখা দরকার।
জীবনে চলার পথে অনেক মানুষই কিন্তু অনেক কথা বলে। আমরা মাঝেমধ্যেই রাগে সেসব কথার উত্তর দেওয়ার চেষ্টা করি তবে আমার কাছে কেন জানি মনে হয় সেটা সঠিক উপায় নয় বরং আপনি নিজেই সফল হন এবং তাদের কাছে সেই বিষয়টি হয়ে উঠবে চরম লজ্জার। একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে, সাফল্যই হচ্ছে সবথেকে বড় প্রতিশোধ।
এই প্রতিশোধ যা কোনোভাবেই আপনার প্রতিপক্ষ দল কিংবা আত্মীয়-স্বজন কখনোই এটার প্রতিঘাত করতে পারবে না। আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন কিংবা গালাগালি করেন বা মারামারি করেন না কেন, একটি সময় যে তারা ভুলে যাবে কিন্তু সাফল্য এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে যেই পরিস্থিতির থেকে তারা সারা জীবনের জন্য একটি শিক্ষা পেয়ে যাবে। আশাকরি আজকের এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।