জীবনে চলার পথে কত বন্ধু বান্ধবী না আমাদের জীবনে আসে, কত ধরনের সম্পর্ক গড়ে ওঠে, কত ধরনের সম্পর্ক আবার ছিন্ন হয়ে যায়। তবে যেটা রক্তের সম্পর্ক রয়েছে নিজের পরিবারের সাথে সেটা কখনোই ছিন্ন হয়ে যায় না। বরঞ্চ দিন যত বাড়তে থাকে সেই পরিবারের আবদ্ধ এবং ভালোবাসাটা দিন দিন বারতেই থাকে। অন্যান্য পরিবারের কথা ঠিক বলতে পারবো না, তবে আমার পরিবারের সেই ভালোবাসাটা আছে সেই বন্ধনটা আছে, যার জন্য আমরা সবাই একসাথেই মিলেমিশে আছি।
পরিবারে যতই সমস্যা হোক না কেন পরিবারের সকল সদস্য যদি একসাথে থাকে তাহলে সব সমস্যায় খুব সহজেই সমাধান করে উঠতে পারবেন। সেটা আমি বিশ্বাস করি। পৃথিবীতে যত সম্পর্কই থাকুক না কেন বন্ধু-বান্ধবের সম্পর্ক হোক আর ভালবাসার সম্পর্ক হোক সবথেকে বড় সম্পর্ক পরিবারের সম্পর্ক। এমন একটি পর্যায়ে আসে যে পর্যায়ে হয়তো সকল মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার নিজের বাবা-মা কখনোই আপনাকে ছেড়ে যেতে পারবে না। হয়তো বর্তমানে যে পরিস্থিতি সে ক্ষেত্রে দুই একটা খারাপ উদাহরণ রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে।
আপনি যতই সমস্যায় পড়েন না কেন যতই বিপদে থাকেন না কেন, আপনি যদি আপনার পরিবারকে সেই বিপদের কথা জানান তাহলে দেখবেন সব কথা ভুলে তারা আগে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। এটাই হচ্ছে জীবনে পরিবারের গুরুত্ব, যেটা সত্যি কথা মহান সৃষ্টিকর্তা নিজ হাতে তৈরি করে দিয়েছেন এবং এটার জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। নিজের পরিবার এমন একটি বিষয় যেই পরিবারের সাথে অন্য কারোর তুলনা করা যায় না। এমনকি নিজের বন্ধু-বান্ধবের সাথে ও না আমরা যতই বলি না কেন বন্ধু বান্ধবের সম্পর্ক আত্মার সম্পর্ক হয়তো নিজের ভাইয়ের চেয়েও বেশি কিন্তু বিশ্বাস করেন আপনাদের যতই কাছের বন্ধু থাকুক না কেন তারাও নিজের স্বার্থ খোঁজে এবং সেই স্বার্থের জন্যই আপনাকে আপনার কাছে রাখে। এই বিষয়টা শুনতে অনেকটা খারাপ লাগলেও যতদিন যাবে তত এই বিষয়টা ভালোভাবে অনুধাবন করতে পারবেন।
যদি আপনার এর পরিবারের সকল সদস্য এখন পর্যন্ত এই পৃথিবীতে জীবিত থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তারা একসময় অনেক সাহসী ছিল জীবন যুদ্ধে অনেক যুদ্ধ করে আপনাকে বড় করেছে, এখন হয়তো তারা একটু দুর্বল হয়ে পড়েছে। এখন তাদের পাশে আপনাকে দরকার। আপনি হচ্ছেন তাদের শক্তি। সেই বিষয়গুলো সবসময় অনুধাবন করতে হবে। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিবার ছাড়া একা বাঁচা কখনো সম্ভব নয়। বিপদে-আপদে পরিবার সবসময় পাশে দাঁড়ায়। আর পরিবারের উপর ভরসা করেই আমরা বেঁচে থাকি। আপনার লেখা এই পোস্ট দারুণ হয়েছে। অনেক ভালো লাগলো লেখাগুলো পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit