@shuvo35 ভাই আপনি ঠিক বলেচেন । আমি প্রতিবাদ জানাতে সামিল হলাম আপনাদের সাথে । সেদিন চায়ের দোকানে বসে কথা বলতে বলতে ভাল লেগেছে আপনার সাথে । আপনি মানুষ হিসেবে খুবি ভাল। আগেই বলে নেই ভাইয়ো বোনরা আমি প্রতিবাদো করত চাচ্চি।
@shuvo35 আপনি সেদিন যে পোসটি আমাকো দেখিয়েচো তা দেকে চুপ থাকরতে পারলাম না। তাই @rme ও @blacks ভা্িযের পাসোক দাড়াতো চাই। তাদের সনমান করতে চাই। তাই আজরেক একখানা পোসট করিচু। আপনি সেদিন বলেচিলেন একউন্ট করত কিন্তু কি ঘটনা ঘটাল সুভ দত্ত । তাই নাকি বাঙলাদেশিদের দাদা আর নেবেক না। আমিও কাজ করত চাচ্চু। আপনি তো আমাক সব কিছু সিখিয়েছেন। তািই আমার পোসট টি করলাম আজু।
সুভ দততক শালা মালাউন বাচচা। কুত্তা মাদাড়ছোদ বেইমান বিস্বাস ঘাতক কুচক্রি । @shuvo35 ভাই আপনাকে খারাপ কতা বলছে আমি চুপ থাকতে পারলাম না।
শালা মালাউন বাচ্চা সুভ
আমরা জাতি হিসেবে যেমন স্বার্থপর,নোংরা ও বিকৃত মস্তিষ্কের অধিকারী ঠিক আমরা মানুষ হিসেবেও ভীষণ অকৃতজ্ঞ, এটাই বাস্তব । কেউ এখানে ধোয়া তুলসী পাতা না, আমিও না । হয়তো আজকে এমন কথাগুলো আপনাদের সঙ্গে বলছি, তার একটাই কারণ, আমিও জীবনে বহু ধাক্কা খেয়েছি, বহু মানুষের দায়িত্ব নিয়েছিলাম এই লেখালেখির জগতে , তবে যে তিক্ততার স্বাদ আমি পেয়েছি তা আসলে ভোলার মতো না।
আসলে অকৃতজ্ঞ মানুষদের নিয়ে পথ চলাটাও ভীষণ মুশকিল। কারণ একটু অসুবিধা হলেই, পিছনে ফিরে তাকালে কাউকেই পাওয়া যায় না ।
একটা চিরন্তন সত্য কথা বলি, এখন ২০২২ সাল চলে, দেখতে দেখতে শেষই হয়ে যাচ্ছে বছরটা। তবে এখন থেকে ৫ -৭ বছর পরের কথা যদি চিন্তা করেন, আমি এক কলমে লিখে দিতে পারি। পুঁথিগত শিক্ষা ব্যবস্থা তখন খুব একটা থাকবে না বললেই চলে। সবকিছু ইন্টারনেট কেন্দ্রিক হয়ে যাবে এবং ব্লকচেইনের মতো আরো আধুনিক অনেক টেকনোলজি চলে আসবে, মানুষ তখন সেদিকে ধাবিত হবে, মানুষের জীবনের সঙ্গে সেই সময় ইন্টারনেটের ভূমিকা থাকবে ওতপ্রোতভাবে। এবং ইন্টারনেটেই জীবন-জীবিকার ও আয়, রুজি-রোজগারের পথ খুঁজে নেবে।
আর সেই সময়েও যদি আমাদের এরকম অকৃতজ্ঞ মনোভাব থেকেই যায়, তাহলে আমরা বাঙালি জাতি হিসেবে সেই সময়েও অনেকটাই পিছিয়ে পড়ে থাকবো। আজকে কথাটা বলে রাখলাম, সময় সুযোগ হলে মিলিয়ে নেবেন ।
@nusuranur আপুক কি বাজে ভাষায় কথা বলিচ্চে। আমি চুপ থাকত পারলাম না। তাই এই প্রতিবাদ করচ্চিু।
সালা মালাউন
@hafizullah @alsarzilsiam বাই কে বাজে কমেন্ট করিচ্চে তাই আবার শালা কে সুভ কে কুত্তা মাদাছোদ নটিরছেলে।
সালা মালাউন ।
আমি প্রতিবাদক করিছি ভূল হলে মাফ করবেনক