হ্যাকিং কি?

in hive-129948 •  2 years ago 

hacking.jpg
হ্যাকিং কি?

হ্যাকিং এমন একটি কাজ যেখানে কেউ অনুমতি ছাড়া অন্য কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যারা এই কাজ করে তারা হচ্ছে হ্যাকার। হ্যাকিং বলতে শুধু কোন ওয়েব সাইট হ্যাকিং নয় বা শুধু কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করা নয়। হ্যাকিং অনেক ধরনের হতে পারে। মোবাইল ফোন, ল্যান্ড ফোন, গাড়ি ট্র্যাকিং, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও ডিজিটাল যন্ত্র বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করলে তা ও হ্যাকিং। হ্যাকাররা সাধারনত এসব ইলেকট্রনিক্স যন্ত্রের ত্রুটি খুঁজে তা দিয়েই হ্যাক করে।

হ্যাকার কে?

হ্যাকারঃ যে হ্যাকিং নিয়ে কাজ করে তাকেই হ্যাকার বলে। এরা যে সিস্টেম হ্যাকিং করবে ঐ সিস্টেমের গঠন, কার্য প্রনালী, কিভাবে কাজ করে সহ সকল তথ্য জানে।

চেনার উপায়ঃ

হ্যাকারদের চিহ্নিত করা হয় Hat বা টুপি দিয়ে।

ধরনঃ

👉White hat hacker

👉Black hat hacker

👉Grey hat hacker

White hat hacker:

White hat hacker হ্যাকার রা হলেন উপকারী হ্যাকার।উদাহরণ স্বরূপ বলা যায় যে একজন white hat hacker একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে এবং তা ঠিক করার প্রয়োজনীয় ব্যবস্হা নেয়। সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটারের বা মোবাইলের ওয়েব সাইট বা কোন সফটওয়্যার বা অন্য কিছু।

Black hat hacker:

Black hat hacker হলেন তারা যারা আমাদের কাছে প্রতিকর নন বেশ ভীতিকর। কোন একটি কম্পিউটার, ল্যাপটপ,মোবাইলের সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো বের করলে দ্রুত ঐ ত্রুটি কে নিজের স্বার্থে কাজে লাগায়।ঝামেলা যুক্ত ভাইরাস ছড়িয়ে দেন।সর্বোপরি ঐ সিস্টেমের অধিনে যে সকল সাব-সিস্টেম রয়েছে সে গুলোতেও ঢুকতে চেষ্টা করে।তারা এই ইন্টারনেট এর যুগে এক দেশে বসে অন্য যেকোন দেশের সরকারী, বেসরকারী,প্রাইভেট নেটওয়ার্ক এ প্রবেশ করে তা থেকে পাওয়া উপাত্ত নিজের প্রয়োজনে কাজে লাগাতে চেষ্টা করেন।

Grey hat hacker:

Grey hat hacker হচ্ছে সব দিক তাল দিয়ে চলে।এরা সিস্টেমের ও সফটওয়ারের ত্রুটি বের করে মন যা চায় তাই করে। ইচ্ছে করলে ঐ সিকিউরিটি সিস্টেমের ত্রুটি ঠিক করে দিতে পারে বা ইনফরমেশন গুলো দেখতে পারে বা নষ্ট ও করতে পারে অথবা নিজের কাজে ব্যবহার করতে পারে।

হ্যাকার মানেই জিনিয়াস। তুখার ব্রেন।তীক্ষ্ণ বুদ্ধি।

আর ও কিছু হ্যাকার আছেন।

♦️Anarchists: Anarchists হচ্ছে ঐ সকল হ্যাকার যারা বিভিন্ন কম্পিউটার সিকিউরিট সিস্টেম বা অন্য কোন সিস্টেম কে ভাঙতে পছন্দ করে। এরা যেকোন টার্গেটের সুযোগ খুঁজে কাজ করে।

♦️Crackers: এরা হ্যাকার কিং।ক্ষতিকারক খারাপ হ্যকাররাই ক্র্যাকার। এদের পেশা হচ্ছে পাসওয়ার্ড ভাঙ্গা এবং Trojan Horses তৈরি করা এবং অন্যান্য ক্ষতিকারক সফ্টওয়ার নিয়ে কাজ করে।

হ্যাকিং এর কিছু পদ্ধতিঃ

🎩Phishing: ফিশিং হলো সোশাল ইঞ্জিনিয়ারিং নামক এক কৌশলের উদাহরণ। এই কৌশলের ফাঁদে পরলে হারাতে পারেন আপনার অনেক মূল্যবান তথ্য। যেমন ব্যাংক অ্যাকাউন্ট, জরুরী ডকুমেন্টস, এটিএম কার্ডের গোপনীয় তথ্য ইত্যাদি।

🎩Denial of Service attack: Denial of Service attack সংক্ষেপে DoS Attack একটি প্রক্রিয়া যেখানে হ্যাকাররা কোন একসেস না পেয়েও কোন নেটওয়ার্ক এ ঢুকে তার ক্ষমতা নষ্ট করে। DoS Attack এ নেট কানেকশন বা রাউটারের ট্যারিফ বাড়িয়ে দেয়।

Trojan Horses : এই প্রোগ্রামটি অন্যান্য প্রোগ্রামকে নষ্ট করে। এটি এক ধরনের ভাইরাস। Trojan Horses ব্যবহার করে অন্যান্য প্রোগ্রাম নষ্টের পাশাপাশি পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য হ্যাকারদের কাছে স্বয়ংক্রিয় ভাবে পৌছে যায়।

🎩Back Doors: Back Doors খুঁজে বের করে হ্যাকাররা কোন সিস্টেম কে কাজে লাগায়। Back Doors গুলো থেকে administrative easy way configuration এর ভুল ও সহজে বুঝতে পারা যায় এমন passwords এবং অসংরক্ষিত dial-ups কানেকশন ইত্যাদি কাজে লাগিয়ে কম্পিউটার এর সাহায্যে ত্রুটি গুলো বের করে এবং অন্যান্য দুর্বল জায়গা ব্যবহার করে কোন নেটওয়ার্ক কে কাজে লাগানো যায়।

🎩Rogue Access Points :যেকোন ওয়ারলেস নেটওয়ার্কে প্রবেশের জন্য হ্যাকাররা Rogue Access Points ব্যবহার করে।

হ্যাকিং থেকে রক্ষা পেতে কিছু ট্রিপসঃ

👉পরিচিত ছাড়া সকল সাইটে লগ-ইন থেকে বিরত থাকুন। এমন কি ফেসবুকের আপনার বাড়ী কেমন হবে বা কত বয়সে কেমন দেখতে হবেন সেসব থেকেও

👉অপরিচিত লিঙ্কে ঢোকার দরকার কি? অপরিচিত সফ্টওয়ার ডাউনলোড করার ই বা কি প্রয়োজন?তবে কম্পিউটার, সফ্টওয়ার ডেভেলপমেন্ট বা নানা প্রজেক্টের কাজ করেন তবে ভালো করে সিকিউরিটি সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

👉পাসওয়ার্ড সব সময় ৮ ডিজিটের বেশি হওয়া উচিত। শব্দ ও নম্বর মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করা ভালো। নানা ধরনের সফ্টওয়ার শুধু নম্বর দেয়া পাসওয়ার্ড ভাঙতে পারে।

হ্যাকিং সম্পর্কিত আমার জ্ঞানের ভান্ডার এতটুকুই। সাহায্যে ছিলেন সবসময়ের সাহায্যকারী গুগল মামা।

বিস্তারিত আরো অনেক থেকে খুব সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করলাম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর ভাবে আপনার পোস্ট উপস্থাপন করেছেন, আমার কাছে সত্যিই ভালো লাগলো । তবে

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।

তবে এই মুহূর্তে আমার বাংলা ব্লগের নিউ মেম্বার নেয়া হচ্ছে না, আপনি আমাদের Discord এ জয়েন করুন নিউ মেম্বার নেয়ার সঠিক সময় Discord এর জানিয়ে দেয়া হবে।

👇
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

কবে নতুন মেম্বার নেওয়া হবে আমাকে একটু জানাবেন !

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source: https://ne-np.facebook.com/Tahfeemcreations/posts/d41d8cd9/3831183723591163

vul kore post korsi vaiwa ,ami akhane kaj korte chai,dowa kore amake help korben jate post korte pari

ডিস্কোর্ড সার্ভারে জয়েন করুন এবং সমস্ত নির্দেশনা গুলো ফলো করুন।